এ কি দেখলাম আমি!!!!
লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ০৭ জুন, ২০১৪, ১০:৫২:৪৩ রাত
এ কি দেখলাম আমি!!!!
জায়গা থেকে নড়তে পারিনি, অনেক সময় ধরে খুটিঁয়ে খুটিঁয়ে দেখলাম লোকটিকে, গায়ের সমস্ত পশম খাড়া হয়ে গেল, এই গরমেও ভয়ে শরীর হিম শীতল হয়ে আসল। খালি গায়ে বসে আছে, চোখ দুটি লাল, মাথার এক চতুর্থাংশ চুল খসে পড়েছে, চৈত্রের প্রচণ্ড খরতাপে ফসলি মাঠ যেমন ফেটে চৌচির হয়ে থাকে ঠিক তেমনি তার গায়ের চামড়া ফেটে আছে। একটু পর পর বোতল থেকে গায়ে পানি ছিটিয়ে দিচ্ছে, সম্ভবত জ্বালাপোড়া কমানোর জন্য।
দাঁড়িয়ে ভাবছি, আমাকে যদি লোকটির মত করে সৃষ্টি করা হত, তাহলে কি ভয়ানক অবস্থা হত। একটি পরিপূর্ণ মানুষের যা কিছু দরকার, সব কিছু দিয়েই আমাকে সৃষ্টি করা হয়েছে। একটি অঙ্গ যদি না থাকত, কত কঠিন সমস্যাই না পড়তাম। একদিন হাঁটার সময় চোখে ধূলিকণা জাতিয় কিছু একটা পড়ে, তাতেই আমার অবস্থা খারাপ হয়ে যায়, চোখ ঢলতে ঢলতে সামান্য একটু রাস্তা খুব সাবধানে আসতে হয়েছে।
এতো সুন্দর করে যিনি আমাকে বানালেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কতটুকু শোকরিয়া আদায় করছি? ভাব্বার বিষয়। যাই হোক এতো বড় নিয়ামত যে দিয়েছেন, তার শোকরিয়া যদি পরিপূর্ণভাবে আদায় না করি, আল্লাহ কি আমাকে এমনিতে ছেড়ে দিবেন? নিশ্চয় তা করবেন না। ঐ চর্ম রোগীটিকে আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু আমাকে নন। তাই আল্লাহর কাছে প্রার্থণা করি, আমি যেন নিয়ামতের শোকরিয়া বেশি করে আদায় করতে পারি, ইবাদত বন্দিগীতে বেশি মনোনিবেশ করতে পারি। আল্লাহ সহায় হোন।
আমিন।
বিষয়: বিবিধ
১৩৫২ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর ভাবনা ।কিন্তু আমরা খুব কম ভাবী এবং শোকর আদায় করি।
মহান আল্লাহ সকলকে তার নেয়ামতের শোকর আদায় করার তাওফীক দান করুন ।আমীন ।
ধন্যবাদ ভাইয়া ।
মন্তব্যের ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ।
আল্লাহ আপনাকে দুনিয়া-আখেরাতে কামিয়াবি দান করুন। যাজাকাল্লাহ খায়ের
মন্তব্য করতে লগইন করুন