বৃষ্টি
লিখেছেন লিখেছেন নীল আকাশের আবির ১৪ আগস্ট, ২০১৬, ১০:৩৮:০০ সকাল
আমার সারাটা দিন মেঘলা আকাশ
বৃষ্টি তোমাকে দিলাম!
শুধু শ্রাবন-সন্ধ্যা টুকু তোমার কাছে
চেয়ে নিলাম!
আমার সারাটা দিন মেঘলা আকাশ......
হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি
বাতাসের বাঁশিতে কান পেতে থাকি!
তাকে কাছে ডেকে
মনের আংগিনা থেকে
বৃষ্টি তোমাকে তবু
ফিরিয়ে দিলাম।
তোমাকে হাতেই হোক রাত্রি রচনা
এ আমার স্বপ্ন সুখের ভাবনা।
চেয়েছি পেতে যাকে
চাইনা হারাতে তাকে
বৃষ্টি তোমাকে তাই
ফিরে চাইনা ... ...
না ... বৃষ্টি চাই বার বার ফিরে পেতে ...শুভ্রতা আনবে যেই বৃষ্টি...
সব কিছু ধুয়ে নিয়ে যাবে ... নাগরিক জীবন বড় ক্লান্তিময় এখন। আর রাস্ট্রীয় জীবন বড় ক্রান্তিময়। তাই বৃষ্টি চাই বার বার ফিরে পেতে ...শুভ্রতা আনবে যেই বৃষ্টি.
বিষয়: বিবিধ
৯০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন