ছেলেটি অসামাজিক......

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ০৩:০১:৪৪ দুপুর



বিকেলে বন্ধুরা ডেকে বলে চল, চা নাস্তা খেয়ে আসি। কয়েকদিন বন্ধুদের সঙ্গে বের হয়ে পরে আর যায় না, অনেক সাধাসাধিতেও না। তাই সবাই মুখের উপর বলে বসে তুই বেটা একটা অসামাজিক লোক!

যার পকেটে টাকা নাই, তার আবার সামাজিক, অসামাজিক! নাস্তা করতে টাকা লাগে। পকেটে নাই টাকা, তবুও 'হুডামি' করার মানে হয় না। নাস্তা করতে যায় না বলে সবাই অসামাজিক বলে গালমন্দ করে, কিন্তু কখনো ছেলেটির পাশে বসে কেউ কি জিজ্ঞেস করে না, বন্ধু, তুই কি ফিনানশিয়াল ক্রাইসিসে আছিস? কখনো জানার চেষ্টা করে না, বন্ধুটার পারিবারিক অবস্থা কেমন!

ক্লাস থেকে সবাই খুব ধুম-ধাম করে পিকনিকে যায়। ছেলেটিকেও সাধাসাধি করে, কিন্তু এ অজুহাত ও অজুহাত দেখিয়ে পালিয়ে বেড়ানোর চেষ্টা করে। শত বলে কয়েও যখন কেউ তাকে রাজি করাতে পারে না, তখন সে হয়ে যায় সবার কাছে অসামাজিক!

ছেলেটির বুঝি স্বাদ-ইচ্ছে নেই? কখনো কি কেউ জিজ্ঞেস করে, সবার সাথে পার্টিসিপেট না করার কারণ যাতায়াতের খরচ দিতে অক্ষম? হয়তো তার কাছে টাকা আছে। সারা মাস ঘাম ঝরিয়ে টিউশনি করে যে টাকা পেয়েছে তার কিছু বাড়িতে পাঠিয়েছে আর বাকি সামান্য যা আছে তা দিয়ে কোন রকমে চলছে। তা যদি একদিনের আনন্দের জন্য দিয়ে দেয়, তাহলে সারা মাস যে না খেয়ে থাকতে হবে, সে খবর ক’জনে রাখে!

বন্ধুরা বিকেলে কোন দর্শনীয় স্থান দেখতে যাবে, সাথে ছেলেটিকেও থাকা চাই, অথচ ঠিক একই সময় তার টিউশনিতে যাওয়ার কথা। তাই সে যেতে অপারগতা প্রকাশ করে, আর তাতেই কপালে জুটে অসামাজিক তকমা!

এই একদিন টিউশনিতে না গেলে বিদায় ঘণ্টা বেজে যেতে পারে। বন্ধ হয়ে যেতে পারে রুজি রোজগারের উপায়। সে খবর কি বন্ধুরা রাখে?

ভাইভা প্রেজেন্টেশনে বন্ধুদের কাছ থেকে জুতা, প্যান্ট, শার্ট ইত্যাদি ধার করে সবার কাছে বিরক্তির কারণ হয়, অথচ কেউ কি ভাবে, এই ছেলেটার এতো দামি প্যান্ট, শার্ট ও জুতা কিনার সামর্থ নেই! দু'বেলা ক্ষুধার্ত পেট শান্ত করতেই যার হিমশিম খেতে হয়, সে কিনবে দামী-শার্ট-প্যান্ট, হবে ফর্মাল বাবু!

ছেলেটার শার্টের একটা বোতাম ছিড়ে গেছে দেখে বন্ধুরা বিব্রত, করুণা হয় তাদের। কিন্তু কেউ কি বুঝার চেষ্টা করে পেটের ধান্দায় পার্ট টাইম ফকিরি বেতনে চাকুরী করে ক্লাস, পরীক্ষা ও পড়াশোনা করতে এতো ব্যস্ততা যায় যে শার্টের দিকে নজর দেয়া হয়ে ওঠে না।

মেয়েদের সাথে খুব করে মিশে না, রঙ্গ মঞ্চ করে না বলে বান্ধবীদের কাছে সে একটা অসামাজিক-ক্ষেত। কিন্তু বান্ধবীরা একবারও কি ভেবে দেখে, যার কাঁধে শুধু নিজের পড়াশোনার খরচের ভার বহন নয়, বরং

তাকে দরিদ্র বাবা-মায়ের অন্ন দান, ছোট্ট ভাই বোনের পড়াশোনার খরচ বহন করতে হয়, তার যে এতো রোমান্টিকতা মানায় না!

ছেলেটা ক্লাসে বসে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠবে, অথচ আসার সাথে সাথে বই নিয়ে পড়ে থাকে, তখন ছেলেটা অসামাজিক!

কিন্তু কেউ কি ভাবে, বুঝার চেষ্টা করে, অন্যেরা যখন সন্ধ্যা থেকে মধ্যরাত অবধি নির্বিঘ্নে পড়াশোনা করে, তখন ছেলেটা ক্লান্ত দেহে বাস ভাড়া মেটাতে পারবে না বলে অনেক পথ পাড়ি দিয়ে হেঁটে হেঁটে বাসায় আসে, দু’টা খায়, তখন আর শরীরে পড়াশোনা করা এনার্জি থাকে না। তাই রাতের পড়াটা দিনে কাভার করে নেয়!

ছেলেটা অসামাজিক, সত্যিই অসামাজিক। কিন্তু কেন? কখনো বুঝার চেষ্টা করিনা, তার খুব কাছে গিয়ে, ভেতরের কথা বের করে শোনিনা, শুধুই দেখি তার অসামাজিক আচরণটাই!

এমন অগুনতি ছেলে-মেয়ে আছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, যারা দারিদ্রতার কষাঘাতে অধিকাংশ সময় বন্ধুদের চাওয়া অনুযায়ী সামাজিক হয়ে উঠতে পারে না!

কেউ কেউ ঠাট বজায়ে চলে, যদিও তাদের অভাব আছে। কিন্তু অন্যের কাছে সামাজিক হতে গিয়ে ধার দেনা করে দু'হাতে খরচ করে, একটা সময় ঋণের গ্লানি টানতে টানতে ফুটাঙ্গিগিরির সব স্বাদ মিটে যায়।

