ব্লগ ফের সচল, হচ্ছে স্টিকি পোস্টও কিন্তু অদ্ভূত মডারেটরদের কাণ্ডজ্ঞানহীন দায়িত্ব সচেতনতায় আমি বিস্মিত

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ০৫ মার্চ, ২০১৬, ০৯:৩৭:৩৬ সকাল



চার ঘণ্টার ব্যবধানে দুই দুইটা স্টিকি পোস্ট! ব্লগ কতটা সচল তা থেকেই অনুমান করা যায়। কিন্তু চার ঘণ্টা আগের সেই স্টিকি পোস্ট কোথায় এবং কেন তা কোথাও খুজেঁ পাওয়া যাচ্ছে না, খটকা টা এখানেই।

রাত তিনটার সময় ব্লগে স্টিকি পোস্ট দেখে অবাকই হই যাতে প্রথম কমেন্ট ছিল আফরার, দ্বিতীয়টি সম্ভবত আমার। আমরা খুব অবাক হয়েছিলাম এমন পোস্ট দেখে। কিন্তু আরো অবাক হবার পালা।

চার ঘণ্টা আগের স্টিকি পোস্টটি নেই তার জায়গায় ঝুলছে আট দিন আগের একটা লেখা স্টিকি হিসেবে ঝুলছে!

আজ কালের মধ্যে কি ব্লগে এমন কোন লেখা আসেনি যা স্টিকি পোস্ট হওয়ার যোগ্যতা রাখে? আট দিনের আগের লেখাই স্টিকি করতে হবে?

তারপর খুজতে লাগলাম আগের স্টিকি পোস্টটাকে, কিন্তু কোথাও পেলামনা! কেন?

কেনইবা লেখাটি স্টিকি করা হলো আর কেনইবা সরিয়ে ফেলা হলো ব্লগ থেকেই মাত্র এক ঘণ্টা রেখেই, এই প্রশ্নগুলোর জবাব অবশ্যই দেয়া উচিৎ.

কি ছিলো সেই লেখাতে? একজন ব্লগার ভাই বিশ্ববিদ্যালয় জীবনে একটি ছাত্র সংগঠনের সাথে থাকার স্মৃতি নিয়ে ধারাবাহিক পোস্ট করেছিলেন, হয়ে গেলো স্টিকি, এক ঘন্টার মধ্যে আবার উধাও!!!!!!!!

স্টিকি পোস্ট হয়না হয়না হয়না, কত আকুতি মিনতি! সবার মনের আশা পূর্ণ হলো, একটা স্টিকি হয়েও এক ঘণ্টা পরে উধাও আর অন্যটা আট দিন আগের পোস্ট!

স্টিকি নিয়ে ক্ষুব্দ প্রতিক্রিয়া জানিয়েছিল আমার বন্ধু যার হাত ধরে এই ব্লগে আসা, যার তা হাড়ে হাড়ে টের পাচ্ছি! এডমিন প্যানেলের অদ্ভূত দায়িত্ববোধ এটাই পরিস্কার জানান দিচ্ছে যে, সবাই সবার হতে পারলেও মডারেটররা সবার হতে পারেন নি!

এখনো আমাদের আমাদের আমাদের এই সংকীর্ণতায় আটকে আছেন।

গত প্রায় দুবছর ধরে এইসব দেখে আসছি, আরো হয়তো অনেক দেখতে হবে তাই দেখার জন্য আমাদের চোখ সয়ে গেছে।

ব্লগ ভালো চলুক ঠিক ব্লগের মত করে, এই প্রত্যাশাই থাকলো।

বিষয়: বিবিধ

১২১৩ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361367
০৫ মার্চ ২০১৬ সকাল ১০:৪২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। শেষ পর্যায়ে এসে প্রত্যাশা রাখলেন এটা ভালো লাগলো। তবে সম্পাদক মোহদয় একটু দায়িত্ব নিয়ে সবার হলে ভালো হয়।

