বাংগালি আবার জেগে উঠবে.....
লিখেছেন লিখেছেন রাকিব.ই.সুমন ০৯ মে, ২০১৪, ১২:০০:২৬ রাত
আমাদের সমাজের মধ্যে আদর্শগত কিছু পার্থক্য প্রকট ভাবে দেখা যাচ্ছে আসলে যা হওয়ার কথা নয়।প্রকৃত অর্থে এই পার্থক্যটা কিছু নামসর্বস্ব কুলাংগার "রাজনীতিবিদ" করেছেন।তারা করেছেন এটা তাদের স্বার্থসিদ্ধ করার জন্য।কেননা আপামর জনসাধারণ আর ছাত্র সমাজের যে শক্তি,তা যেকোন শক্তিকেই ভস্মিভূত করতে সক্ষম।সেটা যে শক্তিই হোক না কেন,সুশাসন অথবা অপশাসন, ভাল কিংবা মন্দ।শুধু যদি একবার কারো বিরুদ্ধে এ শক্তিকে জাগ্রত করা যায় তবে কেল্লা ফতে।কেননা বাংগালির স্বভাবই হচ্ছে হুজুগে মাতাল হওয়া।তবে এই হুজুগটা ভালোর চেয়ে খারাপ/বাজে অথবা অসত হলে সেটা আরো দ্রুত কার্যকর হয়।ভাল কোন কাজ তারা তখনই করে যখন তাদের পিঠ দেয়ালে ঠেকে যায়।উদাহরণ স্বরুপ বলা যায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের কথা।
আমাদের দেশের প্রধান শক্তি বলতে গেলে দাড়ায় ৩ ধরনের শক্তি এদেশে আছে।
১.ক্ষমতাসীন সরকার বা ক্ষমতাসীন রাজনৈতিক দল
২.আপামর জন সাধারণ (এখানে বিরোধী দলও থাকে)
৩.ছাত্র সমাজ
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ২ ও ৩ নং শক্তিই ১ নং শক্তির বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এদেশকে স্বাধীন করেছেন।সুতরাং সহজেই অনুমেয় ২ ও ৩ সমাজের শক্তি।
এই শক্তির কথা ভেবেই শাসক গোষ্ঠী এই দুই শক্তিকে বিভক্ত করেছেন ৪ ভাগে।১ নাম্বার শক্তিকে করেছে ২ই ভাগে।যেমন-
ক.মুক্তিযুদ্ধের পক্ষ(অনেকে আছে, মুক্তিযুদ্ধে আদৌ যাদের কৃতিত্ব নেই ও ইসলাম বিরোধী)
খ.মুক্তিযুদ্ধ বিরোধী (প্রকৃত ভাবে যারা মুক্তিযুদ্ধর পক্ষে ও ইসলাম প্রিয় মানুষ)
এভাবে ধর্মপ্রান সাধারণ মানুষকে তারা বিভক্ত করেছে ইসলামের শক্তিকে নিঃশেষ করার জন্য যা মিশরের ফেরাউনও পারেনি।
আবার ৩ নম্বর শক্তি ছাত্র সমাজ কে বিভক্ত করেছে
ক.মুক্তিযুদ্ধের তথাকথিত চেতনাধারী বামপন্থি নাস্তিকদের সমন্বয়ে তথাকথিত প্রগতিশীল।যাদের অধিকাংশই নেশাখোর-ভন্ড
খ.সাধারণ প্রকৃত ছাত্র
এভাবে বাংলাদেশের শক্তিগুলোকে দুর্বল করে দিয়েছে বর্তমান শাসক গোষ্ঠী। তবে এটা করেও তাদের শেষ রক্ষা হবে না।কেননা এদেশের মানুষ লড়াই করে বিজয় আনতে জানে।১৯৭১,১৯৫২,১৯৪৭ যার উদাহরণ।
এখন অপেক্ষা বাংগালীর জেগে ওঠার।আবার যুদ্ধে যেতে হবে।গুড়িয়ে দিতে হবে অপশাসনের আখড়া।ভেংগে ফেলে বাধন আনতে হবে চুড়ান্ত বিজয়।
রাকিব.ই.সুমন
০৮-০৫-২০১৪
১১.৫১ pm
বিষয়: রাজনীতি
১২৪৪ বার পঠিত, ১ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
কোন বা পথে নিতাইগন্জ যাই ?
মন্তব্য করতে লগইন করুন