শমশের মবিনকে কি ভাষায় ধমকিয়েছিলেন হানিফ !!!

লিখেছেন লিখেছেন সেলাপতি ২৯ অক্টোবর, ২০১৫, ০৩:২৮:৩৪ দুপুর





প্রথামে ভেবেছিলাম শমশের মবিন পদত্যাগ করার কারন একটাই । তিনি নিশ্চিত হতে পেরেছেন যে আশলে বিএনপি'র আপাতত ক্ষমতায় আসার আশু সম্ভাবনা নাই সো এই দলের কোন পদে বা পাদে থাইকা কোন লাভ নাই । বাচ্ছা-কাচ্ছা নিয়া শুখে শান্তিতে ইজি চেয়ারের জীবনটা আপাতত উপভোগ করা যেতে পারে ।

কিন্তু এখন বুঝলাম বিষয়টি ভিন্ন । আসলে শমসের মবিন ইজ থ্রেটেড বাই মাহবুবুল আলম হানিফ । রাজনীতি ছাড় নয়তো বাচ্ছ কাচ্চা কে জঙ্গি হিসেবে ধরাইয়া দিব ইয়াবা আমদানি কারক হিসেবে ধরিয়ে দেয়া হবে । যেমন করা হয়েছে শেখ মুজিবের হত্যাকারী হিসেবে মেরে ফেলা ভদ্রলোক রশিদের মেয়ের শমশের মবিনের কি এতো সাহস আছে যে এ কথা শুনার পরও রাজনীতি করবে । তাছাড়া এখনতো আর ৭১ না যে মুক্তিযুদ্ধার মতো গর্জে উঠবে । আর মুক্তি যোদ্ধা বলে সবাইকে গনহারে হুজুর মনে করার কিছু নাই । জয়নাল হাজারী , শামিম ওসমান , লক্ষীপুরের মিয়া তাহের , এরা সাবাই বড় মাপের মু.যু কিন্তু এদের মানুষ ডাকাতের চাইতে বেশি ভয় পায় ।

বিষয়: বিবিধ

১৩২৭ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

347691
২৯ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:৪৮
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
৩১ অক্টোবর ২০১৫ সকাল ১০:১৫
288840
সেলাপতি লিখেছেন : ধন্যবাদ ও ভালবাসা আপনাকে । আমাকে উতসাহ দেবার জন্য
347694
২৯ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:২৯
রাহমান বিপ্লব লিখেছেন : মুক্তিযুদ্ধের হাতিয়ার...
৩১ অক্টোবর ২০১৫ সকাল ১০:১৫
288839
সেলাপতি লিখেছেন : প্রফিটেবল প্রজেক্ট হা হা
347703
২৯ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:১৩
শেখের পোলা লিখেছেন : ঘুঁটে পোড়ে গোবর হাঁসে, তারও একদিন আছে শেষে৷পালা বদল হলেই এরা পাওনা পেয়ে যাবে৷
৩১ অক্টোবর ২০১৫ সকাল ১০:১৬
288841
সেলাপতি লিখেছেন : শেখের পোলা আপনার মন্তব্য পড়তে ভাল লেগেছে । কিন্তু বুঝিনি ভাই .
৩১ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৬
288920
শেখের পোলা লিখেছেন : এই সামান্য গ্রাম্য প্রবাদটা নাবুঝেও আপনাকে কে সেনাপতি বানালো খুঁজে দেখা দরকার৷
ঘুঁটে হচ্ছে গোবরের শুকনা রূপ,যা চুলায় রান্নার কাজে পোড়ানো হয়৷ ঘুঁটেকে পুড়তে দেখে গোবর খুশী হয়৷কিন্তু তাকেও যে একদিন শুকিয়ে ঘুঁটে হয়ে পুড়তে হবে তা ভাবেনা৷ আশাকরি বুঝেছেন৷ ধন্যবাদ৷
347713
২৯ অক্টোবর ২০১৫ রাত ০৮:৫৫
চক্রবাক লিখেছেন : এরা রাজনীতিবিদ নাকি খোয়ারের গরু, যে এক ধমকেই কুপোকাত !! Chatterbox
৩১ অক্টোবর ২০১৫ সকাল ১০:১৭
288842
সেলাপতি লিখেছেন : এরা ঝোল খায় , খড় খায় , সর খায় না পেলে সেখানে থাকে না বেশি দিন ।
347721
২৯ অক্টোবর ২০১৫ রাত ০৯:২৭
হতভাগা লিখেছেন : আওয়ামী লীগ ৫০-৬০ বছরের পুরনো ঘাগু দল । পাকিদের সাথে টেক্কা দিয়ে এখন আছে বাংলাদেশের মসনদে । সময়ের সাথে সাথে এরা ভালই দক্ষতা অর্জন করেছে ।

