At Wits' Endবিয়ের আসর থেকে গাজী সালাউদ্দিনের পলায়নAt Wits' End

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ১৭ মার্চ, ২০১৬, ১০:৩৫:১৪ সকাল



আমি কিভাবে গেলাম, কিভাবেই বা বিয়ের সাজে সজ্জিত হলাম, কিছুই বুঝতে পারলাম না।

পাত্রীকে সাজগোছ করিয়ে আমার সামনে হাজির করা হলো । মাওলানা যখন অমুকের মেয়ে অমুক...... যদি রাজী থাকেন, বলেন কবুল।

আমি নড়েচড়ে বসলাম। নাহ, এই বিয়ে হবেনা!!!!!! আমি মানিনা! বিয়েতে আমি রাজি নই! বলেই দিলাম দৌঁড়।

সবার মাথায় আকাশ ভেঙ্গে পড়ল। আমার মাথা নিরাপদই থাকল।

অত:পর যা হবার তাই, বিয়েটাই ভেঙ্গে গেলো। দুটি হৃদয় জোড়া লাগতে গিয়েও লাগলো না।

শুনেছি বেচারী নাকি খালি কান্দে! আহারে, আমার জন্য কেউ এতো কাঁদবে, বুঝলে জোড়াটা লাগিয়েই দিতাম!

এও শুনেছি, মেয়েকে সবাই মিলে 'অপয়া', 'হতভাগী', 'পোড়া কপালী' ইত্যাদি বলে গালাগাল করেছে। কইলজার ভেতর বেচারীর জন্য কেমন খচত খচত করতেছে!



আহা আহা আহা আহ!

বিষয়: বিবিধ

১৭০২ বার পঠিত, ৭৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362716
১৭ মার্চ ২০১৬ সকাল ১০:৪১
এ,এস,ওসমান লিখেছেন : ঘটনাটা একটু খুলে বললে ভাল হতো।
১৭ মার্চ ২০১৬ সকাল ১০:৫৪
300630
গাজী সালাউদ্দিন লিখেছেন : কি আর বলবো! বলার মত অবশিষ্ট আর কিছু নাইরে!
১৭ মার্চ ২০১৬ দুপুর ০২:৩৭
300655
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ঘটনা জানতে চাইলে ব্লগে গনগন আসতে হবে। হুট করে এসে বড় খবর নিয়ে চলে যাবেন তা হবনা। @এ।এ.ওসমান
১৮ মার্চ ২০১৬ সকাল ০৯:১৫
300722
এ,এস,ওসমান লিখেছেন : ঘটনার কাহিনী কিন্তু আমি ফেসবুকেই শূনে ফেলেছি Tongue
362717
১৭ মার্চ ২০১৬ সকাল ১১:০৪
দ্য স্লেভ লিখেছেন : ছবিতে কিন্তু ভিন্ন বিষয় বোঝা গেল। বৌকে মালা দিতে গেলে বৌ কষে মুখের উপর একটা লাগিয়ে দিয়েছে। এরপর আকাশ ভেঙ্গে পড়েছে। Happy Happy আর যার কারনে বিয়ের আসর থেকে দৌড় দিলেন তার বিয়ে হয়ে গেছে....এখন সে সুখের কান্দা কান্দে হাহাহাহাহাহা......তাই কবুল বলে ঝাপিয়ে পড়েন....Happy
১৭ মার্চ ২০১৬ সকাল ১১:১৫
300631
গাজী সালাউদ্দিন লিখেছেন : এখন আর ছবি কথা বলবেনা!

গাজী কিন্তু দৌড় দিছে বিয়ে করবেনা বলে! অন্য কিছু বুঝার অবকাশ নাই!!!!

সুখের কান্দা হেতাইনে নয়, আঁই কান্দি।
১৭ মার্চ ২০১৬ দুপুর ০৩:৩১
300665
গাজী সালাউদ্দিন লিখেছেন : এমনটা ঘটেছিল গতরাতে স্বপ্নে……….. ঘটনা সত্য, কিন্তু বাস্তবে হয়নি এমন কিছু।
362718
১৭ মার্চ ২০১৬ সকাল ১১:৩৪
সন্ধাতারা লিখেছেন : Salam. Very sad..... Little brother.
১৭ মার্চ ২০১৬ সকাল ১১:৪৬
300632
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।
কেন, বানু আপা! আমি কি খুব খারাপ কিছু করে ফেলেছি?

