এ কোন বর্বরতা!!
লিখেছেন লিখেছেন একজন বীর ২৭ এপ্রিল, ২০১৪, ০৭:৪০:১৫ সন্ধ্যা
বন্দুক যুদ্ধের নামে হত্যা করা হল সাতক্ষীরা শহর শিবির সেক্রেটারি আমিনুর রহমানকে। আজ সাতক্ষীরা শহরের একটি ছাত্রাবাসে অভিযান চালাতে গিয়ে পুলিশ এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই নিহত হয় আমিনুর রহমান।
এ ঘটনায় সাতক্ষীরা শহর শিবির সভাপতি সহ গুলিব্দধ হয়েছে আরো ৭ জন।
কিন্তু ঘটনাকে ভিন্ন মোড় দিতে আওয়ামী মিডিয়াগুলি বন্দুকযুদ্ধের গল্প ফাঁদছে।
তবে পুলিশের কথিত বন্দুক যুদ্ধে কোন পুলিশ আহত হয়নি।
এওকি সম্ভব??
শিবিরের ছোড়া ইট-পাটকেল বিফলে যেতে জীবনে কখনো দেখিনি। শিবির গুলি করলে তা বিফলে যায় কি করে??
কেউ নিহত না হয় বুঝলাম কিন্তু আহতও হবেনা!?
একটি সত্যকে ঢাকতে কতগুলো মিথ্যা বলছে তারা?
একটি বর্বরতাকে ঢাকতে কতগুলো বর্বরতা চালাচ্ছে তারা??
বিষয়: বিবিধ
১০৭৬ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিসাসের ব্যাবস্থা শুরু করতে হবে। লাশের পরিবর্তে লাশ।
কারন দেশের কোন অভিভাবক নেই, যার যার দায়িত্বে .।।
নির্বাচনের পরে সরকারের বডি ল্যাংগুয়েজ চেইঞ্জ হয়ে গেছে।
নির্বাচনের আগে থেকে যে আন্দোলনটা চলছিল বিদেশী ও আওয়ামী লিগের ফাঁদে পা না দিয়ে কনটিনিউ করলে সরকার এতদিনে পড়ে যেত। কিন্তু এখন আর সম্ভব না।
মন্তব্য করতে লগইন করুন