কে রুখবে উন্নয়নের গতি!
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৯ অক্টোবর, ২০১৫, ০৩:১০:৪৮ দুপুর
বোমা মেরে ও ঢিল ছুঁড়ে বর্তমান সরকারের উন্নয়নের গতি রোধ করা সম্ভব না। বিদেশী নাগরিক হত্যা এবং ধর্মীয় অনুষ্ঠানে হামলা চালিয়ে দেশ-বিদেশে সরকারের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা করে লাভ হবে না। স্বার্থান্বেষী কুচক্রী মহল উন্নয়ন কর্মকান্ড ও দেশের অগ্রগতি পছন্দ করে না। জনগণ যখন সুখে-শান্তিতে বসবাস করছে তখন তারা উন্নয়নের প্রয়াস নস্যাতের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দেশে কোন অস্থিরতা সৃষ্টি করে সরকারের নেয়া উন্নয়ন কর্মকান্ড স্থবির যাবে। উন্নয়নের গতি অব্যাহত রাখতে এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে অশুভ শক্তির প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে সরকার। সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানের ফলে সন্ত্রাস ও জঙ্গীবাদ কঠোরভাবে দমন করা হচ্ছে। সরকারের বিভিন্ন উন্নয়ন দেশের অর্থনীতিকে একটি শক্তিশালী অবস্থানে অবস্থান করছে।
বিষয়: বিবিধ
৭৬৯ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরা আছি তোমার সাথে
মন্তব্য করতে লগইন করুন