পাত্রী হিসেবে অধিকাংশ পর্দানশীন/ধার্মিক মেয়ে বাতাসের সাথে উড়ে যাবে!

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ০৪ ফেব্রুয়ারি, ২০১৬, ০৭:৫২:১০ সন্ধ্যা



উনাদের কাছে ধার্মিক, পর্দানশীন পাত্রী মানেই মুরুব্বী দেখলে মাথায় ঘোমটা টানবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, জিজ্ঞেস করলে ফট ফট করে এক নিমিষেই দু চারটা দোয়া-সূরা মুখস্ত বলে দিতে পারবে, বিশেষ ইবাদতের দিনগুলোতে দীর্ঘ সিজদায় কপাল ক্ষয় করবে, আদব লেহাজ থাকবে, বাহিরে বেরোলে বোরখা পরবে, মাদ্রাসার ছাত্রী হবে ইত্যাদি।

আসলে কি এসব পর্দানশীন বা ধার্মিক হওয়ার জন্য যথেষ্ট?

মেয়েটা মুরুব্বী দেখলে ঘোমটা টানে, অথচ যুবকদের সামনে মাথা, বুকসহ আরও অনেক কিছু অনাবৃত রাখে!

মেয়েটা ঘর থেকে বেরোলেই বোরখা, নেকাব পরে বের হয়, অথচ ঘরে কিংবা বাড়িতে গায়রে মাহরাম পুরুষদের সাথে পর্দা পালনের দ্বারে কাছেও থাকেনা!

মেয়েটা পাত্র পক্ষ কিছু জিজ্ঞেস করবে বলে দু চারটা সূরা কিরাত মুখস্ত ঠুটস্থ করে রাখে, অথচ কুরআন হাদীসের ছইয়ের দানাও জানেনা!

মেয়েটা মাদ্রাসায় পড়ে, বোরখা ছাড়া আসা যাওয়া করেনা, অথচ বিভিন্ন অনুষ্ঠানে বোরখা তো দূরে থাক, অশালীন পোশাক পরে ভোল পাল্টাতে এতটুকুন দ্বিধা করেনা!

এমন মেয়েরা পাত্রী হিসেবে বাবা-মা, অভিভাবকতূল্য আত্মীয় স্বজনদের কাছে ধার্মিক, পর্দানশীন হলেও আমার মত পূর্নাঙ্গ পর্দা, ধার্মিকতা সম্পর্কে মোটামুটি ধারণা রাখা লোকের কাছে এসব পাত্রী তুচ্ছ!

আমার কাছে পাত্রীর মাদ্রাসা ছাত্রী, বোরখা পরিহিতা, নামাজী, সূরা কিরাত জানাই যথেষ্ট নয়!!!!!!!!

পাত্রী যে বোরখা পরেছে, তাতে পূর্নাঙ্গ পর্দা পালন হচ্ছে কিনা, পর্দা বাহির এবং ঘর দুটোর জন্য হচ্ছে কিনা, ঘোমটা মুরুব্বী-যুবক-পৌঢ় সবার জন্য হচ্ছে কিনা, 'নামাজ খারাপ ও মন্দ কাজ থেকে বিরত রাখে' লোক দেখানো নয়, তাদের নামাজটা এই জন্য হচ্ছে কিনা, মাদ্রাসা, মার্কেট, বাজার, অনুষ্ঠান, ঘর সব জায়গায় পর্দার অভিন্ন অনুশীলন হচ্ছে কিনা, এসবই আমার কাছে জরুরী।

ধার্মিক, পর্দানশীন পাত্রীর প্রস্তাব তো অসংখ্য আসবে, অলরেডি আসা শুরু হয়েছেও, কিন্তু সত্যিকার ধার্মিক এবং পর্দানশীন যাচাই করতে গেলে সবক'টা বাতাসের সাথে উড়ে যাবে!