১৭ মার্চ ২০১৬ দুপুর ১২:৫৭
300641
আবু জান্নাত লিখেছেন : বানু আপা কি? বানু খালাম্মুনি হতে পারে না! Crying Crying
১৭ মার্চ ২০১৬ দুপুর ০১:০৭
300644
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমার বড় বোনের বয়স বানু আপার সমান না হলেও খুব একটা কম হবেনা। তাই আঁর বানু আপা ডাকতেই ভাল্লাগেWinking)
১৭ মার্চ ২০১৬ দুপুর ০৩:৩১
300666
গাজী সালাউদ্দিন লিখেছেন : এমনটা ঘটেছিল গতরাতে স্বপ্নে……….. ঘটনা সত্য, কিন্তু বাস্তবে হয়নি এমন কিছু।
১৮ মার্চ ২০১৬ রাত ০৩:০৮
300705
সন্ধাতারা লিখেছেন : বানু আপা???!!!

আসলে আপনাদের দু’জনের জন্যই বিষয়টি দুঃখজনক। খুব তাড়াতাড়ি উপস্থিতি জানিয়ে ছুট দিতে হয়েছিলো বলে বিস্তারিত উল্লেখ করা সম্ভব হয়নি ছোট ভাই।
১৮ মার্চ ২০১৬ সকাল ০৭:৫২
300721
গাজী সালাউদ্দিন লিখেছেন : আচ্ছা বানু আপা ………

এটা আপনার নাম! আমার বানু আপা নিজের নামটাই ভুলে গেছেরে! সর্বনাশ
362721
১৭ মার্চ ২০১৬ সকাল ১১:৫৪
আফরা লিখেছেন : যাক মেয়েটা বেচেঁগেছে এত খারাপ একটা ছেলের সাথে থেকে সারা জীবন কাঁন্না করার চেয়ে একদিন কাঁন্না করা অনেক ভাল ।

১৭ মার্চ ২০১৬ দুপুর ১২:০০
300633
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওই, আমি খারাপ ছেলে!!!!!! আন্নের চাইরগা গুড়া কইরাম! মুখে লাগাম দেন, হাল চাষ করতে নিয়া যামু
১৭ মার্চ ২০১৬ দুপুর ১২:০৯
300634
আফরা লিখেছেন : জী ১০০% আপনি একটা খারাপ ছেলে । আপনাকে পুলিশে দেয়া উচিত । ব্লগে সবাইকে এটা জানানো আমার দায়িত্ব ।
১৭ মার্চ ২০১৬ দুপুর ১২:২১
300635
গাজী সালাউদ্দিন লিখেছেন : মেয়েটা কি আপনার হুদ্দর বইন আছিল? একটা মাইয়ার জন্য আম্নে আমার মত একজন সরল সোজা পোলারে ফাঁসাইতে ওঠে পড়ে লাগছেন ক্যান?

আমি দ্ব্যর্থহীন কণ্ঠে সবাইকে জানাতে চাই, আমি সম্পূর্ণ নির্দোষ! এইসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র! আপনারা পনির কথা গুনাক্ষরেও বিশ্বাস করবেন না!



১৭ মার্চ ২০১৬ দুপুর ০১:৪৪
300646
আফরা লিখেছেন : হুদ্দর বইন কি ?

মিথ্যা বলা মহা পাপ ।
১৭ মার্চ ২০১৬ দুপুর ০১:৫০
300648
গাজী সালাউদ্দিন লিখেছেন : মায়ের পেটের বইন। সহোদরা

আমারও একই কথা। মিথ্যা বলা মহাপাপ। তা আপনি আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন কিসের জন্যি শুনি!
১৭ মার্চ ২০১৬ দুপুর ০২:২৩
300651
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Rolling on the Floor Tongue
১৭ মার্চ ২০১৬ দুপুর ০২:২৭
300653
গাজী সালাউদ্দিন লিখেছেন : ঐরে আব্দুর রহিমের দাঁতে পোকা! @ আব্দুর রহিম ভাই
১৭ মার্চ ২০১৬ দুপুর ০৩:০০
300662
আফরা লিখেছেন : এটা আপনার কপাল !!এই মেয়ে আমার মায়ের পেটের বোন হলে আপনার কল্লা আমি ওখানেই ফেলে দিতাম না ।

