ব্লগ ফের সচল, হচ্ছে স্টিকি পোস্টও কিন্তু অদ্ভূত মডারেটরদের কাণ্ডজ্ঞানহীন দায়িত্ব সচেতনতায় আমি বিস্মিত
লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ০৫ মার্চ, ২০১৬, ০৯:৩৭:৩৬ সকাল
চার ঘণ্টার ব্যবধানে দুই দুইটা স্টিকি পোস্ট! ব্লগ কতটা সচল তা থেকেই অনুমান করা যায়। কিন্তু চার ঘণ্টা আগের সেই স্টিকি পোস্ট কোথায় এবং কেন তা কোথাও খুজেঁ পাওয়া যাচ্ছে না, খটকা টা এখানেই।
রাত তিনটার সময় ব্লগে স্টিকি পোস্ট দেখে অবাকই হই যাতে প্রথম কমেন্ট ছিল আফরার, দ্বিতীয়টি সম্ভবত আমার। আমরা খুব অবাক হয়েছিলাম এমন পোস্ট দেখে। কিন্তু আরো অবাক হবার পালা।
চার ঘণ্টা আগের স্টিকি পোস্টটি নেই তার জায়গায় ঝুলছে আট দিন আগের একটা লেখা স্টিকি হিসেবে ঝুলছে!
আজ কালের মধ্যে কি ব্লগে এমন কোন লেখা আসেনি যা স্টিকি পোস্ট হওয়ার যোগ্যতা রাখে? আট দিনের আগের লেখাই স্টিকি করতে হবে?
তারপর খুজতে লাগলাম আগের স্টিকি পোস্টটাকে, কিন্তু কোথাও পেলামনা! কেন?
কেনইবা লেখাটি স্টিকি করা হলো আর কেনইবা সরিয়ে ফেলা হলো ব্লগ থেকেই মাত্র এক ঘণ্টা রেখেই, এই প্রশ্নগুলোর জবাব অবশ্যই দেয়া উচিৎ.
কি ছিলো সেই লেখাতে? একজন ব্লগার ভাই বিশ্ববিদ্যালয় জীবনে একটি ছাত্র সংগঠনের সাথে থাকার স্মৃতি নিয়ে ধারাবাহিক পোস্ট করেছিলেন, হয়ে গেলো স্টিকি, এক ঘন্টার মধ্যে আবার উধাও!!!!!!!!
স্টিকি পোস্ট হয়না হয়না হয়না, কত আকুতি মিনতি! সবার মনের আশা পূর্ণ হলো, একটা স্টিকি হয়েও এক ঘণ্টা পরে উধাও আর অন্যটা আট দিন আগের পোস্ট!
স্টিকি নিয়ে ক্ষুব্দ প্রতিক্রিয়া জানিয়েছিল আমার বন্ধু যার হাত ধরে এই ব্লগে আসা, যার তা হাড়ে হাড়ে টের পাচ্ছি! এডমিন প্যানেলের অদ্ভূত দায়িত্ববোধ এটাই পরিস্কার জানান দিচ্ছে যে, সবাই সবার হতে পারলেও মডারেটররা সবার হতে পারেন নি!
এখনো আমাদের আমাদের আমাদের এই সংকীর্ণতায় আটকে আছেন।
গত প্রায় দুবছর ধরে এইসব দেখে আসছি, আরো হয়তো অনেক দেখতে হবে তাই দেখার জন্য আমাদের চোখ সয়ে গেছে।
ব্লগ ভালো চলুক ঠিক ব্লগের মত করে, এই প্রত্যাশাই থাকলো।
বিষয়: বিবিধ
১২১৩ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সব ধরনের পোস্ট স্টিকি হোক এটাই আশা করি।।
আমরা এই ব্লগটা এতটা আপন করে নিয়েছি শত আঘাত যন্ত্রণা বেদনা সবই সয্য হয়।
আমরা সই বলে বোঝাটা আমাদের উপরে ছাপিয়ে দেয়াটা মোটেও ঠিক নয়। আশা করি সম্পাদক মোহদয় ভেবে দেখবেন।
আশা তো করতেই হবে।আশা বলেইতো এই জরাজীর্ণতায় পড়ে আছি।
আপনার শেষের কথাগুলো আমারও কথা।
ধন্যবাদ রহিম ভাই
আমিও চাই ধারাবাহিকতা চলতে থাকুক।
প্রিয় ভাই আপনাকে অনেক ধন্যবাদ
অনেক আবেদনের পর যা একটু নড়েচড়ে উঠলো, তা দেখে মনে হচ্ছে চুপ থাকাটাই শ্রেয় ছিল।
পারিনারে ভাই সবকিছুতেই চুপ থাকতে পারিনা
একটা ব্লগের দায়িত্ব যার তার হাতে দেয়ার কোন. মানে হয়না
আপনারা সবাই শুনেন সাকা ভাইয়া কিন্তু মুডু নায় আমি এমনি এমনি দুষ্টামি করি উনার সাথে
মডারেটররাও আছে মহা ফাঁপড়ে । এত দৌড়ানীর মধ্যেও যে ব্লগটা চলতেছে সেটাই আল্লাহর অশেষ মেহেরবানী ।
এর আগে কোনটা ছিল ? ব্লগে গত দুই দিন সাইন ইন করতে পারি নাই।
মন্তব্যের জবা দিতে দেরি হয়ে গেলো। দুঃখিত
আপনাকেও অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন