যে পাখি ঘর বোঝেনা উড়ে বেড়ায় বন বাদাড়ে ভোলা মন মিছে কেন মনের খাঁচায় রাখিস তারে ও পাখি ছন্নছাড়া বাঁধন হারা মানেনা প্রেমের শিকল ও পাখি দশ দুয়ারে, শত মন করে দখল পাখিটার এমন স্বভাব নিজের অভাব পূরণ করে নিজের মত পাখিটা হাসে খেলে অন্তরালে সুনিপূন করে কত ও পাখি ছন্নছাড়া বাঁধন হারা মানেনা প্রেমের শিকল ও পাখি দশ দুয়ারে, শত মন করে দখল যে পাখি ঘর বোঝেনা উড়ে বেড়ায় বন বাদাড়ে ভোলা মন মিছে কেন মনের খাঁচায় রাখিস তারে পাখিটার মতিভ্রমে দমে দমে উড়ি কেবল সংখ্যা গুনে পাখিটা চড় ভেবে নেয় মন হাতিয়ে ব্যাথা দেয় বুঝে শুনে ও পাখি ছন্নছাড়া বাঁধন হারা মানেনা প্রেমের শিকল ও পাখি দশ দুয়ারে, শত মন করে দখল যে পাখি ঘর বোঝেনা
লিখেছেন লিখেছেন নীল আকাশের আবির ২৩ আগস্ট, ২০১৬, ১১:৩৪:৩৬ সকাল
যে পাখি ঘর বোঝেনা
উড়ে বেড়ায় বন বাদাড়ে
ভোলা মন মিছে কেন
মনের খাঁচায় রাখিস তারে
ও পাখি ছন্নছাড়া বাঁধন হারা
মানেনা প্রেমের শিকল
ও পাখি দশ দুয়ারে, শত মন করে দখল
পাখিটার এমন স্বভাব
নিজের অভাব পূরণ করে নিজের মত
পাখিটা হাসে খেলে অন্তরালে
সুনিপূন করে কত
ও পাখি ছন্নছাড়া বাঁধন হারা
মানেনা প্রেমের শিকল
ও পাখি দশ দুয়ারে, শত মন করে দখল
যে পাখি ঘর বোঝেনা
উড়ে বেড়ায় বন বাদাড়ে
ভোলা মন মিছে কেন
মনের খাঁচায় রাখিস তারে
পাখিটার মতিভ্রমে দমে দমে
উড়ি কেবল সংখ্যা গুনে
পাখিটা চড় ভেবে নেয় মন হাতিয়ে
ব্যাথা দেয় বুঝে শুনে
ও পাখি ছন্নছাড়া বাঁধন হারা
মানেনা প্রেমের শিকল
ও পাখি দশ দুয়ারে, শত মন করে দখল
যে পাখি ঘর বোঝেনা
বিষয়: বিবিধ
১৬২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন