RoseRose বউয়ের সাথে যেতে যেতে, বাদাম খেতে খেতে, নেইরে আমি আর আমাতেRoseRose

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ২৪ এপ্রিল, ২০১৬, ০৮:৪২:৫৪ রাত



লোকে কি ভাববে, এই ভেবে আমার মত করে চলা যায় কিরে।

লোকের ভাবনার 'খেতা পুড়ি', চলব আমি আমারই মত, কার শ্বশুরের কি!

আমি হাঁটি লম্বা কদমে, বউ টুক টুক করে। তা দেখে দুষ্ট লোকে হেঁসে ফেটে পড়ে!

ডেকে কাছে কানে-মুখে বলে চুপে, "দূর ভাই, এটা হয়না, আপনার সঙ্গে ভাবিকে যায়না। আপনি লম্বা-সুঠাম-সুদর্শন, ভাবি টেমার লাহান"।

মন যায় খারাপ হয়ে। করেছি এ কোন মেয়েকে বিয়ে! ,

নাহ! আর নয় বউ নিয়ে ঘোরাঘুরি। মান ইজ্জত রক্ষা করি।

পরক্ষণেই—

বউটা আমার। ভাবনাটাও। কার সাথে মানাবে, কার সাথে মানাবেনা, তা লোকে বলার কে।

বউ্তো নয় যেমন তেমন, একখানা মানিক রতন। যে যা চিনে, সেই তা কিনে। আমি তাকে চিনেছি, বুঝেছি ও মুগ্ধ হয়েছি তাতে। সে দেখতে কালো ও খাটো। এসব তার সৃষ্ট নয়। সে পারেনা এতে পরিবর্তন আনতে। যা পারে তা করেছে। অসাধারণ সব গুণে গুণান্বিত করে অনন্য উচ্চতায় নিয়ে গেছে নিজেকে।আমার কাছে এসব যথেষ্ঠ, খুব যথেষ্ঠ।

দুই টাকার বাদাম কিনে হাতের মুঠোয় হাত চেপে ধীরলয়ে কদম ফেলে আমরা দু'জন টোনাটুনি যাই হারিয়ে দু'জনাতে।

'এ পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো বউ বলতো '......

বিষয়: বিবিধ

১৭৯১ বার পঠিত, ৩৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366970
২৪ এপ্রিল ২০১৬ রাত ০৮:৫৯
আবু জান্নাত লিখেছেন : আসছি, বাদাম খাওয়াবো।
২৪ এপ্রিল ২০১৬ রাত ০৯:১৭
304502
গাজী সালাউদ্দিন লিখেছেন : আসেন আসেন আসেন।
বাদাম ভাজা ঝাল মুড়ি
যা পারেন নিয়ে আসেন।
২৪ এপ্রিল ২০১৬ রাত ০৯:৫১
304507
আবু জান্নাত লিখেছেন : যেইডা মন চায়, বউডারে নিয়া ঐডা খান, তবুও আর কাইন্দেন না




বানানের তো গুষ্ঠি উদ্ধার করেছেন। আবার এডিট।
২৪ এপ্রিল ২০১৬ রাত ১১:১৭
304517
গাজী সালাউদ্দিন লিখেছেন : মোবাইল দিয়ে যে খড়খড়াইতেছি, এটাই তো অনেক বেশি।
বাহ, বউ নিয়ে যাই খাই, তাই মিডা লাগে।
366972
২৪ এপ্রিল ২০১৬ রাত ০৯:১৬
বার্তা কেন্দ্র লিখেছেন : বিয়ে পাগলা গাজী সালাউদ্দিন..!!!!
২৪ এপ্রিল ২০১৬ রাত ০৯:২২
304503
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনি কি সাদা মনের মানুষের সঙ্গে যোগ দিয়েছেন?
বিয়ে সবার জন্য নয়। সাদা মনের মানুষদের সাথে শাইন করেন। শুভকামনা রইল।
২৪ এপ্রিল ২০১৬ রাত ০৯:২৫
304504
বার্তা কেন্দ্র লিখেছেন : না ভাই। ইদানীং আপনার সব পোস্ট বিয়ে কেন্দ্রিক! তো তাই-ডোন্ট মাইন্ড, ডিয়ার ব্রাদার।
২৪ এপ্রিল ২০১৬ রাত ০৯:৩০
304505
গাজী সালাউদ্দিন লিখেছেন : এখন বিয়ের খুশিতে আছি, সুখের পরিবর্তে দুঃখ গা স্পর্শ করবেনা।
366976
২৪ এপ্রিল ২০১৬ রাত ০৯:৩৭
অয়েজ কুরুনী আল বিরুনী লিখেছেন : অসাম হয়েছেরে ভাই, লেখার মধ্যে দিনদিন সৌন্দর্য আসছে। যাই হোক ঐকথাই থাকলো। বউ আমার লোকের কি?
২৪ এপ্রিল ২০১৬ রাত ০৯:৪৫
304506
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভাইরে, এই পাড়ায় মাঝেমধ্যে একটু ঢু মারলে কি হয়রে!
মূল্যায়ন শুনে আল্লাহর দরবারে শুকরিয়া।
হ্যাঁ, কথা ওইটাই। বউটা আমারই।
366982
২৪ এপ্রিল ২০১৬ রাত ১০:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিয়ার মত একটা যন্ত্রনা নিয়া আপনি কেন পাগল????
২৪ এপ্রিল ২০১৬ রাত ১১:২৬
304518
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনাদের মুরুব্বীদের রকম সকম খুব একটা সুবিধার না। ইয়াং পোলাপাইন বিয়ের জন্য পাগল হলে কটমট করে তাকান, আবার করতে না ঘাড় ধরে করান!
বিয়ে বিয়ে নিয়ামাত, বিয়ের পর কিয়ামত। আপনারা বলেন, কিন্তু ছেলেগুলো আবিয়াতি থাকুক, এটাও চাননা!!!!!
বিবাহিত মেয়েরা সবসময়ই অবিবাহিতাদের বলে, বইনরে, বিয়ের মজা আমি বুঝেছি। সিঙ্গেল আছিস, ভালো আছিস, বিয়ে করতে যাসনে। কিন্তু তারাই আবার ননদীকে যত দ্রুত সম্ভব উঠে পড়ে লাগে।
মুরুব্বিদের এমন ডাবল স্ট্যান্ডার্ড মানিনা, মানবনা।
366996
২৪ এপ্রিল ২০১৬ রাত ১০:৩২
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : উনি লম্বা, ফর্সা, সুদর্শন- উনিই বলেছেন পাবলিক কিন্তু তা জানতে চায়নি Worried উনাকে এখন থেকে লম্বা-সুদর্শন, ফর্সা, ধলা মিয়া এসব বিশেষণে ডাকা যেতে পারে। :-S উনার বউ আসলেই সৌভাগ্যবতী কারণ নাক বোঁচা, খাটো, শ্যামলা হবার পরেও উনার মত ধবল, লম্বা,সুদর্শনের সাহচার্য পেয়েছেন, চাট্টে খানি কথা?? :D/
২৪ এপ্রিল ২০১৬ রাত ১১:৩৭
304519
গাজী সালাউদ্দিন লিখেছেন : ধুত্তোরি ছাই
এইসব আমার মাঝে
একটাও নাই।

লোকে সুন্দর বলে, আরও বলে লম্বা, আমার কি দোষ!
ও, পাবলিক আমার বউকে তুচ্ছ জ্ঞ্যান করবে, আবার সেই পাবলিকের অপর একটা অংশকে আমি জানাবো না! জাতী বিস্মিত!
বউ যতটা ভাগ্যবতী, তার চেয়ে হাজারগুণ বেশি ভাগ্যবান আমি। এমন বউ কজনার ভাগ্যে জুটে।
366997
২৪ এপ্রিল ২০১৬ রাত ১০:৩৭
বিন হারুন লিখেছেন : হুম বুঝেছি আপনি তাহলে টেমার স্বামী?
২৪ এপ্রিল ২০১৬ রাত ১১:৩৯
304520
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওই, হারুন কা বেটা। সাবধান!!!!!!!!!!!!
আমার বউ আমার কইলজা, গুদ্দা, হরান, হেস্বা, সীনা। তারে কোন বাজে কথা বরদাশ্ত করা হবেনা।
২৫ এপ্রিল ২০১৬ সকাল ১১:০৪
304528
বিন হারুন লিখেছেন : হগলেতো আন্নার বউরে টেমা কয়,তয় আমি কইলে দোষ কি?
367030
২৫ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৫৮
হতভাগা লিখেছেন : পোলাপাইন , ফিডার খাওয়ার বয়স এখনও পার হয় নাই বিয়ার জন্য ফালাফালি শুরু কইরা দিছে !
২৫ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:০২
304557
গাজী সালাউদ্দিন লিখেছেন : কাল রাত্তিতে এক গ্লাস গরম দুধ খেলাম!

মায়ের দুধ খাওয়ার একটা একটা বয়স থাকে, কিন্তু ফিডার খাওয়ার কোন বয়স নাই!!!! আমার যখন মনে চায় তখনই ফিডার খামু!
২৫ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:০৩
304563
হতভাগা লিখেছেন : কাল রাত্তিতে এক গ্লাস গরম দুধ খেলাম!

০ গ্লাস না ব্যবহার করে ফিডার নেওয়া পোলাপানদের জন্য সেফার
367065
২৫ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪৪
তট রেখা লিখেছেন : অতিরিক্ত স্বপ্ন দেখা ভাল লক্ষন নয়। বিয়েটা হলো দিল্লিকা লাড্ডু, না খায়লেও পস্তাবেন, খায়লেও পস্তাবেন।
২৫ এপ্রিল ২০১৬ রাত ০৮:০৪
304585
গাজী সালাউদ্দিন লিখেছেন : যে স্বপ্ন ঘুমিয়ে দেখা দেখা হয়, তা মন ও শরীরের জন্য ক্ষতিকর। কিন্তু আমিতো জেগে জেগে দেখছি। আবুল কালামতো তাই করতে বলেছেন।