এই পোষ্ট একটা মিথ্যা আর সে দিন কোন পোষ্টে আপনি বলেছন পনি গোপনে বিয়ে করেছে সেটাও ছিল একটা মিথ্যা কাজেই আপনি মিথ্যা Surprised
১৭ মার্চ ২০১৬ দুপুর ০৩:০৭
300664
গাজী সালাউদ্দিন লিখেছেন : এই মেয়ে আমার মায়ের পেটের বোন হলে আপনার কল্লা আমি ওখানেই ফেলে দিতাম না ।
ধন্যবাদ আপনাকে। বোনের এমন করুণ পরিস্থিতেও ভাবী বরের এমন কাণ্ডে কল্লা ফেলে দিবেন না বলে যে সবরের পরিচয় দিলেন, তাতে আমি খুবই কৃতজ্ঞ!

এই পোস্ট মিথ্যা নয়! কিছু কথা বাকি আছি এই যা।

আর 'পনি'র কথা বলছেন? পনি মানে টাট্টু ঘোড়া। সে ঘোড়া বিয়ে করার সময় আমি দেখি নাই, তবে বিয়ে তো করে থাকবে নাকি? এই জন্য বলেছি গোপনে বিয়ে করেছে। তাতে আপনার এতো লাগছে কেন? আফরা আপা!
১৭ মার্চ ২০১৬ দুপুর ০৩:৩১
300667
গাজী সালাউদ্দিন লিখেছেন : এমনটা ঘটেছিল গতরাতে স্বপ্নে……….. ঘটনা সত্য, কিন্তু বাস্তবে হয়নি এমন কিছু।
২০ মার্চ ২০১৬ দুপুর ০২:৪৮
300912
ছালসাবিল লিখেছেন : Crying Crying পনি গোপনে বিয়ে করেছে Crying Crying Worried Worried Worried Worried Worried Smug Smug Tongue কাঁ কাঁ কাঁ দি দি দে তে তে তে Crying Crying Worried Worried
362724
১৭ মার্চ ২০১৬ দুপুর ১২:১৮
শফিউর রহমান লিখেছেন : একটা জঘন্ন কাজ করেও খুব একটা মহৎ কাজ করে ফেলেছেন এমন একটা ভাব আপনার লেখায়...
তবে এমন এক সিদ্ধান্তহীনতায় ভুগা ব্যাক্তির সাথে ঘর বেঁধে সারা জীবন কাঁদার চাইতে কয়েকদিনের কান্না কোন ব্যাপারই নয়?
১৭ মার্চ ২০১৬ দুপুর ১২:২৩
300636
গাজী সালাউদ্দিন লিখেছেন : যা করেছি বেশ করেছি, তাতে আপনার কি!

আমার ভাল্লাগেনাই, আমি বিয়া করি নাই, তাতে কার জ্যাঠার কি!
১৭ মার্চ ২০১৬ দুপুর ০৩:৩১
300668
গাজী সালাউদ্দিন লিখেছেন : এমনটা ঘটেছিল গতরাতে স্বপ্নে……….. ঘটনা সত্য, কিন্তু বাস্তবে হয়নি এমন কিছু।
২০ মার্চ ২০১৬ দুপুর ১২:৩০
300898
শফিউর রহমান লিখেছেন : জ্বী, এটাই বোধ হয় আজকের স্বাধীনতা। আপনারওতো (লেখার বক্তার) স্বাধীনতা থাকতে হবে অন্যকে ধোঁকা দেয়ার। তাই না?
362725
১৭ মার্চ ২০১৬ দুপুর ১২:২৪
বিবর্ন সন্ধা লিখেছেন : হা হা একেই বলে মানীর মান, আল্লাহ ই রাখে। আপনাকে বিয়ে করলে হয়তো তার জিবন্টা কেরা বেরা হয়ে যেত। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Big Grin Big Grin এই বার সত্য কইরা কন তো, আপনার স্বভাব নাড়া দিতে গিয়া দৌড়ানী খান নাই তো?? Happy) Give Up Give Up Hot Cool
১৭ মার্চ ২০১৬ দুপুর ১২:২৯
300638
গাজী সালাউদ্দিন লিখেছেন : হাছাই কইছুন, আমার আম্ন আল্লাহ্‌ রাখছে। মাইয়্যা মানুষ নিয়া ঘর সংসার! মাগগো মা! জীবন বরবাদ হু জায়ে।

