এপিগ্রাম ইন “মর্নিং স্টার”

লিখেছেন লিখেছেন মরুভূমির জলদস্যু ০১ ডিসেম্বর, ২০১৪, ০৮:৫৬:০৪ রাত

কদিন আগে পড়ে ছিলাম হেনরি রাইডার হ্যাগার্ডের “মর্নিং স্টার”বইটির নিয়াজ মোরশেদের বাংলা অনুবাদ। হেনরি রাইডার হ্যাগার্ডের অন্য বইগুলির মত এই বইটিও চমৎকার লাগলো। বইটি পড়ার সময় অনেকগুলি এপিগ্রাম চোখে পড়েছিল আর আমার স্বভাব মত সেগুলি দাগিয়ে রেখেছিলাম। আজ সেগুলিই শেয়ার করছি।



১/ নশ্বর মানুষের কাছ থেকে ভবিষ্যৎ লুকিয়ে রাখা হয়, কারণ এর অবগুণ্ঠন উন্মোচন হলে ভয়াবহ আতঙ্কে তারা নিঃশেষ হয়ে যাবে।

২/ তোমার বিশ্বাসই তোমাকে সাহায্য করবে।

৩/পাপও তার মূল্য দিতে ভুল করে না।

৪/ ভালোবাসা তো বিলিয়ে দেয়া যয় না। ভালোবাসা ধার দেয়া যায়, বিনিময়ে চাই চড়া সুদ। না, শুধু সুদ নয়, সুদ আসল কড়ায় গণ্ডায় ফেরত চাই।

৫/ বড় হও যদি পার, তবে বড় হওয়ার পাশাপাশি ভালোও হতে হবে।

৬/ সামনের দিনগুলি ভালো হরে পুরোপুরি উপভোগ করো। দিন খারাপ হলে ধৈর্য ধরে থেকো।

৭/ পাপ ছাড়া অন্য কোন কিছুর জন্যই অনুশোচনা করো না, কোন কিছুকেই ভয় পেয়ো না। কোন কিছুর আশা করো না, কারণ সব কিছুই নির্ধারিত হয়ে আছে, কোন কিছুই তা থেকে বদলাবে না।

৮/ সাপ কখনো সিংহের মত গর্জন করে কিছু করে না, সেজন্যেই তাকে ভয় বেশি।

৯/ ভালোবাসার জন্য যে ভুল তা ক্ষমার অযোগ্য নয়।

১০/ যে চিকিৎসক অল্প পারিশ্রমিক নেয় তার কাছে রোগী যেতে চায় না।

১১/ আপনার ফসল পাকা মাত্রই তা কেটে ঘরে তুলুন, আগামী বছর ফসল হবে কিনা, আর তা দিয়ে অন্যকেউ রুটি বানিয়ে খাবে কিনা, তা নিয়ে মাথা নষ্ট করা অর্থহীন।

১২/ ভবিষ্যতে কি ঘটবে তা আপাতত ভবিষ্যতের গর্ভেই লুকানো থাক।

বিষয়: বিবিধ

৯৭৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

290375
০২ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৪৫
সালসাবীল_২৫০০ লিখেছেন : চমৎকার হয়েছে! ধন্যবাদ
০২ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:১৩
234159
মরুভূমির জলদস্যু লিখেছেন : স্বাগতম আপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File