প্রিয় ব্লগার বন্ধু 'আব্দুল গাফফার' ভালো নেই, সকলের দোয়া চাই

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ১৬ এপ্রিল, ২০১৬, ০৮:৪৭:১১ রাত

'আসসালামু আলাইকুম। প্রায় ২ সপ্তাহ ধরে মানুসিক এবং শারীরিক সমস্যায় ভোগার এক পর্যায়ে আল কাসিম ন্যাশনাল হাসপাতালে ভর্তি হই। সব চেকআপ শেষ করে এখন বিশ্রামে আছি। আপনাদের সবাইকে অনেক মিস করি। দোয়ার দরখাস্ত রইল।'

এই হল উনার সর্বশেষ স্ট্যাটাস। প্রিয় বন্ধু, ব্লগে সুপরিচিত, নিয়মিত ভাইটিকে বহুদিন ব্লগে দেখা যাচ্ছেনা। আগের মত নেই সুন্দর, চমৎকার মন্তব্যের পশরা সাজিয়ে ব্লগ জুড়ে পদচারনা। কিন্তু কেন?

যাদের সাথে আমার সম্পর্ক ব্লগ ছাড়িয়ে দূর বহুদূর, তাদের মধ্যে ব্লগার আব্দুল গাফফার একজন। আমি খুবই কৃতজ্ঞ যে, তিনি আমাকে অত্যাধিক ভালবাসেন। সময় সুযোগ পেলেই ফোনে লম্বা সময় ধরে কথা বলেন, শেয়ার করেন ভিতরের যত সুখ দুঃখের কথা। আর সাথে প্রাণ খোলা হাসিতো আমাদের ফোনালাপকে করে তুলে আরও প্রাণবন্ত।

উনার সাথে ব্লগেই পরিচয়, আর তাতেই এত দূর। প্রিয় মানুষের ব্যথা আমাকে ব্যথিত করবেনা, এ হয়না। সেদিন আমিও প্রচণ্ড শক খেয়েছি, ঘুমটাই হারাম হয়ে গেছে, যখন শুনি বন্ধুটি ভালো নেই।

এমন সমস্যার কথাই জানালেন, নির্বাক শুনেছি কেবল, হয়েছি বিস্ময়ে হতবাক। এহেন দুর্দিনে বন্ধুটির মনের অবস্থা কতটা শোচনীয়, ভাবতেই বুকে ব্যথা অনুভূত হয়েছে।

কিভাবে মানুষটি এত শক্ত হয়ে থাকতে পারে! তার জায়গায় আমি হলে কূল কিনারা হারিয়ে অথৈ সাগরে হাবুডুবু খেতাম। যার বুকে কষ্টের পাহাড় জমা, তার মুখে স্বভাবসুলভ মিষ্টি হাসি, সত্যিই অবাক করার মত ব্যাপার।

গাফফার ভাইয়ের কষ্টটা এতোই তীব্র যে, পারিনি সান্ত্বনা দিয়ে বন্ধু হয়ে সঙ্গে চলতে। পারিনি দিতে যথোচিত কোন সমাধান।

গাফফার ভাইয়ের সমস্যা শারীরিকের চাইতে বেশি মানুসিক। মানুসিক যন্ত্রণার প্রতি মুহুর্তের দহনটাই শরীরটাকে দুর্বল করে দিয়েছে।

ভাবতেই কষ্ট লাগে, ভাইটি অসহ্য যন্ত্রণা বুকে বয়ে বেড়াচ্ছেন, অথচ একান্ত নিকটাত্মীয়দের পাশে পাচ্ছেন না। যদিও উনার সহকর্মীরা সাধ্যমত চেষ্টা করছেন সারিয়ে তুলতে। তবুও এইরকম দুঃসময়ে প্রিয় মানুষদের সান্নিধ্য কে না পেতে চায়।

কষ্টটা বুঝার জন্য উনার লেখা কয়েকটি লাইন:

