কি করি???

লিখেছেন লিখেছেন রাকিব.ই.সুমন ০৬ আগস্ট, ২০১৪, ০২:৫৯:২৪ দুপুর

ঈদের আগে ২০ তারিখে বাড়িতে এলাম,যানজট এড়াবার জন্য।হানিফ গাড়িতে।৫০০ টাকা দিয়ে টিকেট কিনে।এখন আবার ঢাকায় ফিরে যাবার পালা।টিকেট কিনতে গেলাম কিন্তু চোখ আমার কপালে ওঠার মতো অবস্থা!টিকেটের দাম প্রায় ১২০০ টাকা।আর আমার বাড়ির কাছেই যে লোকাল(মোফিজ) গাড়ি সেই গাড়ির ভাড়া ৯৫০ টাকা।এই লোকাল গাড়ির ভাড়া ছিল কিছুদিন আগে ছিল ৩২০ টাকা।

এখন কি করব বুঝতেছি না।কিন্তু শনিবার ক্লাশ করতেই হবে।নাহলে অবস্থা কেরোসিন হয়ে যাবে।

তবে এতো কিছুর পরে আমাদের এই পাবলিকের অবস্থা প্রধানমন্ত্রী হাসিনা'র ভাষ্যমতে:

"আমার দেশের জনগণ আগের যেকোন সময়ের তুলনায় ভাল আছে।ডিজিটাল দেশে বসবাস করছে।তারা আধুনিক সব ধরণের সুবিধা ভোগ করছে"।

আমার কথা:ডিজিটাল-এর নামে এই আওয়ামীলীগ সরকার ডিজিটাল পদ্ধতিতে টাকা ডাকাতি করছে যা বিএনপি করেছে সনাতন পদ্ধতিতে।

বিষয়: বিবিধ

১২১৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

251472
০৬ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১৭
দিশারি লিখেছেন : জনাব, হাঁটতে হাঁটতে যেতে পারেন আপন ঠিকানায়... Wave Wave Wave Wave Wave
251474
০৬ আগস্ট ২০১৪ দুপুর ০৩:২১
রাকিব.ই.সুমন লিখেছেন : উত্তম বুদ্ধি!!!
251486
০৬ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৫
কাজি সাকিব লিখেছেন : হাসুদির বিশ্বাস অনুযায়ী পুজার সময়তো তাও গজে করে মা দুর্গা এসে আমাদের উপকার সাধন করে যান কিন্তু ঈদের সময় তো তেমন কেউ আসেও না যে কোন উপকার হপে!
251505
০৬ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩৮
রাকিব.ই.সুমন লিখেছেন : এখন উনি যে বিশ্বাসে বিশ্বাসী তাই বলেছেন।আমাদের বিশ্বাস আল্লাহ একদিন আমাদের রক্ষা করবেন হিন্দুদের মা কালি হাসিনা'র হাত থেকে...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File