একটি মৃত্যু এবং ইসরাইলিদের গগণবিদারী কান্না
লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ১৭ জুলাই, ২০১৪, ০৪:১১:২০ বিকাল
খবরটা চোখে পড়তেই চমকে উঠি, 'এবার ইসরায়েলিদের কান্না'!!!!!! হামাসের রকেটের আঘাতে ইসরাইল ভ্যানিস হয়ে যায়নিতো! খবরের শিরোনাম দেখে তাই মনে হল। তবে ভ্যানিস সমস্ত ইসরাইল নয়, হয়েছে একজন, যার বয়স ৩৭ বছর। হামাসের ছোঁড়া রকেটের আঘাতে ডিরর খেনিন নামে এক ব্যক্তি। তার মৃত্যুতে পুরো তেল আবিব জোরে কান্নার রোল পড়ে যায়। তাদের জীবনে দাম একটু বেশি ফিলিস্তিনিদের চাইতে, তাই এমন গগণবিদারী কান্না, তাও সম্মিলিত ভাবে।
তিন ইসরাইলি শিশু অপহরণের অভিযোগে ইসরাইলিদের হাতে প্রাণ দিতে হল ২২০ অথবা ততোধিক ফিলিস্তিনিকে যার অধিংশই বেসামরিক নাগরিক। এইবার একজনের মৃত্যুতে রব উঠল, সমস্ত ফিলিস্তিনি মাদের ধরে ধরে হত্যা করে সন্ত্রসী জন্মদান বন্ধ করার। তাদের হুংকার দেখুন- ইসরায়েলের নারী সংসদ সদস্য আইলেত শাকেদ প্রতিটি ফিলিস্তিনি মাকে হত্যার আহ্বান জানিয়ে বলেন, যে সব ফিলিস্তিনি মা তার ভাষায় ‘ক্ষুদে সর্প ছানার’ জন্ম দিচ্ছে তাদের হত্যা করতে হবে।আরো বলেন, ‘ফিলিস্তিনিদের মরতে হবে এবং তাদের ঘরবাড়ি চুরমার করে দিতে হবে; তাহলেই তারা আর কোনো সন্ত্রাসী পুষতে পারবে না। সব ফিলিস্তিনি ইসরাইলের শত্রু এবং তাদের রক্তে ইসরাইলিদের হাত রাঙাতে হবে।’
তাদের কথায় যেমন হিংস্রতা, কাজেও তাই। তবু তারাই সাধু , সন্ত্রসী হামাস, সন্ত্রাসী ফিলিস্তিন। একজনের মৃত্যুতে তেল আবিবে কান্নার রোল পড়ে ঘটা করে, আর অপরদিকে ২২০ ফিলিস্তিনিদের স্বজনদের কাঁদতে পর্যন্ত দেয়া হচ্ছে না, কাঁদতে গেলে গলা টিপে ধরা হচ্ছে। "মাইর খাইসস, চুপসে যা, আওয়াজ করবিতো, জানে মরবি" ---বর্বর হায়েনা।
একজনের মৃত্যুতে তারা শোকে মুহ্যমান হলেও হাজার হাজার ভাই,বোন, বাবা, মা, আর নিস্পাপ শিশুদের করুণ মৃত্যুতে আমাদের হৃদয় কেঁপে উঠেনা, শোকে সন্তপ্ত হইনা, যদি তাদের জন্য আমার মানবিকতা জেগে না উঠে, তবে কেমন করে আমরা ঐক্যের তানে কাঁদে কাঁদ মিলাব, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়াবো, মজলুমের পাশে প্রতিরক্ষা বুহ্য হয়ে সকল হামলা প্রতিহত করব! তাই প্রয়োজন পারস্পরিক ভালবাসা, হৃদ্যতা, নিবেদিতপ্রাণ হওয়া, সকল বাবা আমার বাবা, সকল মা আমারি মা, সকল বোন আমারি বোন! এই রকম করে যদি ভাবতে পারি, তবে মুসলমান শুধু মার খেয়ে যাবেনা, বরং অত্যাচারীর সামনে ত্রাস হয়ে আবির্ভূত হবে।
আল্লাহ আমাদের পরস্পরের মনে ভালবাস বৃদ্ধি করে দিন।
--------সালাউদ্দিন
বিষয়: বিবিধ
১৩০৩ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রায় ৭৫ লাখ ইয়াহুদীদের জন্য সব ব্যবস্থা। আলোচিত বইটি পড়া প্রয়োজন।
এদের গগনবিদারী চিতকার যেন আরও বাড়তে থাকে সে দোয়াই করি আল্লাহর কাছে ।
তার কথাই আজ সত্যি প্রামানিত হল।
মন্তব্য করতে লগইন করুন