সব ধরনের পোস্ট স্টিকি হোক এটাই আশা করি।।

আমরা এই ব্লগটা এতটা আপন করে নিয়েছি শত আঘাত যন্ত্রণা বেদনা সবই সয্য হয়।

আমরা সই বলে বোঝাটা আমাদের উপরে ছাপিয়ে দেয়াটা মোটেও ঠিক নয়। আশা করি সম্পাদক মোহদয় ভেবে দেখবেন।
০৫ মার্চ ২০১৬ সকাল ১১:০৭
299434
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম.
আশা তো করতেই হবে।আশা বলেইতো এই জরাজীর্ণতায় পড়ে আছি।
আপনার শেষের কথাগুলো আমারও কথা।
ধন্যবাদ রহিম ভাই
361368
০৫ মার্চ ২০১৬ সকাল ১০:৪৩
আব্দুল গাফফার লিখেছেন : মড়ু মামাদের জন্য মায়া হয় তাই কিছু বলতে পাচ্ছিনা ।আপনার কথায় কিন্তু যুক্তি আছে।স্টিকি পোস্টের ধারাবাহিকতা বজায় থাকুক । অনেক ধন্যবাদ
০৫ মার্চ ২০১৬ সকাল ১০:৪৯
299432
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সব সময় ময়ায় ডুবে থাকলে চলবেনা Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor মাঝেমধ্যে অনিয়ম চোখে পড়লে ধরিয়ে দিতে হবে। Crying Crying Crying
০৫ মার্চ ২০১৬ সকাল ১০:৪৯
299433
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সব সময় ময়ায় ডুবে থাকলে চলবেনা Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor মাঝেমধ্যে অনিয়ম চোখে পড়লে ধরিয়ে দিতে হবে। Crying Crying Crying
০৫ মার্চ ২০১৬ সকাল ১১:১০
299435
গাজী সালাউদ্দিন লিখেছেন : বলেও বা লাভ কি, আপনার কথা শোনার অবসর কোথায়!
আমিও চাই ধারাবাহিকতা চলতে থাকুক।
প্রিয় ভাই আপনাকে অনেক ধন্যবাদ
361379
০৫ মার্চ ২০১৬ সকাল ১১:৪০
আবু জান্নাত লিখেছেন : আশ্চার্য হলাম। শশুর বাড়িতে নাকি জামাই কথা বলে না। অনেক অভিযোগের পর যেই কথা বলতে শুরু করল, তা শুনে সবাই হতবাক। "শশুর মসাই আপনি কি বিবাহ করেছেন?" চুপ থাকাটাই শ্রেয় ছিল। কি বলেন!

অনেক আবেদনের পর যা একটু নড়েচড়ে উঠলো, তা দেখে মনে হচ্ছে চুপ থাকাটাই শ্রেয় ছিল।

০৫ মার্চ ২০১৬ সকাল ১১:৫২
299437
গাজী সালাউদ্দিন লিখেছেন : জামাই যে আগে থেকেই বেক্কল তা কি শ্বশুর জান তো না, যখন জানল এটা যেনতেন বেক্কল নয় তখন চুপ থাকা কঠিন হয়ে পড়ল।

পারিনারে ভাই সবকিছুতেই চুপ থাকতে পারিনা
০৫ মার্চ ২০১৬ সকাল ১১:৫৯
299439
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : হা হা হা হা, ভাই কৌতুকের মাধ্যমে জবাবটা ভালই দিয়েছে হুজুর...!
361380
০৫ মার্চ ২০১৬ সকাল ১১:৪২
আফরা লিখেছেন : টাসকি কি আর এমনি এমনি খাইছিলাম এই কারনেই খাইছি ------।
০৫ মার্চ ২০১৬ দুপুর ১২:০৫
299441
গাজী সালাউদ্দিন লিখেছেন : অদ্ভূত উদ্ভট
একটা ব্লগের দায়িত্ব যার তার হাতে দেয়ার কোন. মানে হয়না
০৫ মার্চ ২০১৬ দুপুর ১২:০৯
299444
আফরা লিখেছেন : তো আপনার খবর কি ভাইয়া আপনি ও তো আছেন প্যানেলে !!!Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৫ মার্চ ২০১৬ দুপুর ১২:২৮
299460
গাজী সালাউদ্দিন লিখেছেন : আচ্ছা আপনি কি আমার সাথে ফান করছেন? ব্লগে আমিই মনে এক মাত্র ব্যক্তি যার সাথে ব্লগারডের ব্যাক্তিগত পরিচয় একেবারেই নেই। তাইতো দেশে বিদেশে ব্লগাররা মিলিত হয় ভ্রমন করে যা আমি ব্লগে পোস্ট করলেই দেখতে পাই। আমার মত একজন অখ্যাত মানুষ কিভাবে মডু হতে পারে? আর বিষয়টি অনেক স্পর্শকাতরও। প্লিজ আমি যা নই তা বলবেন না। মানুষ বিভ্রান্ত হবে
০৫ মার্চ ২০১৬ দুপুর ১২:৩৬
299464
আফরা লিখেছেন : তাই আপনি কি রাগ করেছেন ভাইয়া ? টাহলে আর বলব না ।

