সব কিছুর একটা সীমা আছে কিন্তু বাচালের সীমা নেই

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৮ মে, ২০১৪, ১১:৪১:১৩ রাত



দেশ যখন গুমের রাজ্যে রুপান্তরিত হতে যাচ্ছে ঠিক তখন অনেক বাচাল বেড়িয়ে আসছে নিজের পরিচয় জাতির সামনে উপস্থাপন করার জন্য। অনর্গল কথা বলেই যাচ্ছে তারা যা মুখ দিয়ে বের হচ্ছে তা বলতেছে আর এই বলা থেকে তাদের পরিচয় জাতি পাচ্ছে।

কি বলা প্রয়োজন ?কখন বললে ভালো হবে এসব মাথায় না রেখে ফাটুং ফাটুং করেই যাচ্ছেন নতুন পরিচয় বহন কারীরা।

" গুম বলে কোনো শব্দ নেই, শব্দটি হবে নিখোঁজ। বাংলাদেশে প্রতিদিনই মানুষ নিখোঁজ হচ্ছে। আগে গুম শব্দটা ছিল না। "এই কথা বলেছেন সরকারী দলের মুখপাত্র সৈয়দ আশরাফ। কোথায় গুম হওয়া পরিবারকে সান্তনা দেবেন তা না করে তিনি বাচালের মত একটি ফালতু কথা বলেছেন যা হাস্যকর বিষয়। তিনি আরো একটি কথা বলেছেন গুম সারা পৃথিবীতেই হয়। মানুষ নিখোঁজ হয় সারা পৃথিবীতে। এত বড় প্লেন (মালয়েশিয়ার নিখোঁজ বিমান) আড়াইশ’ যাত্রী নিয়ে এতো দিন ধরে নিখোঁজ!’ "

আচ্ছা সারা পৃথিবীতে গুম হচ্ছে তাই বাংলাদেশে হতে হবে এ কেমন কথা ?ওদের মাথা কি তাহলে দলীয় স্বার্থে পঁচে গেছে ?যদি পঁচে যায় তাহলে দেশের স্বার্থে এদের মুখ বন্ধ করতে হবে প্রয়োজনে টেপ মেরে !!

বিষয়: বিবিধ

১৩৫৬ বার পঠিত, ৩৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

219255
০৮ মে ২০১৪ রাত ১১:৪৩
চোথাবাজ লিখেছেন : পিলাচ ধন্যবাদ ভালো লাগলো
০৯ মে ২০১৪ রাত ০৯:৪৬
167306
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ
219261
০৮ মে ২০১৪ রাত ১১:৫০
সন্ধাতারা লিখেছেন : সত্যি কথা। সহমত।
০৯ মে ২০১৪ রাত ০৯:৪৬
167307
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ Good Luck Good Luck
219281
০৯ মে ২০১৪ রাত ১২:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যাদের চরিত্রই গুম হয়ে গেছে তারা আর কি বলবেন!!!
০৯ মে ২০১৪ রাত ০৯:৪৭
167310
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন ভাই এখন বলার কিছু নাই
219285
০৯ মে ২০১৪ রাত ১২:৪৯
নানা ভাই লিখেছেন : ভালো লাগলো।
হারামী লীগ বিনা পয়সায় বিনুদুন দিতে চায়, পাবলিক তাও খায় না!
০৯ মে ২০১৪ রাত ০৯:৪৮
167314
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেকে কিন্তু খায় ভাই ,যা দেশের জন্য ক্ষতিকর
219307
০৯ মে ২০১৪ রাত ০২:০৬
পাহারা লিখেছেন : দলীয় স্বার্থে পঁচে গেছে ওদের মাথা।
০৯ মে ২০১৪ রাত ০৯:৪৮
167316
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : যদি পঁচে যায় তাহলে দেশের স্বার্থে এদের মুখ বন্ধ করতে হবে প্রয়োজনে টেপ মেরে !! Good Luck
219311
০৯ মে ২০১৪ রাত ০২:৩৭
জবলুল হক লিখেছেন : পিলাচ। পিলাচ।।
০৯ মে ২০১৪ রাত ০৯:৪৮
167317
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদGood Luck Good Luck
219313
০৯ মে ২০১৪ রাত ০২:৪৯
শেখের পোলা লিখেছেন : অত শক্তশালী টেপ কোথায় পাবেন? পেলেও ক জনার মুখে লাগাতে পার বেন? তার চেয়ে নিজের কানে টেপ লাগান৷
০৯ মে ২০১৪ রাত ০৯:৪৮
167319
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : শক্তিশালী টেপ দেশের জনগণ
219314
০৯ মে ২০১৪ রাত ০২:৫১
প্যারিস থেকে আমি লিখেছেন : Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone তোমাকে নয়,ওদেরকে।
০৯ মে ২০১৪ রাত ০৯:৪৯
167320
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Worried Worried Worried ওকে
219358
০৯ মে ২০১৪ সকাল ১০:৪৩
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : বাংলাদেশ যে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবে আর তাইতো গুম যেহেতু সারা বিশ্বেই হয় সেহেতু বাংলাদেশেও দরকার। নয়তো বিশ্বের দরবারে মাথা তুলে দাড়াতে পারবেনা বাংলাদেশ !+?+¿+।
০৯ মে ২০১৪ রাত ০৯:৪৯
167322
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আচ্ছা তাহলে কি এজন্য উনারা বারবার বিদেশের সাথে তালের কথা বলেন ,,তাহলে বলতেই হয় সরকার সফল
১০
219364
০৯ মে ২০১৪ সকাল ১০:৫০
হতভাগা লিখেছেন : অ্যাশের কথায় একমত
০৯ মে ২০১৪ রাত ০৯:৫০
167323
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ একমতের জন্য
১১
219385
০৯ মে ২০১৪ সকাল ১১:২১
আবু বকর সিদ্দিক লিখেছেন : টেপ লাগালে উঠিয়ে ফেলবে। সুপার গ্লু লাগাতে হবে .
০৯ মে ২০১৪ রাত ০৯:৫০
167324
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বড় টেপ লাগালে উঠাতে পারবে না উঠাতে চাইলে চামড়া সহ উঠে যাবে ,অনেক ধন্যবাদGood Luck
১২
219417
০৯ মে ২০১৪ দুপুর ০১:১২
০৯ মে ২০১৪ রাত ০৯:৫১
167325
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : :Thinking :Thinking
১৩
219421
০৯ মে ২০১৪ দুপুর ০২:০৩
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : চলেন সবাই গুম হয়ে যায়।
০৯ মে ২০১৪ রাত ০৯:৫১
167326
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সবাই না দেশের মধ্যে শুধু একজনকে গুম করা প্রয়োজন Happy>-
১৪
219621
০৯ মে ২০১৪ রাত ১১:২৬
আফরা লিখেছেন : ভাইয়া আপনার হাতে ও কি টেপ মেরেছেন নাকি আজকে যে কোন পোষ্ট দিলেন না ।
১০ মে ২০১৪ রাত ১২:৫০
167400
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : না হেত টেপ দেই নাই তবে আজ অফিসে যে দিনে যাওয়া হয় নাই
১৫
219716
১০ মে ২০১৪ সকাল ১০:৩০
প্রবাসী মজুমদার লিখেছেন : আর সইতে পারিনা গো বিধাতা(21)
লিখেছেন প্রবাসী মজুমদার ১১ জানুয়ারী ২০১১, দুপুর ০৩:১৭