এই যে বলছেন না বিয়ে করলে পস্তায়। কথাটা আপনার বিবিকে না শুনিয়ে ছাড়ছিনা।
২৫ এপ্রিল ২০১৬ রাত ০৮:২৬
304587
তট রেখা লিখেছেন : খাট কাটা শুরু করেন, দ্রুত কাজ হবে।
367069
২৫ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৫৮
শেখের পোলা লিখেছেন : হায় হায়, হোলাডার মাথা এক্কারে আউলাইয়া গেছেগা। হোবায় পাশ কইরা বাইরাইছে, অহন একখান ভালা কামটামের চেষ্টা করব না বিয়ার লাইগা হাগল অইছে। আনু ঘটকরে খবর দেওয়াই লাগব দেখতাছি। একডু শান্ত হও বাজান। দেখতাছি কি করণ যায়।
২৫ এপ্রিল ২০১৬ রাত ০৮:১০
304586
গাজী সালাউদ্দিন লিখেছেন : কেমন্ডা লাগে!
বউকে নিয়ে দুইচারটা সুখ দুখের কথা কওয়া যদি পাগলামি হয়, তবে সে পাগলামোতেই আমার স্বার্থকতা।
টাকা চাকুরী বাড়ি গাড়ি সবইতো বিবির জন্য, কিন্তু সে চাকুরী খুজতে গিয়ে বিবিকে ভুলে যাওয়া কতটা উচিৎ!!!!
স্যোশাল মিডিয়ার কল্যাণে ঘটকরা এখন সুবিধা করতে পারেনা। আনু ঘটকের পাত্তাও কোথাও পাবেন না বলেই মনে হয়।
দেখেন শিগগিরই ব্যবস্থা নেন।
১০
367187
২৬ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৪৮
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট ভাই। ভাবনার রাজ্য অন্নেক পদ্যময়! সুন্দর পবিত্র কল্পনা মানুষকে সৃজনশীল জগতে স্পৃহা যোগায় যা ব্যক্তি ও আখিরাত দু’নো জীবনের জন্যই কল্যাণকর।

চমৎকার ভাবনাগুলোর সত্বর বাস্তবায়ন হোক এই দোয়া রইলো। ভাইজানের জন্য।
২৬ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৩১
304683
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম......
আপা মাঝে মাঝে কই ডুব মারেন!
আমার ভাবতে ভালো লাগে. জানি আমার ভাবনা অনুযায়ী বাস্তব হয়তো ততটা সহায় হবেনা, কেননা বাস্তবতাকে মাথায় রেখেই সুন্দর ভাবনাগুলো ভেবে যাই. আমি আশাবাদী. আল্লাহর উপর ভরসা করি. তিনি নিশ্চয় আমাকে নিরাশ করবেন না. আর আমিতো এমন কিছু ভাবছিনা, যা সীমাকে অতিক্রম করতে পারে.
এই যা, কিসব বলে যাচ্ছি! আপার সামনে কেউ কেউ এত এত কথা বলে!
১১
367261
২৭ এপ্রিল ২০১৬ দুপুর ০১:১৬
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : হুম বুঝছি। খাট কাটা শুরু করেন। অচিরেই আপনার আব্বাজান পুত্রবধু ঘরে আনবেন। Love Struck Love Struck Love Struck Call Me Call Me
৩০ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৪৩
304935
গাজী সালাউদ্দিন লিখেছেন : এই খাট কাটার মাথাত্ম আমি ঠিক বুঝে উঠতে পারছিনা। বেশ ক'জন বিয়াইত্তা আমায় এমন উপদেশ দিয়ে যাচ্ছে!
০২ মে ২০১৬ বিকাল ০৪:৫৮
305179
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : খাট কাটবেন আর বলবেন - “আমি একা মানুষ। এত বড় খাট দিয়ে কী হবে? তার চেয়ে কেটে অর্ধেক করে ফেলি।” আপনার আব্বাজানকে আর বাকিটা বুঝিয়ে বলতে হবে না। তিনি বুঝবেন যে, ছেলের জন্য বউ আনতে হবে।
১২
367731
০২ মে ২০১৬ রাত ০২:৪১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভাই আগে বিয়াটা করেন তারপর না হয় বাদাম খাইয়েন!!! হা হা হা, ধন্যবাদ, ভালো লাগলো
০২ মে ২০১৬ সকাল ১১:০০
305130
গাজী সালাউদ্দিন লিখেছেন : বিয়ের পর যে বাদাম খাইতে বলেন, আপনি কি পারছেন বিবিরে নিয়ারে বাদাম খাইতে? পারেন নাই!!!!
১৩
367755
০২ মে ২০১৬ দুপুর ১২:১৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : বউকে নিয়ে কী কেউ বাদাম খায়? বাদাম খাওয়ার মানুষ তো..............?(বলুন কী হবে)
০২ মে ২০১৬ দুপুর ১২:৫০
305147
গাজী সালাউদ্দিন লিখেছেন : গার্ল ফ্রেন্ড!

আমি বউকে গার্ল ফ্রেন্ড বানিয়ে নিয়েছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File