তাতো একখান চড় না দিলে কি স্বভাবের সাথে যায়। মাইয়্যাডারে দিছি একখান। কিন্তু অহন কষ্ট লাগে।

করেন করেন বেশি বাতাস করেন। দৌড়ের ছুটে হাঁপাই গেছি
১৭ মার্চ ২০১৬ দুপুর ০১:০১
300642
আবু জান্নাত লিখেছেন : মাইয়া মানুষের সাথে না করে কি পোলা মানুষরে নিয়ে সংসার করবেন?????????????? Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৭ মার্চ ২০১৬ দুপুর ০১:১০
300645
গাজী সালাউদ্দিন লিখেছেন : কলি কাল, অহন তো সবই সম্ভব! মাইয়্যা মাইয়্যার সংসার, পোলা পোলার সংসার। বিচিত্র কি। তয় আঁই মাইয়্যা মাইন্সেরে নিয়াই সংসার করার ইচ্ছা আছিল, কিন্তুক হেতাইনদের ভাবটাব বেশি সুবিধার মনে অয়না! @ জান্নাতের আব্বব্বব্বব্বব্বব্বব্বব্ববা
১৭ মার্চ ২০১৬ দুপুর ০৩:৩১
300669
গাজী সালাউদ্দিন লিখেছেন : এমনটা ঘটেছিল গতরাতে স্বপ্নে……….. ঘটনা সত্য, কিন্তু বাস্তবে হয়নি এমন কিছু।
362727
১৭ মার্চ ২০১৬ দুপুর ১২:৪২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! আরে ভাই এভাবে পালিয়ে কতদিন থাকবেন? এরচেয়ে বিয়ে করেই নিজের ঘরে পালিয়ে থাকতেন সেটাই ১০০০% ভালো হতো। জাযাকুমুল্লাহ
১৭ মার্চ ২০১৬ দুপুর ১২:৪৯
300640
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু!

ঠিক আছে বুবু, ভবিষ্যতে আর পালামো না, সাথে করে নিয়া আমু।

বুবু, মাইয়্যা দেয়নের সুময় আম্নে কই আছিলেন? কিরম্মা একটা মাইয়্যা দেখছে, আমার একদম পছন্দ অয়নাই! আমি কিতা করতাম!
১৭ মার্চ ২০১৬ দুপুর ০৩:৩১
300670
গাজী সালাউদ্দিন লিখেছেন : এমনটা ঘটেছিল গতরাতে স্বপ্নে……….. ঘটনা সত্য, কিন্তু বাস্তবে হয়নি এমন কিছু।
362730
১৭ মার্চ ২০১৬ দুপুর ০১:০৩
আবু জান্নাত লিখেছেন : কি! আজ কাল খুব স্বপন দেখেন মনে হয়!
নাকি বাস্তবেই দৌড়ানি থেয়েছেন?
১৭ মার্চ ২০১৬ দুপুর ০১:০৫
300643
গাজী সালাউদ্দিন লিখেছেন : হা হা হা হা

জান্নাতের বাপ, আম্নের দিন কাল শেষ। এখন সময় আমাদের। কত কি হবে, আর কত কি দেখে দেখবেন!
১৭ মার্চ ২০১৬ দুপুর ০৩:৩১
300671
গাজী সালাউদ্দিন লিখেছেন : এমনটা ঘটেছিল গতরাতে স্বপ্নে……….. ঘটনা সত্য, কিন্তু বাস্তবে হয়নি এমন কিছু।
362732
১৭ মার্চ ২০১৬ দুপুর ০১:৩০
রাইয়ান লিখেছেন : আমি তো ভাবলাম এটা বুঝি একটা স্বপ্ন ..... Surprised
১৭ মার্চ ২০১৬ দুপুর ০১:৪৮
300647
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনি ভাবতে থাকেন, এদিক ওদিক যতোদিক পারেন। আপনার ভাবনায় আমি বাধা দেবোনা।

