RoseRoseRose'সে'RoseRoseRose

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ২৩ এপ্রিল, ২০১৬, ০৮:১০:১২ রাত



আঁচল চেপে মুখে

দেয়ালে কপাল ঠুকে

লজ্জায় যাযরে মরে

ওরে ওরে আমার বউরে।

মাথা হেট করে,

বাকা ঘাড়টাকে

আরও বাকাঁ করে

বউ আমার তাকায়নারে।

“ হয়েছে কি,

আর কেনইবা চুপ”?

এক দুই তিন মিনিট……

নেই মুখে রা শব্দটি।

পিনপতন নীরবতা!

সমস্ত কোলাহল

যায় মিশে নিস্তব্দতায়

আমি আছি তার

নীরবতা ভাঙ্গার অপেক্ষায়।

অত:পর ঘন নিঃশ্বাস ছেড়ে

সলজ্জ কাঁপা স্বরে

এক যুগেরও পরে

“বলেন, শুনতে পাচ্ছিতো”।

চুপ কেন ছিলে বউ?

“আমার লজ্জা করেনা বুঝি!

চামড়ার মুখ,

আদ্র ঠোঁট,

যা বলতে চেয়েছি,

পিছলা খেয়ে

বের হয়েছে গেছে

অন্য কথাটি,

তাই লজ্জায় মরে গেছি”।

সে আমার বউ, লজ্জাবতী লাজুক লতা,সে যে অনন্যা।

বিষয়: বিবিধ

১১৮৬ বার পঠিত, ৩১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366840
২৩ এপ্রিল ২০১৬ রাত ০৮:৪৬
শেখের পোলা লিখেছেন : বললে আমরা ঘটকালী করতে পারি৷
লেখাটা মন্দ নয়৷ আবেদনও সফল৷ তবে বানান নয় শব্দ ভুল আছে৷ 'শোনতে' নয় শুনতে হওয়া উচিৎ৷ ধন্যবাদ৷
২৩ এপ্রিল ২০১৬ রাত ০৯:০১
304395
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমি না হয় সবার বানানে একটু ভুল ধরেছি। তাই বলে আমার উপর এমন নির্মম প্রতিশোধ নিতে হবে!!!!! কোন অজুহাত চলবেনা। ভুল ভুলই।

সব কথা মুখ ফুটে বলতে হবে কেন। জোয়ান পোলাপাইন সামনে দিয়ে আসা যাওয়া করে, মুরুব্বিরা তা দেখবেনা!

যাক, আমার লেখার আবেদন আপনি বুঝতে পেরেছেন।
আপনাকেও ধন্যবাদ শেখ শেখ....
লও লও লও সালাম।
২৩ এপ্রিল ২০১৬ রাত ০৯:৫৭
304405
আবু জান্নাত লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৩ এপ্রিল ২০১৬ রাত ১০:১১
304406
আফরা লিখেছেন : খুব ভাল হইছে---------------
366854
২৩ এপ্রিল ২০১৬ রাত ০৯:৫৮
আবু জান্নাত লিখেছেন : এত দুষ্টুমী করেও লাভ হবে না, At Wits' End At Wits' End At Wits' End At Wits' End At Wits' End মেয়ে খুজতে বের হতে হবে, না হলে আজীবন স্বপনে এসব দেখতেই থাকবেন। Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out
২৪ এপ্রিল ২০১৬ সকাল ০৫:৫৫
304416
গাজী সালাউদ্দিন লিখেছেন : কত মানুষইতো বিয়ে না করে থাকে। আমি পারবনা মনে করছেন!!!!! অবশ্যই পারব। কিন্তু একটা মেয়েকে বিয়ে করে তাকে আদর ভালবাসা দিয়ে যতন করে রাখা, আহ আহ আহ, কতইনা রহম করব আমি।

বিয়ে মানুষকে চিরদিনই ভাবায়। ছোট্ট কালে বড়দের বিয়েতে নাচানাচি করার সেকি সাধ জাগে। বড় হলে নিজের বিয়ের জন্য মাথা নষ্ট হয়। আর বাবা হয়ে গেলে তাদের বিয়ে দেওয়ার জন্য চিন্তার শেষ থাকেনা।
আচ্চা, বিবিকে পাশে ঘুমে রেখে নিজেও ঘুমিয়ে স্বপ্নে অন্য নারীকে স্বপ্ন দেখেনা? আর আমিতো এখনও বিয়ে করিনাই। সো যাকে খুশি তাকেই স্বপ্ন দেখি। ওহ ও ও কি মজা!
366858
২৩ এপ্রিল ২০১৬ রাত ১০:১৩
আফরা লিখেছেন : কানা সাকা ভাইয়া আপনি আবার কবিতাও লিখতে পারেন !!!!!

