'সে'
লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ২৩ এপ্রিল, ২০১৬, ০৮:১০:১২ রাত
আঁচল চেপে মুখে
দেয়ালে কপাল ঠুকে
লজ্জায় যাযরে মরে
ওরে ওরে আমার বউরে।
মাথা হেট করে,
বাকা ঘাড়টাকে
আরও বাকাঁ করে
বউ আমার তাকায়নারে।
“ হয়েছে কি,
আর কেনইবা চুপ”?
এক দুই তিন মিনিট……
নেই মুখে রা শব্দটি।
পিনপতন নীরবতা!
সমস্ত কোলাহল
যায় মিশে নিস্তব্দতায়
আমি আছি তার
নীরবতা ভাঙ্গার অপেক্ষায়।
অত:পর ঘন নিঃশ্বাস ছেড়ে
সলজ্জ কাঁপা স্বরে
এক যুগেরও পরে
“বলেন, শুনতে পাচ্ছিতো”।
চুপ কেন ছিলে বউ?
“আমার লজ্জা করেনা বুঝি!
চামড়ার মুখ,
আদ্র ঠোঁট,
যা বলতে চেয়েছি,
পিছলা খেয়ে
বের হয়েছে গেছে
অন্য কথাটি,
তাই লজ্জায় মরে গেছি”।
সে আমার বউ, লজ্জাবতী লাজুক লতা,সে যে অনন্যা।
বিষয়: বিবিধ
১১৮৬ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লেখাটা মন্দ নয়৷ আবেদনও সফল৷ তবে বানান নয় শব্দ ভুল আছে৷ 'শোনতে' নয় শুনতে হওয়া উচিৎ৷ ধন্যবাদ৷
সব কথা মুখ ফুটে বলতে হবে কেন। জোয়ান পোলাপাইন সামনে দিয়ে আসা যাওয়া করে, মুরুব্বিরা তা দেখবেনা!
যাক, আমার লেখার আবেদন আপনি বুঝতে পেরেছেন।
আপনাকেও ধন্যবাদ শেখ শেখ....
লও লও লও সালাম।
বিয়ে মানুষকে চিরদিনই ভাবায়। ছোট্ট কালে বড়দের বিয়েতে নাচানাচি করার সেকি সাধ জাগে। বড় হলে নিজের বিয়ের জন্য মাথা নষ্ট হয়। আর বাবা হয়ে গেলে তাদের বিয়ে দেওয়ার জন্য চিন্তার শেষ থাকেনা।
আচ্চা, বিবিকে পাশে ঘুমে রেখে নিজেও ঘুমিয়ে স্বপ্নে অন্য নারীকে স্বপ্ন দেখেনা? আর আমিতো এখনও বিয়ে করিনাই। সো যাকে খুশি তাকেই স্বপ্ন দেখি। ওহ ও ও কি মজা!
ধন্যবাদ সাকা ভাইয়া কবিতাটা সুন্দর হইছে ।
আদরের বউটাকে নিয়ে একটু মনের ভাব প্রকাশ করলাম আরকি।
ওই যে গায়ক বলেনা, মুখের কথায় হয় যে গান, তুমি যদি গাও।
বউয়ের কথা আমার কাছে খুব ভাল্লাগে, তাই লিখে ফেললাম দু কলম।
আপনাকেও ধন্যবাদ সুন্দর মূল্যায়ন করার জন্য। তবে এটা কবিতা নয়।
ভাবছি বসে সবিতা
আম কাঁঠালের দিনে
বউ আসবে শুবক্ষনে।
পালকিতে বউ আসছেরে
শরমে মরে যাচ্ছিরে!
সেই মিছিলে শামিল করে নিও।
বাঘ ভাল্লুক নাকি সিংহরে
কি হবে? ও হে প্রিয়রে।
আপনার জন্য শুভকামনা নয়। কি হবে শুভকামনা জানিয়ে, যদ ..... নাইই থাকে।
আসেন বসেন!
হি হি
কি লজ্জারে বাবা
একযুগ পরে মুখ খুলে,
এত সেগাইরা হলে, বাকি কাজ কাম থুক্কু
ঘরের
বাকি কাজ কাম সামাল দিবে কখন!!??
আমার বউকে নিয়ে কোনরকম মশকারি চলবেনা চলবেনা চলবেনা!!!!!
ঘরের কাজ জাহান্নামে যাক। বউয়ের যে লজ্জা আছে, যা নারীর ভূষণ, তাতেই আমি হ্যাপি।
হতে না পারি, শুনতে খারাপ লাগছেনা।
বউটি বড় লজ্জাবতী,
কানা সাকা নাম তার
সতি নারীর পতি!
দুই নম্বরে .. শত্রুতার মাঝে বেঁচে থাকলে সে কেবল হানাহানি করতে শেখে।"
অস্বীকার করছিনা যে আমার লেখাগুলো বেশির ভাগই কড়া ভাষায় লেখা। তার কারণটা কিন্তু আধুনিক প্রাথমিক শিক্ষার মূল শিখনেই আছে।
সেই শিশুবেলা থেকেই নিজের ধর্মবিশ্বাস আর জীবন পথকে সমালোচনা আর বিদ্রুপের শিকার হতে দেখেছি | এই মত ও পথ ধারণ করার কারণে রাজনৈতিক ভাবে হাজারো শত্রুতার শিকার হয়েছি | সব কিছু পরিস্থিতির খাতিরে সহ্য করেছি ঠিকই তবে বুকের গভীরে ক্ষোভের লাভা কিন্তু বেড়েই চলেছে | ভাষা তাই আগুন ছাড়া অন্যকিছু ছড়াতে জানেনা | এবার বলুন এজন্য কে দায়ী? ?
একসময় সমালোনাচকে আমলে নেওয়া হত, এখন কেউ সমালোচনা
মন্তব্য করতে লগইন করুন