দুঃখ শেয়ার করলে কমে

কিন্তু কিছু দুঃখ থাকে, যা কখনো শেয়ার করা যায়না।

চাদঁ যেমন তারা ছাড়া একলা একা

আমার জীবন তেমনি এখন, জ্বলে পুড়ে বিষণ্ণ এ মন

নিয়ে বেচেঁ আছি।

আজ থেকে আমার পৃথিবী শূণ্য

ভালবাসার কাঙ্গাল হয়ে নেই কারও জন্য।

ভালবাসি বলে কষ্ট দাও

কষ্ট দিয়ে কি সুখ পাও

আমি কি পুতুল

আমায় নিয়ে খেল

খেলা শেষে আমাকে তাই

ছুড়ে তুমি ফেল।

.... একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা পাহাড়সম স্বপ্নকে নিমেষেই জ্বালিয়ে দিতে পারে..

ভাইটি খুবই কষ্টে আছেন। উনার জন্য দিল খুলে দোয়া করতে সবার প্রতি জোর অনুরোধ জানাচ্ছি।

যেতে চাইলে কাউকে ধরে রাখা যায়না

মন ছুটলে তাকে আর বেধেঁ রাখা যায়না.....

বিষয়: বিবিধ

১৭৫৩ বার পঠিত, ৬৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365884
১৬ এপ্রিল ২০১৬ রাত ০৮:৫৩
আবু জান্নাত লিখেছেন : আল্লাহ তায়ালার কাছে ওনার শারীরিক ও মানসিক সুস্থতা ও শান্তনার জন্য দোয়া করছি।
১৬ এপ্রিল ২০১৬ রাত ০৮:৫৮
303544
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমিন।
সম্ভব হলে উনার সাথে কথা বলে সান্ত্বনা দেওয়ার অনুরোধ রইল।
১৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৩০
303631
আব্দুল গাফফার লিখেছেন : আসসালামু আলাইকুম শ্রদ্ধেয়,আল্লাহামদুলিল্লাহ এখন ভালো আছি। হৃদয়গ্রাহী দোয়ায় আমীন।Good Luck Good Luck
365888
১৬ এপ্রিল ২০১৬ রাত ০৯:৩৭
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

ঠিক কিছু
ঘটনা থাকে যা কখনো ই কাউকে বলা যায় না,,,
কিছু মানুষ থাকে, যাদের সারাটা জীবন কষ্টে ভরা থাকে,
আবার কেউ কেউ আছে, তারা যত খারাপ ই হোক না কেন, সুখ যেন তাদের পিছু ছাড়ে না,,

কেনো এমন হয়, মহান আল্লাহ ই ভালো জানেন,
ঐযে কথায় আছে না,
আল্লাহর মাইর, আক্কেলের বাইর,।

মহান আল্লাহ
সকলের সকল সমস্যা দূর করে দিন,
আমিন
১৬ এপ্রিল ২০১৬ রাত ০৯:৩৮
303545
আবু জান্নাত লিখেছেন :
ঐযে কথায় আছে না,
আল্লাহর মাইর, আক্কেলের বাইর,।

Crying Crying Crying Crying Crying
১৬ এপ্রিল ২০১৬ রাত ১০:১০
303546
বিবর্ন সন্ধা লিখেছেন : আন্নে কান্দেন কেরে!!?
১৬ এপ্রিল ২০১৬ রাত ১১:২৮
303552
আবু জান্নাত লিখেছেন : আঁই দুঃখে কান্দিয়ের, আর আন্নে মশকরা করেন ক্যান! Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out
১৭ এপ্রিল ২০১৬ সকাল ০৬:১৮
303561
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।

যথার্থই বলেছেন, কারও জীবন কখনোই সুখের মুখ দেখেনা। তবে এটা যে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, তা মেনে নিয়ে তার উপর সুখ খুজেঁ নিলে, সব সময় অসুখীও মনে হবেনা

আমিন। ছুম্মা আমিন
১৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৩১
303632
আব্দুল গাফফার লিখেছেন : আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় মুহাতারাম । দূঃখ-কষ্ট, রোগ-ব্যাধি, ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্ট সবই আল্লাহর নিয়ামত। আপনার দোয়া আমীনGood Luck Good Luck
365894
১৬ এপ্রিল ২০১৬ রাত ১০:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ফেসবুকে দেখেছি। আল্লাহতায়ালা তাকে সুস্থতা দিন।
১৭ এপ্রিল ২০১৬ সকাল ০৬:২০
303562
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনারা দুজন তো একই নায়ের মাঝি। আমিন।

আমি কিন্তু আপনার জন্য খুব করে দোয়া করেছি। একটা বিশেষ কারণে প্রকাশ করিনি। তবে নিশ্চয়ই শুনেছেন।
১৭ এপ্রিল ২০১৬ সকাল ০৬:২১
303563
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনারা দুজন তো একই নায়ের মাঝি। আমিন।

আমি কিন্তু আপনার জন্য খুব করে দোয়া করেছি। একটা বিশেষ কারণে প্রকাশ করিনি। তবে আল্লাহ্ নিশ্চয়ই শুনেছেন।
১৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৩২
303633
আব্দুল গাফফার লিখেছেন : সুখে ও দুঃখে আপনাদের পাশে পেয়ে ধন্য । জাজাকাল্লাহু খাইর । Good Luck Good Luck
১৭ এপ্রিল ২০১৬ রাত ১০:৩৩
303678
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নেীকার সাথে আমার সুসস্মপর্ক নাই!!!
365903
১৬ এপ্রিল ২০১৬ রাত ১১:০৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আপনার মাধ্যমে তাঁর জন্য সালাম
দোয়া করি
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
১৭ এপ্রিল ২০১৬ সকাল ০৬:২২
303564
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম...

আপনার সালাম নিশ্চয়ই পাঠিয়ে দেব।

আপনাকেও অনেক ধন্যবাদ।
জাযাকাল্লাহু খাইর
১৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৩৪
303636
আব্দুল গাফফার লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম.শ্রদ্ধেয় ভাইয়া । আপনার প্রাণস্পর্শী দোয়ায় আমীন । আপনার জন্যও অনেক শুভকামনা Good Luck Good Luck
365904
১৭ এপ্রিল ২০১৬ রাত ১২:০৭
সন্ধাতারা লিখেছেন : Salam little brother. I do pray wholeheartedly to almighty for his physical n mental welbeing. Jajakallahu khair for letting us know.
১৭ এপ্রিল ২০১৬ সকাল ০৬:২৪
303565
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম আপা।
উনার জন্য আপনার প্রাণখোলা দোয়া আল্লাহ্ কবুল করুন। আমিন।
আল্লাহ্ আপনাকেও উত্তম প্রতিদান দানে ধন্য করুন।
১৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৩৭
303637
আব্দুল গাফফার লিখেছেন : আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় আপু , রোগ-ব্যাধিতে একমাত্র আরোগ্যদানকারী মহান আল্লাহ। তিনি ছাড়া অন্য কেউ রোগ থেকে মুক্তি দিতে পারে না।আপনার প্রাণ জুড়ানো দোয়ায় আমীন । জাজাকাল্লাহু খাইর Good Luck Good Luck
365907
১৭ এপ্রিল ২০১৬ রাত ১২:২৪
শেখের পোলা লিখেছেন : আল্লাহ তার সকল রোগ বালাই শিঘ্র মোচন করে দিক৷ আল্লাহর ইচ্ছা অনিচ্ছার উপর পুরা ভরসা রাখতে অনুরোধ করি৷ আপনাদের ধন্যবাদ৷
১৭ এপ্রিল ২০১৬ সকাল ০৬:২৬
303566
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমিন আমিন।
হ্যাঁ, রোগের সময় এটা খুব জরুরী। স্মরণ করিয়ে দেওয়ার জন্য শুকরিয়া।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
১৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৩৯
303638
আব্দুল গাফফার লিখেছেন : একজন প্রকৃত মুমিন সর্বাবস্থায় দৃঢ়ভাবে এ কথা বিশ্বাস করে যে, সে যে অবস্থায় আছে, তাতে কোনো কল্যাণ নিহিত রয়েছে। আপনার দোয়ায় আমিন শ্রদ্ধেয় ভাইয়া ।Good Luck Good Luck
365908
১৭ এপ্রিল ২০১৬ রাত ১২:২৭
ব্লগার শঙ্খচিল লিখেছেন : তার জন্য দোয়া রইল অনেক আল্লাহ তাকে হেফাজত রাখুন
১৭ এপ্রিল ২০১৬ সকাল ০৬:২৭
303567
গাজী সালাউদ্দিন লিখেছেন : হে প্রিয়, আমার পাড়ায় আপনার আগমন সত্যিই আনন্দের। শুকরিয়া।
আমিন আমিন
১৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৪১
303639
আব্দুল গাফফার লিখেছেন : আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় ভাইয়া । আপনার অসাধারণ দোয়া হৃদয় ছুঁয়ে গেলো । আপনার জন্যও অনেক শুভকামনা ।
365909
১৭ এপ্রিল ২০১৬ রাত ১২:৩১
আফরা লিখেছেন : আল্লাহ উনার শারিরিক মানসিক সব যন্ত্রনা দুর করে দিন । আমীন ।
১৭ এপ্রিল ২০১৬ সকাল ০৬:২৮
303569
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভাইয়ের জন্য বোনের দোয়া আল্লাহ্ কবুল করুন।
১৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৪৩
303640
আব্দুল গাফফার লিখেছেন : ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছি আফ্রম্নি । আফ্রম্নির জন্য অনেক শুভকামনা Good Luck Good Luck Good Luck
১৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৫৩
303647
আফরা লিখেছেন : ভাইয়া আপনি দেশে গেলেন কখন সেটাই তো জানলাম না ।

আলহাদুল্লিলাহ ! আল্লহ আপনাকে সুস্থ্য করেছেন ।
১৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:০৪
303649
গাজী সালাউদ্দিন লিখেছেন : কে বলেছে দেশে এসেছে? আল কাসিম হাসপাতাল নবীর দেশে। আর ভাইটিও সেখানে আছেন।
১৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:২৪
303652
আফরা লিখেছেন : ও তাই নাকি আমি জানি না তো তাই মনে করেছিলাম ভাইয়া মনে হয় দেশে । তা ছাড়া কানা ভাইয়া তো দেশ থেকে পোষ্ট দিয়েছে সেটা একটা কারন ।
365932
১৭ এপ্রিল ২০১৬ সকাল ০৯:৩৫
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : দিল খোলা দোয়া রইল, প্রিয় আব্দুল গাফফার ভাইয়ের জন্য। আল্লাহপাক তাকে দ্রুত সুস্থ্য করে দিন, আমীন।
১৭ এপ্রিল ২০১৬ সকাল ১০:২২
303592
গাজী সালাউদ্দিন লিখেছেন : গাফফার ভাইয়ের জন্য আপনার আন্তরিক কামনা আল্লাহর দরবারে পৌঁছে যাক। আমিন। ছুম্মা আমিন।
১৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৪৪
303641
আব্দুল গাফফার লিখেছেন : হৃদয়গ্রাহী দোয়ায় আমীন। ছুম্মা আমীন।

জাজাকাল্লাহু খাইর শ্রদ্ধেয় প্রিয় শাহাদাত ভাইয়া Good Luck Good Luck Good Luck
১০
365936
১৭ এপ্রিল ২০১৬ সকাল ১০:২৫
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : মহান আল্লাহ তার মানুষিক পেরেশানি ওশারিরিক অসুস্হতা দুটি থেকেই মুক্তি দান করুক। আমীন।
১৭ এপ্রিল ২০১৬ সকাল ১০:২৯
303593
গাজী সালাউদ্দিন লিখেছেন : গাফফার ভাইয়ের জন্য আপনার দোয়া আল্লাহ্‌ কবুল করুন। আমিন। ছুম্মা আমিন।
১৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৪৫
303642
আব্দুল গাফফার লিখেছেন : আসসালামু আলাকুম শ্রদ্ধেয় । সবর করা। কারণ, রোগ-ব্যাধি আল্লাহর তকদীরের অন্তর্ভুক্ত। সুতরাং আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা এবং সবর করা ঈমানের দাবী। সবরের মর্যাদা সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ. ‘আর তোমরা ধৈর্য ধর, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন’ (সূরা আনফাল: ৪৬ আপনার দোয়ায় আমীন ভাইয়া
১৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:০৭
303650
গাজী সালাউদ্দিন লিখেছেন : বোনকে ভাইয়া আর ভাইয়াকে বোন ডাকাডাকি, ভাল্লাগেনা হিজিবিজি।
১৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:১৭
303651
আব্দুল গাফফার লিখেছেন : আমি নিজেও কনফিউশনে থাকি উনার নামের রহস্যটা আজো জানা হলো না । আমি ভাইয়া বলে ডেকেছি ভাইয়া বলেই ডাকব @ গাজী সালাউদ্দিন ভাই ।
১১
365939
১৭ এপ্রিল ২০১৬ সকাল ১০:৩৫
দ্য স্লেভ লিখেছেন : উনার জন্যে দোয়া রইলো
১৭ এপ্রিল ২০১৬ সকাল ১০:৪৭
303594
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার দোয়া আল্লাহর দরবারে পৌঁছে যাক। আমিন
১৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৪৮
303643
আব্দুল গাফফার লিখেছেন : আসসালামু আলাকুম , আপনার হৃদয়গাহী দোয়াম আমীন । জাজাকাল্লাহু খায়ের
১২
365959
১৭ এপ্রিল ২০১৬ দুপুর ০১:২৪
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : মহান আল্লাহর কাছে তার আশু সুস্থতার জন্য দোয়া করছি।
১৭ এপ্রিল ২০১৬ দুপুর ০২:২৭
303624
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার দোয়া আল্লাহ্ কবুল করুন। আমিন
১৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৪৯
303645
আব্দুল গাফফার লিখেছেন : আল্লাহামদুলিল্লাহ এখন সুস্থ আছি । মহান আল্লাহর কাছে আপনাদের সুস্থতার জন্যও দোয়া করছি । Praying Good Luck Good Luck Good Luck
১৩
365965
১৭ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৩০
হতভাগা লিখেছেন : উনি কি তালাক/ছ্যাকা খেয়েছেন ?

যাই হোক , আল্লাহ উনাকে এই কঠিন পরিস্থিতি থেকে সুন্দরভাবে কামিয়াব করে আনুন - আমিন।
১৭ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৩৩
303626
গাজী সালাউদ্দিন লিখেছেন : হতচ্ছাড়া!
এহেন দুঃসময়ে এইরকম প্রশ্ন করেনা!
আপনার আন্তরিক দোয়া আল্লাহ্ কবুল করুন। আমিন ছুম্মা আমিন
১৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৫২
303646
আব্দুল গাফফার লিখেছেন : আসসালামু আলাকুম শ্রদ্ধেয় হতভাগা ভাইয়া । তালাক/ছ্যাকা উভয়ের মাঝেই আছি । আপনার হৃদয়গাহী দোয়ায় আমীন । Good Luck Good Luck
১৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৩৫
303657
হতভাগা লিখেছেন : আপনজনদের বেশী বেশী সময় দিন এতদিন যাদেরকে দূরেই ঠেলে রেখেছিলেন । ইন শা আল্লাহ ২/৩ মাসের মধ্যে আপনি বেশ রিলাক্স ফিল করবেন ।
১৪
365967
১৭ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৩৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : কঠিন সময় যাচ্ছে। আমার আত্মীয় স্বজনদের মধ্যে চারদিকে মরার খবর, মারামারি খবর, অসুস্থতার খবর।..আবদুল গাফফার ভাইয়ের জন্য দোয়া করছি প্রাণভরে সর্ব কষ্ট যাতে দূর হয়ে যায়।
১৭ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:১৫
303630
গাজী সালাউদ্দিন লিখেছেন : এইরকম সময়ে নিজেকে স্থির রাখা কঠিন, তবুও বলব, আল্লাহর উপর ভরসা করুন।
গাফফার ভাইয়ের জন্য আপনার দোয়া আল্লাহ কবুল করুন।
১৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৫৬
303648
আব্দুল গাফফার লিখেছেন : আসসালামু আলাকুম শ্রদ্ধেয় ভাইয়া । আপনার প্রাণস্পর্শী দোয়া সত্যিই হৃদয় ছুঁয়ে গেলো । আল্লাহ আপনাকেও সুস্থ সবল রাখুন সর্বত্র এই কামনাই করছি । Good Luck Good Luck
১৫
365992
১৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:০৮
আব্দুল গাফফার লিখেছেন : সত্যি কারে বন্ধু সে
কাছে এসে দাঁড়ায়
দুঃখে দিনে পাশে থেকে
সুখের দিন বাড়ায়
সত্যি কারের বন্ধু নয়
কাছে থেকেও পর
এমন বন্ধু থেকে সবাই
জীবন রক্ষা কর ।

