শবে বরাতে কি আছে, কি নাই

লিখেছেন লিখেছেন আব্দুল্লাহ আল রাহাত ২২ মে, ২০১৬, ১১:৩৬:৩৮ রাত

শবে বরাত সম্পর্কে আমার পরিশোধিত ধারণা হল কয়েকটা সহি হাদিস দ্বারা লাইলাতুন নিসপে শাবান একটি মর্যাদাপূর্ণ রাত হিসাবে প্রমাণিত, যদিও আল কুরানে এর পক্ষে কোন দলিল নেই। কেবল হাদিস থেকে এর মর্যাদার বর্ণনা পাওয়া যায়। কৌতুহলের বিষয় হল এহেন মর্যাদাপূর্ণ রাতের সুনির্দিষ্ট সালাত-সিয়াম বা অন্য কোন আমলের কোন নির্ভরযোগ্য বিবরণ নেই।প্রচলিত ইবাদাত প্রায় সব আলেমের মতে বিদায়াত।কারণ এই রাতে সাহাবীরা কোন বিশেষ আমল করেছেন বলে প্রমানিত নয়।রাসূল(সঃ) এই রাতকে মর্যাদাপূর্ণ বললেও সাহাবীদের এই রাতে বিশেষ সালাত-সিয়ামের কোন নির্দেশ দেন নি। আবেগপরায়ন হয়ে নিজের মত করে কোন আমলের স্থান ইসলামে নেই। রাসূল(সঃ) যা করতে বলেছেন বা করেছেন সেগুলো করার নামই ইবাদাত। রাসূল (সঃ) যা করেন নাই বা করতে বলেন নাই তা করাই বিদায়াত।

হতে পারে কোন বিশেষ কারণে এই রাত আল্লাহ তায়ালার কাছে বেশ মর্যাদাপূর্ণ। যেমন মেরাজের রাত একটি মহান মর্যাদাপূর্ণ রাত, যার কারণ আমাদের জানা, কিন্তু লাইলাতুল মেরাজের বিশেষ কোন আমল নেই। মুসলিম উম্মাহ এর কাছে বদর দিবস, হিজরত দিবস, মক্কা বিজয়, বিদায় হজ, রাসূল(সঃ) জন্ম-মৃত্যু প্রভৃতি ব্রেলথোরু পয়েন্টগুলো বিশেষভাবে স্বীকৃত ও মর্যাদাপুর্ণ, কিন্তু এই দিন ও রাত ঘিরে কোন ইবাদাত নেই। মূলত কোন দিন বা রাত মর্যাদাপূর্ণ বলে এই দিনে কোন ইবাদাত থাকতে হবে এমন কোন কথা নেই, ধরুণ জুমার রাত ও দিন বিশেষ মর্যাদাপূর্ণ, জুমার দিন বা রাতে মারা গেলে সহি হাদিস আনুসারে কবর আজাব হয় না, কিন্তু এই দিনে রোজা রাখা উচিত নয়। যেমন ঈদুল ফিতর বা আযহার দিন রোজা রাখা হারাম,। আসলে একটি রাত মর্যাদাপূর্ণ বা গুরুত্বপূর্ণ হওয়ার জন্য ইবাদত নির্দিষ্ট থাকার কোন বাধ্যবাধকতা নেই। সালাত-সিয়াম আপনা থেকে বিদায়াত নয়, কিন্তু এই দিন-রাতের সাথে নির্দিষ্ট করলে বিদায়াতে পরিনত হয় যদি এইরুপ ইবাদাতের নির্দেশনা না থাকে ।

বিষয়: বিবিধ

৯৭৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369885
২৩ মে ২০১৬ বিকাল ০৪:৫৯
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : লেখায় হাদিস ও নির্ভরযোগ্য আলিমদের ব্যাখ্যা-বিশ্লেষণ যোগ করুন লেখার গ্রহণযোগ্যতা বাড়বে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File