এপিগ্রাম ইন "ভয়ংকর সুন্দর"
লিখেছেন লিখেছেন মরুভূমির জলদস্যু ২৪ আগস্ট, ২০১৪, ০৯:৪৮:৫৩ সকাল
কদিন আগে পড়েছি সুনীল গঙ্গোপাধ্যায় এর লেখা কাকাবাবু সিরিজের বই ভয়ংকর সুন্দর।
আমার স্বভাব মতোই পড়ার সময়ে খুঁজে পেয়েছি কিছু এপিগ্রাম, যেমন -
১। যে যায়গাটা এখনও দেখা হয়নি কল্পনায় সেটাই সবচেয়ে সুন্দর লগে।
২। কম্পানিকা মাল দরিয়া মে ঢাল।
৩। দেখার জিনিসের শেষ নেই। কোন যায়গাতে গিয়ে কখনো ভাববে না দেখার কিছু নেই সেই যায়গায়। খোলা চোখ নিয়ে তাকালেই অনেক কিছু দেখতে পাবে।
৪। ভয়কে প্রশ্রয় দিতে নাই।
৫। বিপদের সময় মানুষের এমন মনের জোড় এসে যায় যে অনেক সময় অসম্ভবও সম্ভব হয়ে যায়।
৬। বিপদের রাত্রি অনেক দেরি করে শেষ হয়।
৭। দিনের আলোয় অনেকটা সাহস আসে।
৮। মনকে বেশি চঞ্চল হতে দিতে নাই তাতে কাজ নষ্ট হয়।
প্রথম প্রকাশ: ঝিঁঝি পোকা
এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।
বিষয়: সাহিত্য
১২২০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন