আগে আপনি ভালো হোন,তারপর অপরকে উপদেশ দিন।

লিখেছেন লিখেছেন সানজিদ হোসেন ইরাজ ২৩ মে, ২০১৬, ০১:২৭:১২ রাত

ওবামা আজ টাস করে পাদঁ দিছে,শাহারুফ খান আজ টুস করে পাদঁ দিছে,অমুকে পাদেঁ গন্ধ বেশী ছিল,তমুকের পাদেঁ গন্ধ কম ছিল।ছাঁদে শুকাতে দেওয়ায় দিপীকার একটি 'ব্রা' আজকে খুজে পাওয়া যাচ্ছেনা,বাতাসে ক্যাটারিনার ওডনাটা আজ উল্টে গিয়েছিল।প্রিংকা বলেছেন অবসর টাইমে তিনি পর্ণো দেখে।সানিলিওন বলেছেন,তিনি ইসলামের খেদমত করতে চাই,,, ইত্যাদি ইত্যাদি।

,

আজকের সাংবাদিকদের অবস্থা হল এইরকম সমাজের সেলিব্রেটিদের পাদঁ মার্কা নিউজ সিলেক্ট করা,যেই যত বেশী এইরকম নিউজ সংগ্রহ করে পাব্লিক প্লেসে পাব্লিষ্ট করতে পারবে তার তত বেশী ডিমান্ড। সাংবাদিকদের কথা কিবা বলব,আমরাই ত এইরকম নিউজ চাই,, কেউ যদি মদ খেতে চাই,তাকে মদ না দিয়ে কেউ কি দুধ দিবে। কথা হলঃজনগন যেটা চাচ্ছে সাংবাদিকরা সেটা দিচ্ছে।

,

গ্রামের একটি উপদেশমূলক গল্পঃ বাজার করতে গিয়েছিল আবুল,আবুল বাড়িতে এসে বলল,দেশে সিটিং,টাউটে ভরে গেছে,বউ বললঃকি হয়েছে। আবুল বললঃমাছ কিনতে গিয়ে মাছের দোকাদার আমাকে ৪০ টাকা জাল নোট ডুকিয়ে দিল।বউ বললঃদেখি টাকাটা দাও আমি দেখি। আবুল বললঃতোমার স্বামী আবুলরে তুমি এত বোকা মনে করছ নাকি? ওই জালা টাকাগুলো দিয়ে ত সবজি কিনে পেলছি।

,

অতঃপর সিটিং টু সিটিং,খানকির পোলা টু খানকির পোলা,,,মূল কথাঃ আপনি ভাল ত,জগত ভালো,আগে আমি ভাল হয়,তারপর অন্যজনকে ভালো হবার উপদেশ দিব,আমরা বর্তমান,সাংবাদিক, আমজনতা,বিক্ষুব্ধ জনতা,সংগ্রামী জনতা সবাই একই সিটিং পার্টি। আগে নিজের চরকায় তৈল দি,তারপর অন্যকে দেওয়ার চেষ্টা করি। আমাদের চরকা ত চৌচির হয়ে গেছে গ্রীষ্মের মত ফেটেঁ,কিভাবে নিজের চৌচির তৈলহীন চরকা থেকে অন্যরে তৈল দিমু।

বিষয়: বিবিধ

১১৭২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369870
২৩ মে ২০১৬ দুপুর ০৩:০৭
হতভাগা লিখেছেন : আগে পোস্টে আপনার নোংরা নোংরা শব্দ ব্যবহার করা বন্ধ করুন তারপর অন্যকে উপদেশ দিন ।
২৫ মে ২০১৬ রাত ০৩:২৯
307088
সানজিদ হোসেন ইরাজ লিখেছেন : লিখাটি যদি সিরায়সলি ব্যস্তবাদীত্বে নিতেন তাহলে অন্ততপক্ষে আমাকে জ্ঞান দিতেন না।

ধন্যবাদ।
২৫ মে ২০১৬ সকাল ০৮:২৮
307089
হতভাগা লিখেছেন : নোংরা নোংরা শব্দ ব্যবহার করাই আপনার পান্ডিত্যের অলংকার।
370038
২৫ মে ২০১৬ সকাল ০৯:৩৫
সানজিদ হোসেন ইরাজ লিখেছেন : বাস্তববাদী শব্দগুলো একটু নোংরা ই হয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File