বিষয়: বিবিধ

১৫৭৩ বার পঠিত, ৩৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360577
২৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:২০
আব্দুল গাফফার লিখেছেন : সুন্দর একটি তুলে ধরেছেন শ্রদ্ধেয় । শেষ পর্যন্ত অসামাজিক লোক গুলো সামাজিক আর সামাজিক লোক গুলো অসামাজিকে পরিণত হয়। অনেক ধন্যবাদ
২৭ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:০৯
298829
গাজী সালাউদ্দিন লিখেছেন : বিষয় শব্দটি যে বাদ গেছে তা আমি বুঝতে পেরেছি।
আপ্নার সাথে সহমত, অধিকাংশ ক্ষেত্রে এমনি হয়।
জনাব আপনাকেও অনেক ধন্যবাদ। আল্লাহ আপ্নাকে ভাল রাখুন
360578
২৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:২৪
আব্দুল গাফফার লিখেছেন : *বিষয়
360595
২৭ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৫৭
শেখের পোলা লিখেছেন : অত্যন্ত বাস্ব কথা৷ অবস্থা পন্যরা নিজেদের অবস্থার বিবেচনায় অন্যদের বিচার করে৷তা গরীব অসহায়রা তাদের কাছে আন কালচার্ড, অ সামাজিক৷ ধন্যবাদ৷
২৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:১২
298857
গাজী সালাউদ্দিন লিখেছেন : জি বাস্তব কথাই।
আপনি ঠিকই বলেছেন, তারা নিজেদের জায়গা থেকে, অন্যদের কাছে গিয়ে তাদের বুঝার চেষ্টা করে না।
আপনাকেও ধন্যবাদ
360606
২৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শুধু ছাত্রজিবনে না। পরবর্তিতেও আত্মিয় স্বজন বিশেষ করে শশুড়বাড়ির লোকদের সাথে দেখা করতে দামি উপহার না নিলে হতে হয় অসামাজিক!
২৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:০৯
298861
গাজী সালাউদ্দিন লিখেছেন : ঠিক বলেছেন,উপহার বিড়ম্বনা শিরোনামে লিখাটা নিশ্চয়ই পড়েছেন, তাতে উপহার নামক পেইন নিয়ে আলোচনা করেছি।
ধন্যবাদ ভাই
360610
২৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৪৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এরকম বিড়ম্বনায় অনেক সময় পড়ি কিন্তু বলতে পারি না আমার সমস্যার কথা। তবুও নিজের কষ্ট হলেও মাঝেমাঝে আবদার পূরণ করতেই হয়।
২৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:১৪
298865
গাজী সালাউদ্দিন লিখেছেন : এরকম করে দু চার দিন আব দার পূর্ণ করা যায়, এর বেশি করতে গেলে গরিবিয়ানা ঠিকি ধরা পড়ে যায়।
মন্তব্যের জন্য ধন্যবাদ
২৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:১৫
298866
গাজী সালাউদ্দিন লিখেছেন : এরকম করে দু চার দিন আব দার পূর্ণ করা যায়, এর বেশি করতে গেলে গরিবিয়ানা ঠিকি ধরা পড়ে যায়।
মন্তব্যের জন্য ধন্যবাদ
360626
২৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:২৩
দ্য স্লেভ লিখেছেন : দারুনভাবে তুলে ধরেছেন ,জাজাকাল্লাহ সত্যিই তাই। অসাধারন
২৮ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:২৮
298906
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনিও খুব ভালো মূল্যায়ন করেছেন।
জাযাকাল্লাহু খাইর।
360634
২৮ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:০৮
হতভাগা লিখেছেন : এরকম অসামাজিক ভাব ধরে রাখলে প্রেমিকা / বউ জুটবে না
২৮ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:৩০
298907
গাজী সালাউদ্দিন লিখেছেন : আর যারা খুব সামাজিক হওয়ার চেষ্টা করে, এবং প্রেমিকা বা বউ জুটেও যায়, তাতে করে নির্বার থাকা যায়? যায় না। কিছু দিন পর, এই চিরায়ত বাণী, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়।
360635
২৮ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:০৮
হতভাগা লিখেছেন : এরকম অসামাজিক ভাব ধরে রাখলে প্রেমিকা / বউ জুটবে না
২৮ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:৩০
298908
গাজী সালাউদ্দিন লিখেছেন : ডাবল মন্তব্য কিসের জন্যি?
২৯ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:৩০
298993
হতভাগা লিখেছেন : ডাবল ক্লিক পড়ি গেইয়ের
360660
২৮ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৩৫
আফরা লিখেছেন : শুধু ছেলেটা অসামাজিকহবে কেন, মেয়েটাও অসামাজিক ।মেয়েদের ও এসব সমস্যা হয় ।

ধন্যবাদ সাকা ভাইয়া ।
২৮ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:৩২
298909
গাজী সালাউদ্দিন লিখেছেন : মেয়েদেরটা নিয়ে লেখার দায়িত্বটা আফরা নিলেই পারে! মেয়েদের সাথে খুব মেশা হয়নি, তাই তাদের সামাজিক সাজা অথবা অসামাজিক হয়ে উঠা, আমার খুব একটা জানার কথা নয়।

আপনাকেও ধন্যবাদ
১০
360661
২৮ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৩৮
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক একটি বিষয় তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ। সত্যিই অসাধারণ। Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose Rose
২৮ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:৩৩
298910
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনি ঢাবির স্টূডেন্ট, তাই বিষয়টি অন্যদের চেয়ে আপনি ভালো উপলব্দি করবেন। মূল্যায়ন এবং পড়ার জন্য ধন্যবাদ নেবেন।
১১
360675
২৮ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৪৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আপনার কথাগুলো মনের মাঝে দাগ কেটে গেল, কারন পরিবারের বড় সন্তান হিসেবে আমিও একজন অসামাজিক ভাবে বেড়ে উঠেছি। এখনো পরিবারের হাল ছাড়িনি, তাই পারিনা বন্ধুদের মত করে চলতে।
ধন্যবাদ আপনাকে
২৮ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:৩৫
298911
গাজী সালাউদ্দিন লিখেছেন : এইতো, আমি একটু টুকা দিলাম, আর আমার ভাইটার সমস্যাগুলোও সবাই জানতে পারলো।