আপনারা সবাই শুনেন সাকা ভাইয়া কিন্তু মুডু নায় আমি এমনি এমনি দুষ্টামি করি উনার সাথে Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৫ মার্চ ২০১৬ দুপুর ০১:০১
299500
আফরা লিখেছেন : বুঝেছি সাকা ভাইয়া আপনি রাগ হয়েছেন ওকে আর বলব না , বলব না , বলব না ।
০৫ মার্চ ২০১৬ দুপুর ০১:১৫
299508
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনি জানেন আমি এখন আর সহজে রাগ হইনা এমনকি আজকেও হইনি। কথাগুলো শুধু এই জন্য বললাম মানুষ বিভ্রান্ত হবে, এবং নিরাপত্তাহিনতার দিকেও যেতে পারে। আপনার দুষ্টামি আমি বুঝি.....
361466
০৫ মার্চ ২০১৬ রাত ০৮:২৫
শেখের পোলা লিখেছেন : অল্প হলেও কিছু পরিবর্তন শুরু হয়েছে৷ অনেক কিছুই নড়াচড়া করছে৷ কাজ করতে গেলে ভুল হতেও পারে৷ আসুন আমরা ধৈর্যধরে অপেক্ষা করি৷ সবুরে মেওয়া ফলতেওতো পারে৷ ধন্যবাদ সকলকে৷
০৫ মার্চ ২০১৬ রাত ০৮:২৮
299593
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ জনাব
361570
০৬ মার্চ ২০১৬ সকাল ০৮:৫৩
হতভাগা লিখেছেন : কিছু কিছু তারছিড়া ব্লগারদের মাথানষ্ট মার্কা পোস্ট ব্লগটাকে সরকারের খড়গের নিচে নিয়ে আসে । এই ব্যান হয় তো সেই ব্যান হয় - অবস্থা।

মডারেটররাও আছে মহা ফাঁপড়ে । এত দৌড়ানীর মধ্যেও যে ব্লগটা চলতেছে সেটাই আল্লাহর অশেষ মেহেরবানী ।
০৬ মার্চ ২০১৬ সকাল ০৯:১০
299624
গাজী সালাউদ্দিন লিখেছেন : আর মহাফাপড়ে পড়ে এমন এক লেখাকেই স্টিকি করেছে যাতে আরো বেশি ফাপড়ে পড়তে হয়।
০৬ মার্চ ২০১৬ সকাল ০৯:১৫
299625
হতভাগা লিখেছেন : সাদিয়া ম্যামের যেই পোস্ট স্টিকি আছে সেটাতো ভ্রমন কাহিনী মূলক ।

এর আগে কোনটা ছিল ? ব্লগে গত দুই দিন সাইন ইন করতে পারি নাই।
০৬ মার্চ ২০১৬ সকাল ০৯:২৫
299627
গাজী সালাউদ্দিন লিখেছেন : সাদিয়া মুকিমের নয়। রাত তিনটায় একটি লেখাকে স্টিকি করা হয়। সে লেখায় একটি ছাত্র সংগঠন এর বর্তমান নেতাদের অনেকের নাম পরিচয়, উক্ত ব্লগারের তাদের সাথে থাকার সুখ স্মৃতি নিয়ে লেখা। এর এক দুই ঘন্টা পর দেখি ওই পোস্ট স্টিকি তে নাই এমন কি ব্লগেও নাই।
362183
১১ মার্চ ২০১৬ রাত ০৮:১২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক অসঙ্গতি আছে, অনেক প্রেসারেও আছে-জানি সবাই। অনেক অভিযোগ কিন্তু বেচারাদের তো অসহায় মনে হয়। নাকি লোকবল কম? তারপরও ব্লগটি চলুক, চলতে থাকুক.. ধন্যবাদ।
১৭ মার্চ ২০১৬ সকাল ০৮:৪৯
300611
গাজী সালাউদ্দিন লিখেছেন : লোকবল কম থাকারই কথা।

মন্তব্যের জবা দিতে দেরি হয়ে গেলো। দুঃখিত

আপনাকেও অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File