মাফ চাই ।
লিখেছেন লিখেছেন সেলাপতি ২৩ আগস্ট, ২০১৬, ১১:০১:৩২ সকাল
আমাকে কেউ যদি বলে চুহাত্তুরের দুর্ভিক্ষ কথা বল
আমি বলব না আমাদের দেশে কোন দুর্ভিক্ষ হয়নি ১৯৭৪ সালে,
তখন কেউ না খেয়ে থাকেনি , কোন অপমৃত্যু হয়নি কোন কংকালসার ছবি কেউ আঁকেনি । জয়নুলের দুর্ভিক্ষের আঁকা ছবি মিথ্যা কল্পনা ছিল ।
কারন তখন মুজিব ক্ষমতায় ছিলেন ।
আমার কাছে কেউ জানতে চেও না সিরাজ শিকদার কিভাবে মারা গেছে কিভাবে তাহলে আমাকে হয়তো বলতে হবে তিনি আত্নহত্য করেছেন ।
প্লিজ জানতে চাইবেন না বাকশাল কি । তাহলে আমাকে বলতে হবে এটি আনন্ত গৌরবের এক নাম । আবার যদি বলেন তাহলে এখন কেন হচ্ছে না বাকশাল তহলে আমাকে নিরুত্তর থাকতে হবে , নয়তো বলতে হবে এখন আমরা বাকশালের কাছাকাছি ।
কোন ভাবেই জানতে চাইবেন না তাজউদ্দিসকে কেন অপমানিত করে বের করে দেয়া হল মন্ত্রী পরিষদ থেকে ?
তাহলে আমাকে তাজউদ্দিন এর অনাকাঙ্খিত মিথ্যা দুর্নাম করতে হবে ।
কারন তখন জাতীর জনকের ক্ষমাতাকাল ছিল ।
বিষয়: বিবিধ
১০১১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন