সব কিছুর একটা সীমা আছে কিন্তু বাচালের সীমা নেই
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৮ মে, ২০১৪, ১১:৪১:১৩ রাত
দেশ যখন গুমের রাজ্যে রুপান্তরিত হতে যাচ্ছে ঠিক তখন অনেক বাচাল বেড়িয়ে আসছে নিজের পরিচয় জাতির সামনে উপস্থাপন করার জন্য। অনর্গল কথা বলেই যাচ্ছে তারা যা মুখ দিয়ে বের হচ্ছে তা বলতেছে আর এই বলা থেকে তাদের পরিচয় জাতি পাচ্ছে।
কি বলা প্রয়োজন ?কখন বললে ভালো হবে এসব মাথায় না রেখে ফাটুং ফাটুং করেই যাচ্ছেন নতুন পরিচয় বহন কারীরা।
" গুম বলে কোনো শব্দ নেই, শব্দটি হবে নিখোঁজ। বাংলাদেশে প্রতিদিনই মানুষ নিখোঁজ হচ্ছে। আগে গুম শব্দটা ছিল না। "এই কথা বলেছেন সরকারী দলের মুখপাত্র সৈয়দ আশরাফ। কোথায় গুম হওয়া পরিবারকে সান্তনা দেবেন তা না করে তিনি বাচালের মত একটি ফালতু কথা বলেছেন যা হাস্যকর বিষয়। তিনি আরো একটি কথা বলেছেন গুম সারা পৃথিবীতেই হয়। মানুষ নিখোঁজ হয় সারা পৃথিবীতে। এত বড় প্লেন (মালয়েশিয়ার নিখোঁজ বিমান) আড়াইশ’ যাত্রী নিয়ে এতো দিন ধরে নিখোঁজ!’ "
আচ্ছা সারা পৃথিবীতে গুম হচ্ছে তাই বাংলাদেশে হতে হবে এ কেমন কথা ?ওদের মাথা কি তাহলে দলীয় স্বার্থে পঁচে গেছে ?যদি পঁচে যায় তাহলে দেশের স্বার্থে এদের মুখ বন্ধ করতে হবে প্রয়োজনে টেপ মেরে !!
বিষয়: বিবিধ
১৩৫৬ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হারামী লীগ বিনা পয়সায় বিনুদুন দিতে চায়, পাবলিক তাও খায় না!
লিখেছেন প্রবাসী মজুমদার ১১ জানুয়ারী ২০১১, দুপুর ০৩:১৭
আর সইতে পারিনা গো বিধাতা
ফেটে গেল বুকের ছাতি,
রক্ষকেরা সব ভক্ষক সেজে
ধুলোয় মিশে দিল সব খ্যাতি।
গর্বে এখন ফেটে পড়ি না
বিজয়ে পাইনা সুখ,
শান্তির নীড় আজ বড় অশান্ত
কোথায় লুকাবো এ মুখ?
বেচাকেনার বাজারে নিজেকে বিকিয়ে
হারাতে বসেছি সব,
নিজের খেয়ে অন্যর গান গাই
খেতাবে ভুষিত - গর্দভ।
স্বাধীনতার নামে পরাধীনতারই সুখ
বিবেকের হয়েছে মরণ,
লাশের মিছিল দেখেও আজি
হ্রদয়ে হয়না রক্ত-ক্ষরণ।
বুলেট খেয়েও তারে ঝূলে বোন
ছটফটায়ে কহে দাও পানি,
মরণেও কারো কাঁপেনা হ্রদয়
দেখেও শ্লীলতাহানি।
আহা!
এ কেমন স্বাধীনতা তোমাদের
অনুভূতিতে নেই সম্মান
চোখ বুজে আজ সয়ে যায় কেবলি
হতে দেখেও অপমান।
স্বাধীনতা বুঝি পতাকা উড়ানো
শহীদ স্মৃতিস্তম্ভে দেখানো সম্মান,
অধিকার নামে ভোটের বেচাকেনা
স্বৈর-গণতন্ত্রের নাম?
স্যেদিতে এক ১০০% বিশুদ্ধ আওয়াশী লীগার যখন তার ছেলের হাত পা ভেঙে দিয়েছে তাদেরই দলের লোক তখন এই বেটা বলচে আওয়ামী মানুষ না।
এটাই এদের চরিত্র
মনে হচ্ছে কবে যে অপেক্ষার পালা শেষ হবে
মন্তব্য করতে লগইন করুন