ধারাবাহিক প্রকাশনা # মওদূদীবাদেরস্বরূপ # চতুর্থপর্ব #
লিখেছেন লিখেছেন অপ্রিয় সত্য কথা ০৭ মে, ২০১৪, ০৭:৩৯:২৬ সন্ধ্যা
# নবী - রাসুলগণের উপর আক্রমণ##
মুসলমানের বিশ্বাস যে , নবীগণ আঃ ছোট -বড় সর্বপ্রকার গুনাহ থেকেপবিত্র । কারণ নবীগণের সহজাত প্রকৃতিই এমন নির্মল , পবিত্র ও আবিলতামুক্ত যে , পাপাচার ও নাফরমানী করা তাঁদের পক্ষে অসম্ভব হয়ে দাড়ায় । স্বভাবতই তাঁরা বিশুদ্ধ ও নিষ্পাপ । উপরন্তু আল্লাহ তা য়ালা তাঁদেরকে নবুওয়াতের জন্য নির্বাচনকরেছেন।তাঁদের উপর আল্লাহ্ তা য়ালার সার্বক্ষণিক হিফাযাত ও প্রহরা বিদ্যমান থাকে যাতে উম্মাত নিঃসন্দেহে তাদের ইত্তেবা করতে পারে ।
## মওদূদীর উক্তি লক্ষ্য করুন ##
১. দাউদ আঃ সম্পর্কে ইয়াহুদীরা কুৎসা রটনা করেছিল যে,উরিয়া নামক জনৈক ব্যক্তির স্ত্রীর উপর দৃষ্টি পড়ায় দাউদ ঐ সুন্দরী রমনীর রুপ -লাবণ্যে আসক্ত হয়ে পড়েন এবং তাকে বিয়ে করার জন্য উরিয়ার কাছে তার স্ত্রী তালাক দেয়ার আবেদন করেন । মওদূদী ইয়াহুদীদের এ ভিত্তিহীন অপবাদের উপর নির্ভর করে দাউদ আঃ সম্পর্কে নিম্নোক্ত ভাষ্য প্রদান করেন , হযরত দাউদ আঃ তাঁর যুগের ইসরাঈলী সাধারণ সমাজ প্রথায় প্রভাবান্নিত হয়ে উরিয়ার কাছে তাঁর স্ত্রীকে তালাক দেয়ার আবেদন করেছিলেন । (তাফহিমাত , পৃষ্টা -৫৬ ,২য় খন্ড . প্রথম প্রকাশ :মার্চ ১৯৯৯, মারকাযী মাকতাবায়ে ইসলামী পাবলিশার্স,নয়া দিল্লী )
কোন নবীর উপর এ ধরনের অপবাদ আরোপ করা মুসলমানের পক্ষে মানায় না । ইহা বদদ্বীনের আকিদার নামান্তর । একথা সম্পুর্ণ মিথ্যা ও ইয়াহুদীদের মনগড়া ভিত্তিহীন উক্তি মাত্র এ হচ্ছে তাদের ষড়যন্ত্র ।
২. মওদূদী আরো বলেন , অন্যের কথা তো ভিন্ন,পয়গাম্বরগণেরও পর্যন্ত বহুবার কুপ্রবৃত্তির রাহাজানির বিপদ সম্মুখীন হয় ।যেমন হযরত দাউদের মত মর্যাদশীল পয়গাম্বরকেও একবার সতর্ক করা হয়েছে । (তাফহিমাত ,আবুল আ লা মওদূদী ,পৃষ্টা -১৯৫, ১ম খন্ড,প্রথম প্রকাশ .জুন ২০০১মারকাযী মাকতাবায়ে ইসলামী পাবলিশার্স , নয়া দিল্লী )
মুসলমানের আকীদা হল নফসে শারীরের রাহাজানি থেকে অনেক ওলিও মাহ্ফূয হয়ে থাকেন । নবীগণের বেলায় আর কি-ই বলা যায় !
৩.তিনি আরো বলেন , হযরত দাউদ আঃ এর কর্মে কুপ্রবৃত্তির কিছুটা দখল ছিল , তাঁর শাসন ক্ষমতার সাথে অসঙ্গত ও অশোভনীয় ব্যবহারেরও সম্পর্ক ছিল । আর তা ছিল এমন ধরনের কাজ যা হক পন্থায় রাজ্য শাষনকারী কোন শাসকের পক্ষেই শোভাপায়না । (তাফহিমুল কুরআন,মুল আবুলআ লা মওদূদী , পৃষ্টা-৩২৭, ৪র্থ খন্ড , ২য় প্রকাশ : জানুয়ারি ২০০০ইং , মারকাযী মাকতাবায়ে ইসলামী পাবলিশার্স , নয়া দিল্লী ) এর জবাবে মুসলমান নাঊযুবিল্লাহি মিন যালিক পড়বে এবং মওদূদী ফিতনা থেকে নবীর উম্মাতকে বাচানোর চেষ্টা করবে।
# চলবে#
মউদুদী মতবাদের যে সকল বন্ধুরা জবাব দিচ্ছেন,তাদেরকে বলবে ওহেতুক পাও ক্যাচাল না করে আমি যা লিখছি শুধু তার উপর ভিত্তি করেই আমার লেখা খন্ডন করুন।
**শুধু মাত্র সঠিক দিনের পথে ফিরে এসে সঠিক দ্বীনের উপর চলার জন্যই ক্ষুদ্র প্রয়াস।
আল্লাহ যাকে বুঝ দেন ,কে তাকে গোমড়া করবে।আর যাকে গোমড়া করেন কে তাকে বুঝ দান করবেন।
বিষয়: বিবিধ
১২০৭ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর হ্যা আমি আল্লাহ ও তারঁ প্রিয় রাসুল সা. এরই এজেন্ট।
অপ্রসাঙ্গিক আলোচন না করে দয়া করে জবাব দিয়ে আমার ভূল ভেঙ্গে দিন।
সহমত। মওদুদী নামক একটা ভণ্ড কীটের লেখা দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না।
সহমত। মওদুদী নামক একটা ভণ্ড কীটের লেখা দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না।
পারলে আমার লেখার জবাব দেও। না হয় তওবা করে সঠিক পথে ফিরে এসো।
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তার এত নিক
আরে বেয়াদব!মুসলমান হয়ে মউদুদীর পূজা করছো,লজ্জা লাগে না।
পারলে আমার লেখার জবাব দেও। না হয় তওবা করে সঠিক পথে ফিরে
আরে বেয়াদব!মুসলমান হয়ে মউদুদীর পূজা করছো,লজ্জা লাগে না।
পারলে আমার লেখার জবাব দেও। না হয় তওবা করে সঠিক পথে ফিরে এসো।
মন্তব্য করতে লগইন করুন