একটি মৃত্যু এবং ইসরাইলিদের গগণবিদারী কান্না

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ১৭ জুলাই, ২০১৪, ০৪:১১:২০ বিকাল

খবরটা চোখে পড়তেই চমকে উঠি, 'এবার ইসরায়েলিদের কান্না'!!!!!! হামাসের রকেটের আঘাতে ইসরাইল ভ্যানিস হয়ে যায়নিতো! খবরের শিরোনাম দেখে তাই মনে হল। তবে ভ্যানিস সমস্ত ইসরাইল নয়, হয়েছে একজন, যার বয়স ৩৭ বছর। হামাসের ছোঁড়া রকেটের আঘাতে ডিরর খেনিন নামে এক ব্যক্তি। তার মৃত্যুতে পুরো তেল আবিব জোরে কান্নার রোল পড়ে যায়। তাদের জীবনে দাম একটু বেশি ফিলিস্তিনিদের চাইতে, তাই এমন গগণবিদারী কান্না, তাও সম্মিলিত ভাবে।

তিন ইসরাইলি শিশু অপহরণের অভিযোগে ইসরাইলিদের হাতে প্রাণ দিতে হল ২২০ অথবা ততোধিক ফিলিস্তিনিকে যার অধিংশই বেসামরিক নাগরিক। এইবার একজনের মৃত্যুতে রব উঠল, সমস্ত ফিলিস্তিনি মাদের ধরে ধরে হত্যা করে সন্ত্রসী জন্মদান বন্ধ করার। তাদের হুংকার দেখুন- ইসরায়েলের নারী সংসদ সদস্য আইলেত শাকেদ প্রতিটি ফিলিস্তিনি মাকে হত্যার আহ্বান জানিয়ে বলেন, যে সব ফিলিস্তিনি মা তার ভাষায় ‘ক্ষুদে সর্প ছানার’ জন্ম দিচ্ছে তাদের হত্যা করতে হবে।আরো বলেন, ‘ফিলিস্তিনিদের মরতে হবে এবং তাদের ঘরবাড়ি চুরমার করে দিতে হবে; তাহলেই তারা আর কোনো সন্ত্রাসী পুষতে পারবে না। সব ফিলিস্তিনি ইসরাইলের শত্রু এবং তাদের রক্তে ইসরাইলিদের হাত রাঙাতে হবে।’

তাদের কথায় যেমন হিংস্রতা, কাজেও তাই। তবু তারাই সাধু , সন্ত্রসী হামাস, সন্ত্রাসী ফিলিস্তিন। একজনের মৃত্যুতে তেল আবিবে কান্নার রোল পড়ে ঘটা করে, আর অপরদিকে ২২০ ফিলিস্তিনিদের স্বজনদের কাঁদতে পর্যন্ত দেয়া হচ্ছে না, কাঁদতে গেলে গলা টিপে ধরা হচ্ছে। "মাইর খাইসস, চুপসে যা, আওয়াজ করবিতো, জানে মরবি" ---বর্বর হায়েনা।

একজনের মৃত্যুতে তারা শোকে মুহ্যমান হলেও হাজার হাজার ভাই,বোন, বাবা, মা, আর নিস্পাপ শিশুদের করুণ মৃত্যুতে আমাদের হৃদয় কেঁপে উঠেনা, শোকে সন্তপ্ত হইনা, যদি তাদের জন্য আমার মানবিকতা জেগে না উঠে, তবে কেমন করে আমরা ঐক্যের তানে কাঁদে কাঁদ মিলাব, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়াবো, মজলুমের পাশে প্রতিরক্ষা বুহ্য হয়ে সকল হামলা প্রতিহত করব! তাই প্রয়োজন পারস্পরিক ভালবাসা, হৃদ্যতা, নিবেদিতপ্রাণ হওয়া, সকল বাবা আমার বাবা, সকল মা আমারি মা, সকল বোন আমারি বোন! এই রকম করে যদি ভাবতে পারি, তবে মুসলমান শুধু মার খেয়ে যাবেনা, বরং অত্যাচারীর সামনে ত্রাস হয়ে আবির্ভূত হবে।