আপনি আসছেন, তাতে আমি অনেক খুশি হয়েছি।
১৭ মার্চ ২০১৬ দুপুর ০৩:৩১
300672
গাজী সালাউদ্দিন লিখেছেন : এমনটা ঘটেছিল গতরাতে স্বপ্নে……….. ঘটনা সত্য, কিন্তু বাস্তবে হয়নি এমন কিছু।
১০
362738
১৭ মার্চ ২০১৬ দুপুর ০২:২৩
কুয়েত থেকে লিখেছেন : কি ব্যপার সপ্নে গিয়ে আর কত তাড়া খাবেন..? বাস্তবতায় ফিরে যান। হে যুব সম্প্রদায়! বিয়ে কর। ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
১৭ মার্চ ২০১৬ দুপুর ০২:২৬
300652
গাজী সালাউদ্দিন লিখেছেন : বাস্তবেও কি ঠ্যালা কম নাকি ওহে কুয়েতবাসী?

স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখাই
রয়ে গেছি আমি আজও একাই
বুকের মাঝে আছে হৃদয় আমার
হৃদয়টা জানিনা হবে যে কার
আপনাকেও অনেক ধন্যবাদ জনাব
১৭ মার্চ ২০১৬ দুপুর ০৩:৩২
300673
গাজী সালাউদ্দিন লিখেছেন : এমনটা ঘটেছিল গতরাতে স্বপ্নে……….. ঘটনা সত্য, কিন্তু বাস্তবে হয়নি এমন কিছু।
১১
362740
১৭ মার্চ ২০১৬ দুপুর ০২:৩৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। তবে বিয়েটি তারাতারি হয়ে যাক
১৭ মার্চ ২০১৬ দুপুর ০২:৪৬
300656
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু।

তবে তাই হোক। কিন্তু একজন ব্লগার যেভাবে আমার পেছনে লেগেছে, তাতে পাত্রীর বাবারা কি মেয়ে দিতে ভরসা পাবে!
১৭ মার্চ ২০১৬ দুপুর ০৩:৩২
300674
গাজী সালাউদ্দিন লিখেছেন : এমনটা ঘটেছিল গতরাতে স্বপ্নে……….. ঘটনা সত্য, কিন্তু বাস্তবে হয়নি এমন কিছু।
১৭ মার্চ ২০১৬ বিকাল ০৪:৪৫
300676
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওনি একটু দুষ্টামি করতেছে বুঝতে পেরেছি আমি।
১২
362754
১৭ মার্চ ২০১৬ বিকাল ০৫:৫৭
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : চমতকার
অনেক ধন্যবাদ
১৭ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:২৪
300680
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনাকেও ধন্যবাদ জনাব
১৩
362757
১৭ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৩৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : পড়ে মনে হলো বাস্তবেনা, হয়তো স্বপ্নে এমন হইতে পারে। তয় আর উঁকি যুকি না করে এবার কবুল টা বলে পেলেন।
১৭ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৩৭
300683
গাজী সালাউদ্দিন লিখেছেন : এটা যে বাস্তব না বরং স্বপ্ন, তা ফাস করে দিয়েছি।

ঠিকি কইছেন, মাথার চুল যে হারে পাকা ধরেছে.....
১৪
362765
১৭ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৪৬
শেখের পোলা লিখেছেন : যুদ্ধ জয় করে ফিরলেই গাজী হয় আর আপনি যুদ্ধের ময়দান থেকে পালিয়েই গাজী হয়েই থাকলেন! ভাগ্য ভাল যে যুদ্ধটা হয়েছে ঘুমের ঘোরে৷বাকীটা বলে ঝগড়া থামান৷ ধন্যবাদ৷
১৮ মার্চ ২০১৬ রাত ১২:১২
300702
গাজী সালাউদ্দিন লিখেছেন : জয় করেছিতো, ওই যে সারাজীবন শত্রু হয়ে থাকবে, বিয়ে না করে তার আসার পথ রুদ্ধ করে দিলাম।
ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার হয়ে থাকবো!
বাকি আর কি, কিসব উদ্ভট স্বপ্ন দেখ.....
১৫
362775
১৭ মার্চ ২০১৬ রাত ০৮:১২
আবু তাহের মিয়াজী লিখেছেন : কি! আজ কাল খুব স্বপন দেখেন মনে হয়!
নাকি বাস্তবেই দৌড়ানি থেয়েছেন।
গাজী ভাই।
১৮ মার্চ ২০১৬ রাত ১২:২৩
300704
গাজী সালাউদ্দিন লিখেছেন : কি কতা করতাম কন দেহি!
মাইয়ারা বাস্তবে মাথাব্যথা, ঘুমেও তাই শান্তি নাই
দোউড়ানো একটু খাইছি
বলছি হেরা মাইয়া বিয়া করুম না, তাইলে আমারে কি আস্ত রাখবে!
১৬
362786
১৭ মার্চ ২০১৬ রাত ১০:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এক মাইয়া দেখাইয়া আরেকটার বিয়া দিচ্ছিল না তিনগুন মাহর ধরতে ছিল??
পলাতক হইয়া গাজি হবেন কেমনে। পাজি হইতে পারেন!!
১৮ মার্চ ২০১৬ রাত ১২:১৯
300703
গাজী সালাউদ্দিন লিখেছেন : আরে দমকা, মেয়ে দেখা মোহরানা কিছুতেই আমার ভূমিকা ছিলনা, কবুল বলার আগে আমার ভূমিকা শুরু।
জয় করেছিতো, ওই যে সারাজীবন শত্রু হয়ে থাকবে, বিয়ে না করে তার আসার পথ রুদ্ধ করে দিলাম।
ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার হয়ে থাকবো!
পনাতো আমারে তাই বানায়ে দিল! আমি নাকি খরাপ ছেলে! ছে ছে ছে
১৭
362999
২০ মার্চ ২০১৬ সকাল ১০:০০
হতভাগা লিখেছেন : স্বপ্ন হলেও বেঁচে গেছেন ।
২০ মার্চ ২০১৬ সকাল ১০:৪০
300893
গাজী সালাউদ্দিন লিখেছেন : এই ধরণের ঘটনা স্বপ্নে ঘটাই ভালো
২০ মার্চ ২০১৬ দুপুর ০৩:০২
300914
হতভাগা লিখেছেন : দুঃস্বপ্ন থেকে বের হয়ে আসা যায় , কিন্তু বাস্তবতা থেকে সেটা সম্ভব না ।
১৮
363019
২০ মার্চ ২০১৬ দুপুর ০২:৪৫
ছালসাবিল লিখেছেন : Rolling on the Floor Big Grin কবববুলের আগগগগগেই পালাটুস Rolling on the Floor Big Grin Unlucky Smug Smug পালাটুস Day Dreaming সাকা ভাইইইইয়া Unlucky Big Grin I Don't Want To See
লেডিস Yahoo! Fighter জ্বীন ধোরেছে আপনাকে Big Grin Big Grin Big Grin
২০ মার্চ ২০১৬ দুপুর ০৩:০১
300913
গাজী সালাউদ্দিন লিখেছেন : পালিয়ে বেঁচেছিরে বাচা বেঁচেছি!

সে আর নতুন, যেদিন থেকে চোখ কান ফুটেছে, সেদিন থেকেই ওই জাতি সমস্ত সত্ত্বা জুড়ে ভর করে আছে!
২০ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:২৩
300927
ছালসাবিল লিখেছেন : Smug পেতনির বড় Smug Smug Tongue
১৯
363093
২১ মার্চ ২০১৬ রাত ০১:১০
ব্লগার শঙ্খচিল লিখেছেন : গাজী ভাইর একটা গুন দেখলাম আপনার লেখা যেমন বেশি মানুষ পড়ে আবার কমেন্ট ও অনেক । কিন্তু আমার লেখা অনেকে পড়ে ঠিক কিন্তু কমেন্ট পাইনা খুব একটা । কারন কি ভাই ? পরামর্শ চাই
২১ মার্চ ২০১৬ রাত ০১:২৯
300968
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমার মন্তব্য পড়ে অনেক ভালো লেগেছে।
আপনার লেখা বেশি পঠিত হওয়ার কারণ, লেখাগুলো খুব সমসাময়িক তথ্য নির্ভর হয়, আর শিরোনামগুলো হয় অনেক বেশি এক্সলুসিভ, যার কারণে লেখাগুলো সম্ভবত ব্লগের যে ফেসবুক ফ্যান পেইজ বা মেগাজিন আছে তাতে শেয়ার করা হয় সে জন্য. যতবার পঠিত দেখায়, ব্লগে বছরেও এতো পাঠক আসেনা।
আর কমেন্ট না পাওয়ার হচ্ছে আপনার লেখাগুলো সবসময় এক কেন্দ্রিক হয়ে যায় যেমন রাজনীতি বা দেশের নানা অসংগতি নিয়ে। এই ধরনের লেখায় অনেকেই কমেন্ট করার যোগ্যতা রাখেনা অথবা আগ্রহ বোধ করেনা অথচ এইগুলোতেই আগ্রহ দেখায় কম। কিন্তু আমার কাছে ভালো লাগে অনেক অজানাকে জানা যায়। লিখতে থাকুন। আপনার কাজ বিলিয়ে যাওয়া, কে খেলো আর্্ব কে খেলোনা তা ভাবার দরকার নাই.

আর আমি লোকজনের লেখা পড়ি তারাও হয়তো সে কারণে আমাকে কমেন্ট করে। সুযোগ থাক্লে ব্লগ কে সময় দিন ব্লগার রাও আপ্নাকে সময় দেবে
২০
363114
২১ মার্চ ২০১৬ সকাল ১০:৩৩
ব্লগার শঙ্খচিল লিখেছেন : আপনার শেষ কথাটাই সত্য আমি হয়তো অনেক দিন পর এসে একটা লেখা কোন রকম তৈরে করেই (তথ্য উপাত্ত খুব থাকেনা তাতে ) আপ দিয়ে বের হয়ে যাই ,

ব্লগে সময় দেয়া দরকার..... ধন্যবাদ সুন্দর একটা পরামর্শ দেয়ার জন্য
২১ মার্চ ২০১৬ সকাল ১১:১৪
300989
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ভাই আমার
২১
364499
০৩ এপ্রিল ২০১৬ সকাল ০৬:২৫
মহিউদ্দিন মাহী লিখেছেন : চলুন তবে....
অসমাপ্ত স্বপ্নগুলো বাস্তবতায় সমাপ্ত করতে হবে।
০৩ এপ্রিল ২০১৬ সকাল ০৮:৫৬
302352
গাজী সালাউদ্দিন লিখেছেন : আসসালাম জনাব।
চলেন তবে
২২
365033
০৯ এপ্রিল ২০১৬ সকাল ০৯:০১
মুহছিনা খাঁন লিখেছেন : গাজি সালাউদ্দিন কি বিয়ে করেছেন।
০৯ এপ্রিল ২০১৬ সকাল ১০:৪৫
302859
গাজী সালাউদ্দিন লিখেছেন : করতে গিয়েছিলাম, স্বপনে, কিন্তু মেয়ে পছন্দ না হওয়ায় পালিয়ে এসেছি।
২৩
369283
১৬ মে ২০১৬ সন্ধ্যা ০৭:১১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ।। না-বোধক ।।
কন্যা যদি রাজি না থাকে, নেই প্রয়োজন
বন্ধ করো, বিয়ের আজি সকল আয়োজন।

-আমার অণুকাব্য এভাবে মিলে যাবে, কে ভেবেছে?পারলে নাতিদীর্ঘ একটা ভাবের সম্প্রসারণও করে ফেলুন।
১৬ মে ২০১৬ রাত ০৮:৩২
306521
গাজী সালাউদ্দিন লিখেছেন : কবিদের ভাবনার গভীরতা অনেক বেশি বলে এভাবেই যায় মিলে।
বিয়ে নিয়ে অনেক বড় বড় লেখা লিখেছি, আমার পুরনো লেখা যখন পড়ছেন, তখন পেয়ে যাবেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File