বন্ধু এবং পরিবারের মাঝে সমন্বয় করে চলবেন, চলা উচিৎ, তবে অবশ্যই পরিবারকেই বন্ধুদের উপর অগ্রাধিকার দিতে হবে। আ

আপনাকেও ধন্যবাদ জনাব।
১২
360784
২৯ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:৩৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। এই গুরুত্বপূর্ণ লেখাটি পড়া হতোনা যদি আপনি আমন্ত্রণ না জানাতেন!

পড়ে মন্তব্য করার ভাষা নেই...। এক কথা বলি লেখাটি অসাধারণ।
০১ মার্চ ২০১৬ রাত ১০:১৯
299175
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু।

তার মানে আমন্ত্রণ জানালেই পড়বেন নয়তো না!!!! ছি ছি ছি ধিক্কার জানাই!

তবে থাক, মাথা ঘামিয়ে মন্তব্য লিখতে হবেনা। সব কথা যায় না বলা, বুঝে নিয়েছি!

সুন্দর মূল্যায়নের জন্য অনেক ধন্যবাদ।
০১ মার্চ ২০১৬ রাত ১০:৪৫
299178
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পড়বনা তা বলিনি! নেট স্লো এর কারনে সব সময় ব্লগে ঢুকতে পারিনা।।
১৩
360991
০১ মার্চ ২০১৬ রাত ০৯:৫৮
আবু জান্নাত লিখেছেন : আসলে আত্ম উপলদ্ধি ও বিবেক বিবেচনা না থাকলে সময়ের স্রোতে ভেসে যেতে হয়। যা কেবল বড় লোকদের বেলায় বেশি ঘটে। অবশ্য গরীব লোকদের সময়ের স্রোতে ভেসে যাওয়া খুব একটা হয়ে উঠে না। ধন্যবাদ
০১ মার্চ ২০১৬ রাত ১০:০৮
299173
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনি যথার্থই বলেছেন। বড়লোকের ছেলেদের অভাব অনটন সহ্য করতে হয়না বলে তারা অন্যের অভাব বুঝতে পারে না। মুখ দেখেতো আর সব জানা যায়না, মানুষের সাথে মিশতে হয়, খুব কাছে যেতে হয়।

আপনাকেও অনেক ধন্যবাদ জনাব।
১৪
361148
০২ মার্চ ২০১৬ রাত ০৮:১২
কুয়েত থেকে লিখেছেন : খুবই ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
০২ মার্চ ২০১৬ রাত ০৮:৫০
299302
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার ভালোলাগা জেনে খুশি হলাম। ভালোলাগা অব্যাহত রাখবেন।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
১৫
367977
০৪ মে ২০১৬ সন্ধ্যা ০৬:৩১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ছেলেটি আসলে অরাজনৈতিক! সুন্দর লিখেছেন ভাইয়া..
০৫ মে ২০১৬ সকাল ১১:০৭
305413
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনিও সুন্দর মূল্যায়ন করেছেন কবি সাহেব। আমার পুরনো লেখাগুলো কষ্ট করে পড়ার জন্য শুকরিয়া।
০৫ মে ২০১৬ সকাল ১১:১৮
305419
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনার বেশ কিছু লেখা জমা আছে, অবকাশ পাচ্ছি না, পড়া অব্যাহত থাকবে..যদি কিছু মনে না করেন আর কি!
০৫ মে ২০১৬ সকাল ১১:২৭
305427
গাজী সালাউদ্দিন লিখেছেন : হায় হায়, পড়লে খুশি না হয়ে কিছু মনে করব!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File