তিন বছর যাবৎ নিজ সন্তান কে ধর্ষন করলেন নরপশু পিতা।

লিখেছেন লিখেছেন বাশার ০৭ মে, ২০১৪, ০৭:৩০:৪৬ সন্ধ্যা

#নিজের_মেয়েকে_ধর্ষন

নিজের মেয়েকে গত তিন বছর ধরে ধর্ষণ করে আসছিলেন ভারতের পশ্চিম দিল্লির রাজোউরি গার্ডেন এলাকার এক ব্যক্তি। ৫৬ বছর বয়সের ওই ব্যক্তির স্ত্রী তিন বছর আগে মারা যায়। এর পর থেকে নিজের মেয়েকে জোরপূর্বক নির্যাতন করে আসছিলেন তিনি। মেয়ে বাধা দিলে তিনি তাকে মারধর করতেন। উপায় না দেখে মেয়েটি তার দুই ছেলে বন্ধুর সাহায্যে ঘুমন্ত পিতাকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করে। এক পর্যায়ে তার মৃত্যু নিশ্চিত করার জন্যে তার পেস মেকার খুলে ফেলা হয়। তারপর চাদরে ওই ব্যক্তির লাশ পেচিয়ে পাশেই এক নর্দমার মধ্যে ফেলে দেয় মেয়েটির দুই বন্ধু। টাইমস অব ইন্ডিয়া

পুলিশ মেয়েটির মোবাইল ফোনের কল লিস্ট পরীক্ষার পর দুই বন্ধু প্রিন্স সান্ধু ও অশোক শর্মাকে গ্রেফতার করেছে। পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে মেয়েটি জানায়, তার দুই বড় বোনের বিয়ে হয়ে গেছে। সে একা তার পিতার কাছে থাকত। তার বন্ধু প্রিন্স একটি ট্যাটুর দোকানে এবং আরেক বন্ধু অশোক ওয়েস্টগেটের একটি দোকানে কাজ করত। দিনের পর দিন নির্যাতন সইতে না পেরে সে তার বন্ধুদের বিষয়টি বলে এবং তারা ওই ব্যক্তিকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করে। গত ৩০ এপ্রিল ভোরে পুলিশ একটি নর্দমা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।

বিষয়: সাহিত্য

১০২৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

218722
০৭ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
ছিঁচকে চোর লিখেছেন : এতো ভয়ানক খবর। হাউ ইজ ইট পসিবল!!!
218733
০৭ মে ২০১৪ রাত ০৮:০৩
নীল জোছনা লিখেছেন : এসব বাস্টার্ড পিতা থেকে সাবধান।
218737
০৭ মে ২০১৪ রাত ০৮:১২
হতভাগা লিখেছেন : ভারতে ধর্ষন একটা কালচার , এটা একটা গিফটের মত ব্যাপার ।
০৭ মে ২০১৪ রাত ১১:০১
166725
আহ জীবন লিখেছেন : সারপ্রাইজ গিফট কইলেন না কেন।
০৮ মে ২০১৪ সকাল ০৮:৪৮
166798
হতভাগা লিখেছেন : সারপ্রাইজও একটা গিফট বটে যখন সেটা কাঙ্খিত হয় ।
218741
০৭ মে ২০১৪ রাত ০৮:৩৬
মেঘ ভাঙা রোদ লিখেছেন : এরা মানুষ না জানোয়ার।
218769
০৭ মে ২০১৪ রাত ১০:০২
সবুজেরসিড়ি লিখেছেন : ভারতে এই ধরনের ঘটনা প্রায়ই দেখা যায় . . .
218782
০৭ মে ২০১৪ রাত ১১:০২
আহ জীবন লিখেছেন : এগুলো নিয়ে আর আলোচনা না করাই ভালো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File