ধন্যবাদ সাকা ভাইয়া কবিতাটা সুন্দর হইছে ।
২৪ এপ্রিল ২০১৬ সকাল ০৬:০৬
304417
গাজী সালাউদ্দিন লিখেছেন : না না ওরকম কিছু নয়।
আদরের বউটাকে নিয়ে একটু মনের ভাব প্রকাশ করলাম আরকি।
ওই যে গায়ক বলেনা, মুখের কথায় হয় যে গান, তুমি যদি গাও।
বউয়ের কথা আমার কাছে খুব ভাল্লাগে, তাই লিখে ফেললাম দু কলম।
আপনাকেও ধন্যবাদ সুন্দর মূল্যায়ন করার জন্য। তবে এটা কবিতা নয়।
366860
২৩ এপ্রিল ২০১৬ রাত ১০:২৬
আবু তাহের মিয়াজী লিখেছেন : লিখেছেন একখানা কবিতা
ভাবছি বসে সবিতা
আম কাঁঠালের দিনে
বউ আসবে শুবক্ষনে।
২৪ এপ্রিল ২০১৬ সকাল ০৬:০৯
304418
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমার ঘরে ছাদের সাথে আমের ঢাল ঝুলে আছে। ও বউ মজা করে শুয়ে শুয়ে খাবে।
পালকিতে বউ আসছেরে
শরমে মরে যাচ্ছিরে!
366873
২৪ এপ্রিল ২০১৬ রাত ১২:২৪
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : আমাদের সাহেব গাজী , বিয়ে করে শহীদ হতে রাজী।
২৪ এপ্রিল ২০১৬ সকাল ০৬:১০
304419
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমাকে শহীদ করে
সেই মিছিলে শামিল করে নিও।
366875
২৪ এপ্রিল ২০১৬ রাত ১২:৫৯
আব্দুল গাফফার লিখেছেন : খাইছেরে! খাইছে! আপনাকে দিয়েই হবে Tongue Tongue শুভকামনা
২৪ এপ্রিল ২০১৬ সকাল ০৬:১২
304420
গাজী সালাউদ্দিন লিখেছেন : কে আসছেরে তেড়ে
বাঘ ভাল্লুক নাকি সিংহরে

কি হবে? ও হে প্রিয়রে।
আপনার জন্য শুভকামনা নয়। কি হবে শুভকামনা জানিয়ে, যদ ..... নাইই থাকে।
366876
২৪ এপ্রিল ২০১৬ রাত ০২:০৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
আসেন বসেন!
২৪ এপ্রিল ২০১৬ সকাল ০৬:১৪
304421
গাজী সালাউদ্দিন লিখেছেন : আসছি, বসছি, এইবার মধুর ভাণ্ডার খুলে দেন। নিজে খাই, আওলাদের জন্যও নিয়ে যাই।
366884
২৪ এপ্রিল ২০১৬ সকাল ০৭:০০
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

হি হি
কি লজ্জারে বাবা
একযুগ পরে মুখ খুলে,
এত সেগাইরা হলে, বাকি কাজ কাম থুক্কু
ঘরের
বাকি কাজ কাম সামাল দিবে কখন!!?? Tongue Tongue Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৪ এপ্রিল ২০১৬ সকাল ০৭:৫০
304424
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম.
আমার বউকে নিয়ে কোনরকম মশকারি চলবেনা চলবেনা চলবেনা!!!!!
ঘরের কাজ জাহান্নামে যাক। বউয়ের যে লজ্জা আছে, যা নারীর ভূষণ, তাতেই আমি হ্যাপি।

366898
২৪ এপ্রিল ২০১৬ সকাল ১০:০৯
ব্লগার শঙ্খচিল লিখেছেন : আপনি তো দেখছি সভ্যসাচি লেখক
২৪ এপ্রিল ২০১৬ সকাল ১১:০৪
304447
গাজী সালাউদ্দিন লিখেছেন : তাই বুঝি!
হতে না পারি, শুনতে খারাপ লাগছেনা।
১০
366909
২৪ এপ্রিল ২০১৬ সকাল ১১:৪৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন :

বউটি বড় লজ্জাবতী,
কানা সাকা নাম তার
সতি নারীর পতি!
২৪ এপ্রিল ২০১৬ দুপুর ০১:১২
304454
গাজী সালাউদ্দিন লিখেছেন : ঠিক বলেছেন ব্রাদার ঠিক বলেছেন। শুনে অনেক খুশি হলাম।
১১
367114
২৫ এপ্রিল ২০১৬ রাত ১১:০৭
হাফেজ আহমেদ লিখেছেন : এমন বউ কপালে আছে কয়জনার।
২৬ এপ্রিল ২০১৬ সকাল ১১:৪২
304635
গাজী সালাউদ্দিন লিখেছেন : হা হা হা
১২
367115
২৫ এপ্রিল ২০১৬ রাত ১১:০৮
হাফেজ আহমেদ লিখেছেন : বাহ....! বেশ তো....!
২৬ এপ্রিল ২০১৬ সকাল ১১:৪২
304636
গাজী সালাউদ্দিন লিখেছেন : Love Struck Love Struck Love Struck Love Struck
১৩
367239
২৭ এপ্রিল ২০১৬ সকাল ০৭:৫৮
চেতনাবিলাস লিখেছেন : আসসালামু আলাইকুম | ভালো লিখেছেন জনাব | ইদানিং আপনাকে আমার পোস্ট এ দেখা যাচ্ছে না কেন দয়া করে জানাবেন কী। আমি কী কোন ভুল করলাম? জানালে বাধিত হব।
২৭ এপ্রিল ২০১৬ সকাল ০৮:৩৩
304705
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনি লেখাগুলো লিখার জন্য সময় দিন. গুছিয়ে লিখুন. সব লেখাতেই বিদ্বেষ, ক্লেষ, বিরক্তি, ঘৃণা, অন্যকে তুচ্ছজ্ঞান করা বিশেষ করে সরকার নাস্তিকদের,ঘুরে ফিরে ইত্যাদি নিয়েই লিখেন! আপনি এই বিষয়গুলো নিয়েই লিখুন, কিন্তু লেখাগুলো কেবল বিদ্বেষ থেকে নয়, সমাধানের উদ্দেশ্যেও লিখুন, যেখানে কুরআন হাদীসের বিষয়গুলো থাকতে পারে. এত ঘন ঘন পোস্ট পরিহার করুন. লেখার মান বাড়াতে মনোযোগ দিন.
১৪
367256
২৭ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৩২
চেতনাবিলাস লিখেছেন : সুন্দর উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ | আসলে কী জানেন? অনেক প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে একটি পোস্টার ঝুলানো থাকে।তাতে শিশুরা জীবন থেকে কীভাবে শিক্ষা গ্রহণ করে তার কয়েকটি উপায় বলা আছে। তার এক নম্বরেই লেখা " সমালোচনার মাঝে শিশু বেঁচে থাকলে সে কেবল নিন্দা করতেই শেখে।"
দুই নম্বরে .. শত্রুতার মাঝে বেঁচে থাকলে সে কেবল হানাহানি করতে শেখে।"
অস্বীকার করছিনা যে আমার লেখাগুলো বেশির ভাগই কড়া ভাষায় লেখা। তার কারণটা কিন্তু আধুনিক প্রাথমিক শিক্ষার মূল শিখনেই আছে।
সেই শিশুবেলা থেকেই নিজের ধর্মবিশ্বাস আর জীবন পথকে সমালোচনা আর বিদ্রুপের শিকার হতে দেখেছি | এই মত ও পথ ধারণ করার কারণে রাজনৈতিক ভাবে হাজারো শত্রুতার শিকার হয়েছি | সব কিছু পরিস্থিতির খাতিরে সহ্য করেছি ঠিকই তবে বুকের গভীরে ক্ষোভের লাভা কিন্তু বেড়েই চলেছে | ভাষা তাই আগুন ছাড়া অন্যকিছু ছড়াতে জানেনা | এবার বলুন এজন্য কে দায়ী? ?
২৭ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৫৯
304750
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভাইটি আমার, আমি আপনাকে, আপনাদেরকে বুঝি, কেননা, আমিও তো একই পথের পথিক। আমিও তো হাজারো কিছু দেখেও চুপটি করে থাকি, বিশেষ বিশেষ সময়ে জেগে উঠি। একসময় তো অনেক প্রতিবাদী লেখা লিখতাম ফেসবুকে। এখন লিখেও লাভ নাই , তাই লিখিনা। শুধু ক্ষোভটাই প্রকাশ হয়।
একসময় সমালোনাচকে আমলে নেওয়া হত, এখন কেউ সমালোচনা
২৭ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৫৯
304751
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভাইটি আমার, আমিও আপনার মত একই পথের পথিক। আমার কি হজমের অযোগ্য সরকারের নানান কর্মকাণ্ড দেখে কষ্ট হয়না মনে করেছেন? অবশ্যই হয়। কিন্তু কি লাভ সমালোচনা করে! আগেও সমালোচনাকে আমলে নেওয়া হত। এখন যে কেউ তা শুনতেই চায়না। কারণ সব কিছুই যে এখন বড্ড বেশি নিয়ন্ত্রিত। দুঃখ নেবেন না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File