আর সইতে পারিনা গো বিধাতা
ফেটে গেল বুকের ছাতি,
রক্ষকেরা সব ভক্ষক সেজে
ধুলোয় মিশে দিল সব খ্যাতি।

গর্বে এখন ফেটে পড়ি না
বিজয়ে পাইনা সুখ,
শান্তির নীড় আজ বড় অশান্ত
কোথায় লুকাবো এ মুখ?

বেচাকেনার বাজারে নিজেকে বিকিয়ে
হারাতে বসেছি সব,
নিজের খেয়ে অন্যর গান গাই
খেতাবে ভুষিত - গর্দভ।

স্বাধীনতার নামে পরাধীনতারই সুখ
বিবেকের হয়েছে মরণ,
লাশের মিছিল দেখেও আজি
হ্রদয়ে হয়না রক্ত-ক্ষরণ।

বুলেট খেয়েও তারে ঝূলে বোন
ছটফটায়ে কহে দাও পানি,
মরণেও কারো কাঁপেনা হ্রদয়
দেখেও শ্লীলতাহানি।

আহা!
এ কেমন স্বাধীনতা তোমাদের
অনুভূতিতে নেই সম্মান
চোখ বুজে আজ সয়ে যায় কেবলি
হতে দেখেও অপমান।

স্বাধীনতা বুঝি পতাকা উড়ানো
শহীদ স্মৃতিস্তম্ভে দেখানো সম্মান,
অধিকার নামে ভোটের বেচাকেনা
স্বৈর-গণতন্ত্রের নাম?
১০ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১১
167630
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : প্রতিবাদী কবির কবিতা পড়ে মনের মধ্যে প্রতিবাদী চেতনা জাগ্রত হয়েছে ,ধন্যবাদ কবি
১৬
219871
১০ মে ২০১৪ বিকাল ০৪:২২
আমি মুসাফির লিখেছেন : ওরাতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে না ভারতের সোল ্এজন্ট হিসাবে কাজ করে যাচ্ছে। তাদের সন্তন যদি গুম হতো তাহলে টের পেত কত ধানে কত চাল।

স্যেদিতে এক ১০০% বিশুদ্ধ আওয়াশী লীগার যখন তার ছেলের হাত পা ভেঙে দিয়েছে তাদেরই দলের লোক তখন এই বেটা বলচে আওয়ামী মানুষ না।
এটাই এদের চরিত্র
১০ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১১
167632
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন ভাই এটাই ওদের চরিত্র ,অনেক ধন্যবাদ
১৭
219984
১০ মে ২০১৪ রাত ০৯:৫০
টোকাই বাবু লিখেছেন : টেপ মারাটা প্রয়োজন বটে কিন্তু কবে, কিভাবে, কে ???
মনে হচ্ছে কবে যে অপেক্ষার পালা শেষ হবে
১০ মে ২০১৪ রাত ১০:১২
167683
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অপেক্ষার পালা শেষ হবার একমাত্র পথ এক নতুন ৭৫
১৮
220337
১১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
লেলিন লিখেছেন : পিলাচ + +
১১ মে ২০১৪ রাত ০৮:০১
168009
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File