আল্লাহ আমাদের পরস্পরের মনে ভালবাস বৃদ্ধি করে দিন।

--------সালাউদ্দিন



বিষয়: বিবিধ

১৩০৩ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

245488
১৭ জুলাই ২০১৪ বিকাল ০৫:৪০
ইবনে আহমাদ লিখেছেন : মুসলামানদের মানবাধিকার নেই। এই নামে একটি বই আছে জেল বন্ধী মজলুম সম্পাদক মাহমুদুর রহমানের।
প্রায় ৭৫ লাখ ইয়াহুদীদের জন্য সব ব্যবস্থা। আলোচিত বইটি পড়া প্রয়োজন।
১৭ জুলাই ২০১৪ রাত ০৯:১৪
190709
গাজী সালাউদ্দিন লিখেছেন : জী, বইটির কিছু অংশ পড়েছি। ভাল লেগেছে
245497
১৭ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মুসলমানদের মানবাধিকার বলতে শুধু নির্যাতিত হওয়ার পরও চুপ থাকা
১৯ মার্চ ২০১৫ সকাল ১০:৩৩
250821
গাজী সালাউদ্দিন লিখেছেন : বীরের একবার মরে, আর কাপুরুষেরা মরার আগেই বার কয়েক মরে। সম্ভবত শেক্সপিয়ার বলেছেন। তিনি যথার্থ বলেছেন।
245503
১৭ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মুসলমানদের মানবাধিকার বলতে শুধু নির্যাতিত হওয়ার পরও চুপ থাকা
১৯ মার্চ ২০১৫ সকাল ১০:৩৪
250822
গাজী সালাউদ্দিন লিখেছেন : বীরের একবার মরে, আর কাপুরুষেরা মরার আগেই বার কয়েক মরে। সম্ভবত শেক্সপিয়ার বলেছেন। তিনি যথার্থ বলেছেন।
245528
১৭ জুলাই ২০১৪ রাত ০৯:২৩
হতভাগা লিখেছেন : একটা ইহুদীও বেঁচে থাকা পর্যন্ত পৃথিবীতে শান্তি আসবে না ।

এদের গগনবিদারী চিতকার যেন আরও বাড়তে থাকে সে দোয়াই করি আল্লাহর কাছে ।
১৯ মার্চ ২০১৫ সকাল ১০:৩৫
250823
গাজী সালাউদ্দিন লিখেছেন : আজকের হতভাগা কি পারে না সেই হতভাগা অর্থাৎ হিটলারের মত সব ইয়াহুদীকে সমূলে ধ্বংস করতে?
245591
১৮ জুলাই ২০১৪ রাত ১২:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একজনের মৃত্যতেই কিন্তু তারা অনেক ভিত।
১৯ মার্চ ২০১৫ সকাল ১০:৩৫
250824
গাজী সালাউদ্দিন লিখেছেন : হয়ত ভীত, কিন্তু পিছপা নয়।
245666
১৮ জুলাই ২০১৪ সকাল ০৬:১৬
শেখের পোলা লিখেছেন : ওরা মাতবরের লোক তাই৷
১৯ মার্চ ২০১৫ সকাল ১০:৩৬
250825
গাজী সালাউদ্দিন লিখেছেন : মাতবরগিরী ছুটাতে হবে।
245923
১৯ জুলাই ২০১৪ সকাল ০৬:২৩
টাংসু ফকীর লিখেছেন : অনেক ধন্যবাদ
১৯ মার্চ ২০১৫ সকাল ১০:৩৬
250826
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ
246478
২০ জুলাই ২০১৪ রাত ১০:৪১
egypt12 লিখেছেন : আল্লাহ আমাদের পরস্পরের মনে ভালবাসা বৃদ্ধি করে দিন। Praying
১৯ মার্চ ২০১৫ সকাল ১০:৩৬
250827
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমিন
246891
২১ জুলাই ২০১৪ রাত ১০:১৫
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : মাহামুদুর রহমান স্যারের একটি কথা খুবই মনে পড়তেছে। তিনি বলেছিল "ইসলাম ফোবিয়া" নামে একটি কলামে তিনি লিখেন "মুসলিমদের মানবাধিকার থাকতে নেই"
তার কথাই আজ সত্যি প্রামানিত হল।
১৯ মার্চ ২০১৫ সকাল ১০:৩৭
250828
গাজী সালাউদ্দিন লিখেছেন : বইটা আমি পরেছি। মুসলমানদের মানবিক বিপর্যয়ের কথা খুব সুন্দরভাবেই তুলে ধরেছেন।
১০
247124
২২ জুলাই ২০১৪ দুপুর ০১:৫৩
বিদ্যালো১ লিখেছেন : hmm, thik bolechen; tader jiboner daam aktu beshi.
১৯ মার্চ ২০১৫ সকাল ১০:৩৮
250829
গাজী সালাউদ্দিন লিখেছেন : কিন্তু দুনিয়াতেই!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File