জুম্মার নামাজে সরব উপস্থিতি, পাঁচ ওয়াক্ত নামাজে উদাসীন কেন????

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ২০ জুন, ২০১৪, ১২:৩৯:১৪ দুপুর

আমরা কি জানিনা, নাকি জানতে চাইনা! বুঝিনা নাকি বুঝতে চাইনা! জুম্মাবার আসলে এই ভাবনাগুলো মনে ঘুরপাক খেতে থাকে। কাওকে যদি বলি, আপনি নিয়মিত জুম্মার নামাজ পড়েন কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না কেন? জবাবে বলে, আরে ভাই, সারাজীবনতো নামাজ পড়ি নাই, তাই এখন জুম্মার নামাজ দিয়ে অভ্যাস করতেছি। বলি, অভ্যাস করার জন্য জুম্মার পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজও আপনাকে পড়তে হবে, কোন জিনিস একেবারে প্রেক্টিস না করে কেমন করে তাতে অভ্যস্ত হবেন!

আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন, জুম্মার নামাজের গুরুত্ব বেশি, তাই তা পড়লেই চলবে, পাচ ওয়াক্ত নামাজ তোমার জন্য অপশনাল???? নামাজ তরক করার ব্যাপারে আল্লাহ পাক যে কঠিন শাস্তির হুশিয়ারি উচ্চারণ করেছেন কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে, তা কি শুধু জুম্মার নামাজ কে কেন্দ্র করে অথবা পাঁচ ওয়াক্ত নামাজকে বাদ দিয়ে??? যদি তাই না হয়ে থাকে, তবে কেন জুম্মার নামাজ খুব ঘটা করে পড়ে বাকী নামাজে আশ্চর্যজনকভাবে উদাসীন থাকা।

আসুন ভাই, নামাজ যখন পড়বেন, তবে অর্ধেক কিংবা কিয়দংশ কেন, সবটুকুই পড়ি। ফরজ বিধান সবক'টার গুরুত্ব একই, সুতরাং সব ফরজ বিধান একি রকম গুরুত্ব দিয়ে আদায় করার চেষ্টায় আজি নেমে পড়ি। আপনার সাহায্যার্থে আল্লাহ রাব্বুল আলামিন পাশেই রয়েছেন।



বিষয়: বিবিধ

১৩১৩ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

236778
২০ জুন ২০১৪ দুপুর ০২:২৫
হতভাগা লিখেছেন : একেবারে সহমত ।

জুম্মার নামাজে যেভাবে খুব সেজে গুজে মসজিদে আসে ( ভাল ও শরিয়ত সন্মত পোশাক পড়তে বলাই আছে ) সেটা দেখে মনে প্রশ্ন জাগতে পারে - নামাজ পড়তে আসাই উদ্দেশ্য , না কি নিজের পোশাক হেয়ার স্টাইল গাড়ি এসব দেখানোর জন্য এসেছে ?

যারা জুম্মার নামাজ পড়তে আসে তাদের ৯০% পাঁচ ওয়াক্ত নামাজই পড়ে না, মসজিদে এসে পড়া তো দূরের কথা ।

এরা মনে হয় খৃষ্টান , ইহুদীদের মত ধর্ম পালন করতে চায় । খৃষ্টানরা যেমন রবিবারকে এবং ইহুদীরা যেমন শনিবারকে তাদের ধর্ম পালনের দিন হিসেবে তুলে ধরে , তেমনি এসব ৯০% রা শুধু শুক্রবারকেই ধর্ম পালনের দিন হিসেবে দেখতে চায় ।অথচ ইসলাম ধর্ম জীবনের প্রতি মুহূর্তে পালন করতে হয় ।

আবার এদেরকেই দেখবেন দুই ঈদে খুব লাক্সারী করে ।

বাংলাদেশের বেশীর ভাগ মানুষই এই মনোভাবের ।
১৯ মার্চ ২০১৫ সকাল ০৯:৩২
250789
গাজী সালাউদ্দিন লিখেছেন : এরা মনে হয় খৃষ্টান , ইহুদীদের মত ধর্ম পালন করতে চায় । খৃষ্টানরা যেমন রবিবারকে এবং ইহুদীরা যেমন শনিবারকে তাদের ধর্ম পালনের দিন হিসেবে তুলে ধরে , তেমনি এসব ৯০% রা শুধু শুক্রবারকেই ধর্ম পালনের দিন হিসেবে দেখতে চায় ।অথচ ইসলাম ধর্ম জীবনের প্রতি মুহূর্তে পালন করতে হয়

যথার্থই বলেছেন।
236798
২০ জুন ২০১৪ দুপুর ০২:৫৮
আল সাঈদ লিখেছেন : দেশের আলেমদের আরো জোরালো ভাবে আলোচনা করতে হবে। অথবা প্রত্যেকে কোরআনা এবং সহী হাসিদ নিয়ে পড়াশুনা করতে হবে। শুধু হুজুর-মাওলানা দের উপর নির্ভরশীল না করে।
১৯ মার্চ ২০১৫ সকাল ০৯:৩৩
250790
গাজী সালাউদ্দিন লিখেছেন : সত্যি তাই। এইভাবে কাজ হবে না।
236833
২০ জুন ২০১৪ বিকাল ০৪:৪৮
মেঘ ভাঙা রোদ লিখেছেন : মানুষের মাঝে ইসলামের দাওয়াত ঠিকমত পৌছানো যাচ্ছে না বলেই এরকম হচ্ছে।
১৯ মার্চ ২০১৫ সকাল ০৯:৩৪
250791
গাজী সালাউদ্দিন লিখেছেন : আশা করা যায় একদিন সবার কাছেই দাওয়াত পৌছানোর তৈরি হবে।
236853
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
নোমান২৯ লিখেছেন : সঠিক দাওয়াতের অভাব রয়েছে বোধ করি ?
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
183358
গাজী সালাউদ্দিন লিখেছেন : ঠিক বলেছেন
236889
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইসলামের দাওয়াত সবার কাচেঃ ঠিক মোট পৌছে দেওয়ার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে
১৯ মার্চ ২০১৫ সকাল ০৯:৩৪
250792
গাজী সালাউদ্দিন লিখেছেন : অবশ্যই এগিয়ে আসা দায়িত্ব ও কর্তব্য।
236999
২১ জুন ২০১৪ রাত ১২:১৬
শফিক সোহাগ লিখেছেন : সাপ্তাহিক মুসল্লি Give Up

আসল কথা হল- এর জন্য আমাদের ঈমামেরাই অনেকাংশ দায়ী। তারা ওয়াজে নামাজের গুরুত্বের চেয়ে জুম্মার তাৎপর্য নিয়ে, কদরের চেয়ে শবে বরাতকে বেশী গুরুত্ব দিয়ে আলোচনা করেন।
১৯ মার্চ ২০১৫ সকাল ০৯:৩৫
250793
গাজী সালাউদ্দিন লিখেছেন : মূলেই সমস্যা, গাছ বেড়ে উঠবে কেমন করে!
237098
২১ জুন ২০১৪ সকাল ১০:৪৭
egypt12 লিখেছেন : আসলে সবাই ইমান নবায়ন করতে যায়...কারন ৩ জুমা না পড়লে নাকি ইসলাম থেকে খারিজ হয়ে যায় Thinking
২১ জুন ২০১৪ দুপুর ০১:০৩
183696
গাজী সালাউদ্দিন লিখেছেন : হা হা হা, ভালই বলেছেন, মজা পাইলাম!
237287
২১ জুন ২০১৪ রাত ০৮:১০
পুস্পিতা লিখেছেন : নামাজ, ইসলাম ইত্যাদির গুরুত্ব, তাৎপর্য এদেশের অধিকাংশ মুসলমানই বুঝে না বা জানে না...
১৯ মার্চ ২০১৫ সকাল ০৯:৩৬
250794
গাজী সালাউদ্দিন লিখেছেন : তাই বুঝানো খুব জরুরী।
238156
২৪ জুন ২০১৪ রাত ১২:২৯
ভিশু লিখেছেন : খুবি দরকারী আহবান!
Praying Praying Praying
১৯ মার্চ ২০১৫ সকাল ০৯:৩৬
250795
গাজী সালাউদ্দিন লিখেছেন : জী অবশ্যই দরকারী।
১০
242797
০৮ জুলাই ২০১৪ সকাল ০৯:৩৯
টাংসু ফকীর লিখেছেন : অনেক সত্য কথা জনাব। এই আমাদের মুসলমান আর এই জন্যই সারা বিশ্বে মুসলমানদের এই অবস্থা। অনেক ধন্যবাদ
১৯ মার্চ ২০১৫ সকাল ০৯:৩৭
250796
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনি যথার্থই বলেছেন।
১১
245423
১৭ জুলাই ২০১৪ সকাল ১১:৩৩
ইসরাফিল হোসেন লিখেছেন : ভাই বুঝতেছেন না কেন, আমরা তো শুক্রবারে সালাত আদায় করি শুক্র আলী হওয়ার জন্য আর ঈদের দিনের সালাত আদায় করি ইদ্র আলী হওয়ার জন্য/
ধন্যবাদ পিলাচ
১৯ মার্চ ২০১৫ সকাল ০৯:৩৭
250797
গাজী সালাউদ্দিন লিখেছেন : হা হা হা, খুব ভাল বলেছেন।
১২
314197
১১ এপ্রিল ২০১৫ রাত ০৩:০৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু।। এত চিন্তা করে কি করে?
১১ এপ্রিল ২০১৫ সকাল ০৫:৪৮
255196
গাজী সালাউদ্দিন লিখেছেন : হা হা হা, জানি না, সবি আল্লাহর ইচ্ছা। ওয়ালাইকুম সালাম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু।

পুরনো লিখায় মন্তব্য করে আবারো ভালবাসার পরিপূর্ণতা জানান দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File