বুদ্ধ পূর্ণিমা ও চন্দ্র পূর্ণিমা

লিখেছেন লিখেছেন মরুভূমির জলদস্যু ১৪ মে, ২০১৪, ১১:০৯:০৩ সকাল

দিন কয়েক আগে আমি একটা লেখা লিখেছিলাম পূর্ণিমা নিয়ে - "পুষ্প পূর্ণিমা"।

পুষ্প পূর্ণিমা আর বুদ্ধ পূর্ণিমা কিন্তু একই, আবার এই পূর্ণিমাকে বৈশাখী পূর্ণিমাও বলে।

আরো চার-পাঁচ বছর আগে আমি হঠাৎ করে লক্ষ্য করি পত্রিকাতে যে দিন বুদ্ধ পূর্ণিমার কথা লিখে সেদিন আসলে চাঁদের পূর্ণিমা থাকে না। অর্থাৎ বাংলাদেশে যেদিন বুদ্ধ পূর্ণিমা পালন করা হয় সেদিন আসলে আকাশে পূর্ণিমার চাঁদ থাকে না। সত্যিকারের পূর্ণিমা হয় তারও এক-দু দিন পরে।

যেমন এই বছর বুদ্ধ পূর্ণিমা পালন করা হলো ১৩ই মে। কিন্তু মে মাসের সত্যিকারের পূর্ণিমা হবে আগামী কাল ১৫ই মে।

চাঁদের সাথে বুদ্ধ পূর্ণিমার এই তফাতটা কেনো হয় কার কি জানা আছে?

বিষয়: বিবিধ

১০৪৮ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

221346
১৪ মে ২০১৪ দুপুর ১২:০৯
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : It Wasn't Me! আমি জানি না It Wasn't Me!
১৪ মে ২০১৪ রাত ১০:৪৩
169040
মরুভূমির জলদস্যু লিখেছেন : আচ্ছা
221348
১৪ মে ২০১৪ দুপুর ১২:২০
ইমরান ভাই লিখেছেন : চাদ সূর্য আল্লাহর এক নিদর্শন যা তিনি আমাদের জন্য বানিয়েছেন। আমরা এর মাধ্যেমে উপকার পাবো । আর এরা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী তাদের কক্ষপথে সদা সর্বদা পরিভ্রমনরত।

আমরা মুসলিমরা চাদ ও সুর্যের মালিক আল্লাহকে সিজদা করি।

আল্লহর বিধানকে কেউ চেঞ্জ করতে পারে না। চন্দ্র তার কাজ করে যাবে যেভাবে আল্লাহ বলেছেন। কারো পুজার করার জন্য চন্দ্র নয়। তাই এই বুদ্ধ গাধা গুলোর বোঝা উচিত।
১৪ মে ২০১৪ রাত ১০:৪৪
169041
মরুভূমির জলদস্যু লিখেছেন : কিসের মধ্যে কি!!
Rolling on the Floor
221353
১৪ মে ২০১৪ দুপুর ১২:২৮
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৪ মে ২০১৪ রাত ১০:৪৪
169042
মরুভূমির জলদস্যু লিখেছেন : কোনটা?
239326
২৭ জুন ২০১৪ সকাল ১১:২৫
মোহাম্মদ রিগান লিখেছেন : সুন্দর

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File