মেয়ের বাবার অঢেল সম্পত্তি, নাম ডাক খ্যাতিও দুনিয়াজোড়া, মেয়েও ফর্সা, গোলগাল, লম্বা, গুণবতী ইত্যাদি লোভ আমাকে দেখিয়ে লাভ নেই।

জাত-কুল-বংশ, রূপ, টাকা পয়সা, নাম ডাক কিছুই নাই, না থাকুক, হোক ফকিন্নির মেয়ে, হোক কালী, তাতে অনেকের অনেক কিছু যায় আসে, আমার কিচ্ছু যায় আসেনা!

বড় ঘরে বিয়ে করে, সুন্দরী বউয়ের স্বামী হয়ে, এলাকায় সবার চোখে তাক লাগিয়ে বাহ বাহ পেতে আমি চাইনা!!!!!!! বিয়েটা আমার কাছে যশ খ্যাতি, সম্মান, বাহ বাহ পাওয়ার বিষয় বা মাধ্যম নয়!

বিয়েটা আমার কাছে, এমন একজন মেয়ে ঘরে নিয়ে আসা, ইসলামী জীবনাচরণে যার সার্বক্ষণীক সহযোগিতা, সহমর্মিতা আঠার মত লেগে থাকবে সত্ত্বা জুড়ে। যার মাধ্যমে আমি, আল্লাহ চাহেতো সন্তান সন্ততি, পিতা-মাতাসহ আর সবাইকে নিয়ে একটি সুন্দর, আদর্শ ইসলামিক পরিবার গড়ে তোলা।

আমার চাওয়াটা ভাবা সহজ, সত্যি সত্যি চাওয়া অনুযায়ী পাওয়া বেশ কঠিন, তবু বিশ্বাস করি, অসম্ভব নয়।

আমি হতাশাবাদীদের দলে নই, আশাই আমাকে প্রতিনিয়ত নব উদ্দমে আমার চাওয়াকে পাওয়ায় পরিণত করতে প্রবল ধৈর্যের সাথে সামনে এগিয়ে নিয়ে যায়। আল্লাহ সহায় হোক।

বিষয়: বিবিধ

২৯৬৯ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358510
০৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৩২
হতভাগা লিখেছেন : মেয়ে হোক সে পর্দানশীন বা খুল্লাম খুল্লা - সব রসূনের কোয়াই এক জায়গাতে মিলে ।

ধার্মিক মেয়েকে যখন দেখবেন বিয়ের অব্যহতি পরেই খুল্লাম খুল্লা চলা শুরু করে দিয়েছে এবং এও যখন জানতে পারবেন যে সে আসলে এরকমই ছিল তখন খুব শকড হবেন এই ভেবে যে আপনি প্রতারিত হয়েছেন ।
০৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৪৯
297381
গাজী সালাউদ্দিন লিখেছেন : তাহলে আপনি কি করতে বলেন???????

সব রসূনের কোয়াই এক জায়গাতে মিলে। সমধান টা কি????? বাছবিচার করবনা?????
০৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৩২
297384
হতভাগা লিখেছেন : পর্দানশীনেরাই বরং ভেক ধরে থাকে ।

সুন্দরী + আকর্ষনীয়া , বাবার অঢেল টাকা আছে (আপনাকে বিদেশে পাঠাতে পারবে) - এরকম পাত্রী দেখবেন ।

কারণ একজন মেয়ে থেকে আপনি সেক্স ভিন্ন অন্য কিছু পাবেন না - সেটার জন্য সুন্দর চেহারা ও আকর্ষনীয় ফিগার আবশ্যক ।