আওয়ামী লীগ পলিটিক্সের পোস্ট-ডক্টরেট ডিগ্রীধারী
৩১ অক্টোবর ২০১৫ সকাল ১০:১৮
288843
সেলাপতি লিখেছেন : ভাল বলেছেন
347722
২৯ অক্টোবর ২০১৫ রাত ০৯:২৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সৎ লোকের রাজনীতি করার দিন শেষ..আপাতত! অনেক ধন্যবাদ
৩১ অক্টোবর ২০১৫ সকাল ১০:১৯
288844
সেলাপতি লিখেছেন : ঘরে বসে থাকলেই সত লোক হবে কেন ?
347725
২৯ অক্টোবর ২০১৫ রাত ১০:০২
আবু জারীর লিখেছেন : এরই নাম আওয়ামিলইগ।
৩১ অক্টোবর ২০১৫ সকাল ১০:১৯
288845
সেলাপতি লিখেছেন : এরই নাম আওয়ামিলইগ।
347728
২৯ অক্টোবর ২০১৫ রাত ১০:২৬
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : এই ভদ্রলোক বি এন পি নয় খালেদা জিয়ার দুর্দিনে ছেড়ে যাওয়াটা যতেষ্ট সন্ধেহের অবকাশ রাখে...দুর্দিনে যারা ছেড়ে যায় তারা আর যাই হোক বন্ধু নামের কেউ নয়... অনেক ধন্যবাদ।
৩১ অক্টোবর ২০১৫ সকাল ১০:১৯
288846
সেলাপতি লিখেছেন : আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : এই ভদ্রলোক বি এন পি নয় খালেদা জিয়ার দুর্দিনে ছেড়ে যাওয়াটা যতেষ্ট সন্ধেহের অবকাশ রাখে...দুর্দিনে যারা ছেড়ে যায় তারা আর যাই হোক বন্ধু নামের কেউ নয়... অনেক ধন্যবাদ।
347732
২৯ অক্টোবর ২০১৫ রাত ১০:৪০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যতটুক জানি শমশের মুবিন ১৯৭১ সালের মার্চ এর শেষ বা এপ্রিলের শুরুতে আহত অবস্থায় গ্রেফতার পাকিস্তান সেনাবাহিনির হাতে। যথারিতি কোর্ট মার্শাল ও শাস্তি হয়। উনিও কি তবে রাজাকার!!!
৩১ অক্টোবর ২০১৫ সকাল ১০:২০
288847
সেলাপতি লিখেছেন : আওয়ামী এটিচুড
১০
347754
৩০ অক্টোবর ২০১৫ রাত ১২:১৯
আব্দুল গাফফার লিখেছেন : রাজনীতিতে শেষ বলে কিছু নেই!আসবে যাবে । অনেক ধন্যবাদ
৩১ অক্টোবর ২০১৫ সকাল ১০:২১
288848
সেলাপতি লিখেছেন : হুম বাট কিছু কিছু ভিন্ন কিছু খোরাক দেয় ।
১১
347803
৩০ অক্টোবর ২০১৫ সকাল ১০:০২
অপি বাইদান লিখেছেন : কোথাও কেউ নেই।
৩১ অক্টোবর ২০১৫ সকাল ১০:২১
288849
সেলাপতি লিখেছেন : না নেই ভরসার কেউ নেই ।
১২
351182
২৪ নভেম্বর ২০১৫ দুপুর ১২:২৭
জাহাঙ্গীর ফারুক লিখেছেন : জি, সেটাই সঠিক বলে মনে হয়। সাহস সবার থাকে না বিশেষত যদি কেউ দীর্ঘদিন আরাম আয়েশের জীবন যাপন করে থাকেন। মিয়া শমশের মবিন চৌধুরী ও সেই কাতারে পরে গেছেন। তাই এখন আর সাহস ধারন করতে পারছেন না। আল্লাহ জাতিকে হেফাজত করুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File