ছোট্ট সোনা মণিরা (ছবি ব্লগ)

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ২১ ডিসেম্বর, ২০১৫, ০৪:১৪:৫৩ বিকাল



তাবাচ্ছুম:

মানুসিক ভারসাম্যহীন মায়ের অযত্ন অবহেলায় মৃতপ্রায় তাবাচ্ছুম আজ কত প্রাণচঞ্চল, সবার আদরের মধ্যমণি, অথচ কিছুদিন আগেও সবাই ধরেই নিয়েছিল তাবাচ্ছুম বাঁচবেনা, মরার সব লক্ষণই তার মধ্যে প্রকাশ পেয়েছিল। আল্লাহর দরবারে শুকরিয়া, তিনি তাবাচ্ছুমকে সুস্থভাবেই বাঁচিয়ে রেখেছেন এবং বাবা মায়ের জন্য চক্ষু শীতল করেছেন।



আরাফাত

বড্ড শান্ত ছেলে, কিন্তু তার বিরুদ্ধে মোটাদাগের একটা অভিযোগ আছে, সে নাকি খুব ঝগড়া-চোপ্পা করে।









রেদোয়ান

আমার নাতি, চুপচাপ থাকে, কারো সাথে সহজ হতে কিছুটা সময় নেয়, তারপর শুরু হয় দুষ্টুমি।





আমার ভাইস্তি জ্যোতি



আরেক ভাইস্তি মীম

ওর খিট খিট করে হাসি আমার যে কি ভালো লাগে বলে বুঝানো যাবে না।



মীমের ভাই মহিন

এ বয়সে প্রায় সবকটা দাঁত নষ্ট হওয়ার পথে।



তানভীর

তাজমহলটা তার দাঁতের ফাঁক দিয়ে দেখে নিতে পারেন।



হৃদয়

আমার ভাগিনা, ভদ্রতাজ্ঞান বলে কিচ্ছু নেই!



একদিনের ছুটিতে ঝটিকা সফরে বাড়ীতে গিয়ে পিচ্ছীদের নিয়ে ভালই কেটেছে। বাড়িতে গেলে এদের নিয়েই আমার অধিকাংশ সময় কাটে। পাজিগুলোকে খুব মিস করছি।

বিষয়: বিবিধ

২০৫৭ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354846
২১ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:০৭
হতভাগা লিখেছেন : সব গুলোকেই Cool পিচ্ছি মনে হচ্ছে
২১ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:১৭
294651
গাজী সালাউদ্দিন লিখেছেন : দেখলে তাই মনে হয়, কিন্তু টোকা দিলেই বারুতের মত বেজে ওঠে।
২১ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:২৪
294662
হতভাগা লিখেছেন : বারুদ কিভাবে নিয়ন্ত্রনে রাখতে হয় জানা আছে


354849
২১ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:৩০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

হীরকখন্ডগুলো যত্নে রাখুন!!
Praying Praying Praying Praying Praying
২১ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:৫১
294652
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

নিশ্চয় যত্নে রাখব। আপনার জন্য দোয়া রইল।
354862
২১ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সব কয়টা মনে হয় মামা-চাচার আদর্শ উত্তরাধিকারি!!!
২২ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:৫৬
294759
গাজী সালাউদ্দিন লিখেছেন : হা হা হা হয়তো তাই
354870
২১ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৯
আবু জান্নাত লিখেছেন : শেষের ছবিটির পাশে কবরের মত এটি কি?
২২ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:৫৭
294760
গাজী সালাউদ্দিন লিখেছেন : হা কবরই, তবে মানুষের জন্য খনন করা হয়নি, হয়েছে ইট বালি সিমেন্টকে মাটি চাপা দেয়ার জন্য। আমাদের বিল্ডিংয়ের কাজ চলছে।
354874
২১ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
মোহাম্মদ লোকমান লিখেছেন : রেদোয়ানের তাবিজটা তার ব্যক্তিত্বের জন্য হুমকি হতে পারে!
২২ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:৫৮
294761
গাজী সালাউদ্দিন লিখেছেন : তাবিজটা যে গলায় ছিল আমি একদম খেয়ালই করিনি!

আপনি ঠিকি বলেছেন।
অনেক দিন পর আপনার উপস্থিতি ভালো লাগল জনাব,
354877
২১ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:১৩
অনেক পথ বাকি লিখেছেন : ওর কুটুকুটু বাচ্চারা Big Grin Big Grin
২২ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:৫৯
294762
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার পথ যেন শেষ না হয়!
354886
২১ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৫৬
শেখের পোলা লিখেছেন : ছোটরা সবারই আদরের হয়৷ বড়হলেই অনেকে অনেক রকম হয়ে যায়৷ছবিগুলো ভাল লাগল৷ধন্যবাদ৷
২২ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০১
294763
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার সাথে সহমত। বড় হয়ে গেলে আচরণ বদলে যায়, ছোটকালে অনেক আচরণ মজা লাগলেও বড় হলে একি আচরণ আমরা আর মানতে পারিনা বয়সের সাথে যায়না বলে।

আপনাকেও ধন্যবাদ।
354904
২১ ডিসেম্বর ২০১৫ রাত ১০:৩৭
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : জটিল সবাই। সবার জন্য শুভকামনা
২২ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০২
294764
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনাকে ধন্যবাদ কবি সাহেব।
354921
২২ ডিসেম্বর ২০১৫ রাত ০৪:১২
কাহাফ লিখেছেন : শিশুরা বেহেস্তি ফুল! অনাবিল নির্মল প্রশান্তিময় ক্ষণ ওদের সাথেই তো জুড়ে আছে!
মহান রব ভাল রাখুন সব সময়-এই দুয়া!
২২ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০৩
294765
গাজী সালাউদ্দিন লিখেছেন : শিশুরা বেহেস্তি ফুল! অনাবিল নির্মল প্রশান্তিময় ক্ষণ ওদের সাথেই তো জুড়ে আছে!
সেটাই উপভোগ করলাম।

তাদের প্রতি আপনার অকৃত্তিম দোয়া আল্লাহ কবুল করুন, আমিন।

আপনার উপস্থিতিতে প্রীত হলাম ব্রাদার।
১০
354929
২২ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:৫০
জ্ঞানের কথা লিখেছেন : তাবিজ গুল খুলে ফেরার একটা অপারেশন চালান।
২২ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০৪
294766
গাজী সালাউদ্দিন লিখেছেন : চেষ্টা করব, তবে তাবিজে বিশ্বাসীদের এর থেকে বিরত রাখা কঠিন।
১১
354939
২২ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৩০
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আপনার বাড়িতে তাহলে পিচ্চি পাচ্চায় ভরপুর। মাশাআল্লাহ কিউট কিউট পিচ্চি। বাচ্চা না থাকলে ঘরবাড়িতে আনন্দ থাকেনা।
২২ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪০
294767
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমার পাঁচ বোন, যার মধ্যে ৪জনেরি দুই জন তিন জন করে সন্তান আছে। আমরা দুই ভাই এবং একটা চাচাতো ভাই ছাড়া বাকি সবাই বিবাহিত, সবার ঘরেই মাশাল্লাহ, বুঝতেই পারছেন, টুইটুম্বুর অবস্থা।

আপনি ঠিকি বলেছেন, বাচ্ছা কাচ্ছা না থাকলে সব নিরানন্দ।
২২ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৫১
294798
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হুম জানিতো। ইদানিং বাচ্চা কাচ্চা দেখলে চুরি করতে ইচ্ছে হয়। সাবধান হাহা Good Luck Good Luck
১২
355131
২৪ ডিসেম্বর ২০১৫ রাত ০৩:০০
আব্দুল গাফফার লিখেছেন : মাসাল্লাহ! পিচ্চিদের দেখে আদর করতে ইচ্ছা করছে । আপনার মত আমারো ভাগিনা ,ভাগ্নি।ভাতিজা ,ভাতিজী ওদের ছেড়ে প্রবাসে ।ওদের আদর করতে পারিনা পিচ্চি বাচ্চাদের কথাই বেশী মনে পডে । সবার সুস্থতা কামনা করি । অনেক ধন্যবাদ
২৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:২৩
294961
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওখানে কি পিচ্ছির অভাব আছে, পাইলেই আদর করে দেশেরগুলোকে আদর করতে না পারার যন্ত্রণা লাঘব করে নিন।

বাড়ির ঠিকানা দেন, আমি গিয়ে আপনার অভাবটুকু পূরণ করে আসি।

আপনাকেও অনেক ধন্যবাদ গাফফার ভাই।
১৩
355711
৩০ ডিসেম্বর ২০১৫ সকাল ০৯:২৮
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ওলে ওলে বাবালে। কিউট কিউট সব ভাতিজা ভাতিজির জন্য আদর ও চকোলেট।
৩০ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৯
295386
গাজী সালাউদ্দিন লিখেছেন : বাহ, আপনার চকলেট পিচ্ছিদের আনন্দের সীমা থাকবে না!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File