আর জীবন ধারন +অফুরন্ত মাস্তি করার জন্য যে টাকার দরকার সেটা অল্প বয়সের চাকরিতে আপনি পারবেন না , তাই শশুরের টাকাই সমাধান ।
০৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৪৪
297388
গাজী সালাউদ্দিন লিখেছেন : সেক্সের মধ্যে সুন্দর চেহারা আর আকর্ষণীয় ফিগার আবশ্যক নয়, এটা বোধ হয় আপনার মাথায় কোনকালেও ঢুকে নাই। একটা সুন্দর মেয়ে যতটুকু.।.।.। দিতে পারবে, একজন কালো মেয়েও ঠিক তাই দিতে পারবে, পার্থক্যটা শুধু চোখের দেখা। আল্লাহ মেয়েদের মধ্যে আপনার ভাষায় সেক্স নামক জিনিসটা দিতে সাদা কালো ভেদাভেদ করেন নি!
০৫ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৮:৪৭
297442
হতভাগা লিখেছেন : তাহলে ফর্সা ও সুন্দরী মেয়েদের প্রেফারেন্স কেন বেশী হয় ? আর যেহেতু আপনাকেই ব্যয় করতে হচ্ছে তাই বেটার অপশনকেই চুজ করার জন্য ব্যয় করবেন ।
চুকলিবাজি , নখড়ামি ও খুল্লাম খুল্লা গিরিতে হিজাবী ও নন-হিজাবীতে যে আসলেই কোন পার্থক্য নেই সেটা আপনাকে বোঝানো যাবে না কারণ , আপনি ঠেকেও শেখেননি ।
০৬ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:২৩
297558
গাজী সালাউদ্দিন লিখেছেন : আর আপনিও ঠেকে ঠেকে এতো বেশি শিক্ষা নিয়েছেন যে, হাগে জাউয়ে সব গোলায়ে ফেলতেছেন!

০৯ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৫০
297762
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : সেক্সের জন্য আকর্ষনীয় ফিগার বা সুন্দর চেহারা নয় বরং মেয়েদের যৌন অনুভুতিই আসল। ছেলেদের মত মেয়েরাও 'ধ্বজভঙ্গ' টাইপ বা অনেক মেয়ের 'জরায়ু' ছোট হয় তারা যৌনকর্মে আগ্রহী হয় না। এ ধরণের মেয়েদের সাথে দাম্পত্য জীবন সুখী হয় না।
358518
০৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঠিকই বলেছেন। এটা্ই অনেক মুরুব্বিদের কাছে যথেষ্ট পর্দা।
০৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৪১
297387
গাজী সালাউদ্দিন লিখেছেন : সহমত জ্ঞাপনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আমি অত্যন্ত আনন্দিত যে, আপনি আমার লেখা বয়কট করার সিদ্ধান্তটা প্রত্যাহার করে নিয়েছেন।
358527
০৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৫২
সুমাইয়া হাবীবা লিখেছেন : কথাটা ঠিক। সমাজের চলমান মুরুব্বী গোষ্ঠীতে এই ব্যপারটা আছে।
০৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:১১
297393
গাজী সালাউদ্দিন লিখেছেন : সমর্থন জানানোর জন্য ধন্যবাদ।

কিন্তু আমি তাদের এই চলমান মুরুব্বিপনাতে বাধ সাধবই ।
358542
০৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:২০
মাজহারুল ইসলাম টিটু লিখেছেন : আল্লাহ আপনার চাওয়াকে পূর্ণ করুক।
০৬ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:২৩
297559
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমিন আমিন আমিন।
358571
০৫ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৫:২৭
শেখের পোলা লিখেছেন : আল্লাহ আপনার সহায় হোক৷
০৬ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:২৪
297560
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমিন আমিন আমিন
358584
০৫ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:১৭
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : আজকালতো শিক্ষিত বেকারের সংখ্যা বেশি তাই ভাবছি............................
০৬ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:২৪
297561
গাজী সালাউদ্দিন লিখেছেন : কোন ভাবাভাবির দরকার নাই!!!!! সাফ মানা, করবেন না!
০৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:১৮
297582
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : Keno vai?
358647
০৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৪৬
আওণ রাহ'বার লিখেছেন : ত্রাত্রি বেক্রুন জীবন গ্রুন!! Happy Good Luck Good Luck Happy
- - -
আপনার লেখা পড়ে আজ অবাক হলাম।
সত্যিই বেশ পরিশ্রম করেছেন। ধন্যবাদ।
০৬ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:২৬
297562
গাজী সালাউদ্দিন লিখেছেন : ত্রাত্রি বেক্রুন জীবন গ্রুন!!

এইডা কিতা কইলেন!!!!

অবাক হওয়ার মত কি লিখে ফেললাম জনাব???????

পরিশ্রম করেছি, করছি এবং করে যাব ইনশাআল্লাহ।
358806
০৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:৫৯
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : "এমন মেয়েরা পাত্রী হিসেবে বাবা-মা, অভিভাবকতূল্য আত্মীয় স্বজনদের কাছে ধার্মিক, পর্দানশীন হলেও আমার মত পূর্নাঙ্গ পর্দা, ধার্মিকতা সম্পর্কে মোটামুটি ধারণা রাখা লোকের কাছে এসব পাত্রী তুচ্ছ!"
লিখাটা খুব ভাল লাগলো, আসলে ওরা ইসলামকে শুধু ফ্যাশন হিসেবেই নিয়েছে এটা নিচক ভন্ডামী ছাড়া আর কিছুই নয়।
ধন্যবাদ আপনাকে
০৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৪৫
297614
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনাদের ভাল লাগাই আমার জন্য প্রেরণা। ভাললাগা অব্যাহত রাখুন।

আপনি যথার্থই বলেছেন, এসব ভন্ডামি ছাড়া আর কিছুই নয়।
359037
০৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:০৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..ভাইয়া; জীবন আপনার ভাবনাও আপনাকেই ভাবতে হবে। অবশ্যই আপনার কথার সাথে আমি শতভাগ একমত। কারন জীবনে ক্ষনিকের হলেও, জান্নাত তো চিরস্থায়ী। সেখানের মালিক হতে হলে আপনাকে অবশ্যই ফরহেজগার জীবন সাথি পেতে যথেষ্ট ভূমিকা রাখতে হবে। আপনার বর্ণনায় যদিও তারা পর্দানশীল। হতে পারে তারা পর্দানশীল। কিন্তু তারা আসলেই ফরহেজগার নয়। তাই পাত্রী নির্বাচনের বিষয়ে কতিপয় হাদীসঃ-হযরত আবু হোরায়রা (রাঃ) হতে বর্নিত একটি হাদীসে আমরা পাই, নবী করীম (সাঃ) বলেছেন“মেয়েদেরকে সাধারনত চারটি বিষয় দেখে বিয়ে করা হয়। তার সম্পদ দেখে, বংশ মর্যাদা দেখে, রুপ-সৌন্দর্য দেখে এবং তার দ্বীনদারী দেখে। তবে তোমরা দ্বীনদারী মেয়ে লাভ করার চেষ্টা কর, তোমাদের কল্যান হবে।”(বুখারী, মুসলিম) এই সিদ্ধান্ত আপনার জীবনকে ইনশা-আল্লাহ সুখী করবে।
এ লেখাটি পড়ুন আপনার উপকার হবে।



০৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৩৮
297754
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
সহমত জ্ঞাপনের জন্য অনেক ধন্যবাদ বোন।

আমি কিন্তু লেখাটা পড়েছি এবং কমেন্টও করেছি, ত্যার মানে হল, সেখান যা শেখার তা তখনি শিখে নিয়েছি।
১০
359038
০৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৪০
১১
364692
০৫ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৪৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : -বিয়ে নিয়ে রীতিমত গবেষণা! মনে রঙ লেগেছে নাকি ভাই?
তারপরও ভাল লেগেছে..ধন্যবাদ।
০৫ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৫১
302544
গাজী সালাউদ্দিন লিখেছেন : এ যে রং লাগারই বয়স।
আপনাদের দিন শেষ, এখন আমাদের শুরু।
আপনাকেও ধন্যবাদ জানাই।
০৫ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৫৫
302545
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : লাড্ডুর অপেক্ষায় গাজী ভাই..
কবে বাজবে সানাই?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File