সত্যিই আমি আবেগে আপ্লুত নিজেকে ধন্য মনে করছি । আমার মত আনাড়ি একজনকে বন্ধু ভেবে দোয়া চেয়ে পোস্ট করেছেন । আল্লাহ আপনাকে সহ সব্বাইকে উত্তম জাজা দান করুন আমীন । Good Luck Good Luck Good Luck Rose Rose Rose
১৮ এপ্রিল ২০১৬ রাত ০৪:৩১
303700
আবু তাহের মিয়াজী লিখেছেন : আল্লাহ্‌ আপনাকে দ্রুত আরোগ্য দান করুণ।
১৮ এপ্রিল ২০১৬ সকাল ০৫:৫২
303703
গাজী সালাউদ্দিন লিখেছেন : কই আর পাশে থাকতে পারলাম। দুজনার দূরত্ব যে বড় বাধা।
নিজেকে এত হীন মনে করতে নেই গাফফার সাহেব!
আল্লাহ্ আপনাকেও উত্তম প্রতিদানে ধন্য করুন এবং এহেন কঠিন মুহুর্তে সবর করার তাওফীক দিন।
আমিন
১৬
366040
১৭ এপ্রিল ২০১৬ রাত ১০:৫৩
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়া রহমাতুল্লাহ।
আল্লাহ উনাকে সর্ব সমস্যার উত্তম সমাধান দান করুন, শিফা দান করুন।
১৮ এপ্রিল ২০১৬ সকাল ০৫:৪৭
303701
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালা ...
বহুদিন পর, ভাবলাম আর আসবেন না বুঝি!
উনার জন্য আপনার দোয়া আল্লাহ্ কবুল করুন। আমিন
১৭
366052
১৮ এপ্রিল ২০১৬ রাত ০৪:৩২
আবু তাহের মিয়াজী লিখেছেন : আল্লাহ্‌ আমাদের প্রিয় ভাইজান কে দ্রুত আরোগ্য দান করুন।আমীন
১৮ এপ্রিল ২০১৬ সকাল ০৫:৪৭
303702
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার দোয়া আল্লাহ্ কবুল করুন। আমিন ছুম্মা আমিন
১৮
366082
১৮ এপ্রিল ২০১৬ দুপুর ০২:১৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : উনার জন্য দোয়া রইলো, আল্লাহ যেন উনাকে সুস্থ করে দেন।
১৮ এপ্রিল ২০১৬ দুপুর ০২:১৭
303723
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমিন ছুম্মা আমিন
১৯
366321
১৯ এপ্রিল ২০১৬ রাত ০৯:৫১
আবু আশফাক লিখেছেন : অসুস্থতার কারণগুলো শুনেছি আর আফসোস করেছি। হায় আল্লাহ! ভালো মানুষগুলোর জীবনটা কেমন এমন হয়? আর শান্তনা পেয়েছি এটাই যে, আল্লাহ তার মুমিন বান্দাদের বিভিন্ন রোগ শোক মুসিবত দিয়ে পরীক্ষা করেন।
আল্লাহ আব্দুল গাফ্ফার ভাইকে এ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তাওফীক দান করুন। আমিন।
২০
366682
২১ এপ্রিল ২০১৬ রাত ০৯:৫৯
আওণ রাহ'বার লিখেছেন : আল্লাহ ভাইটির সমস্ত গুনাহ ক্ষমা করেন।
আমীন। হায়াতে তাইয়্যিবাহ দান করেন এবং পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমীন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File