এ কোন বর্বরতা!!

লিখেছেন লিখেছেন একজন বীর ২৭ এপ্রিল, ২০১৪, ০৭:৪০:১৫ সন্ধ্যা

বন্দুক যুদ্ধের নামে হত্যা করা হল সাতক্ষীরা শহর শিবির সেক্রেটারি আমিনুর রহমানকে। আজ সাতক্ষীরা শহরের একটি ছাত্রাবাসে অভিযান চালাতে গিয়ে পুলিশ এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই নিহত হয় আমিনুর রহমান।

এ ঘটনায় সাতক্ষীরা শহর শিবির সভাপতি সহ গুলিব্দধ হয়েছে আরো ৭ জন।

কিন্তু ঘটনাকে ভিন্ন মোড় দিতে আওয়ামী মিডিয়াগুলি বন্দুকযুদ্ধের গল্প ফাঁদছে।

তবে পুলিশের কথিত বন্দুক যুদ্ধে কোন পুলিশ আহত হয়নি।

এওকি সম্ভব??

শিবিরের ছোড়া ইট-পাটকেল বিফলে যেতে জীবনে কখনো দেখিনি। শিবির গুলি করলে তা বিফলে যায় কি করে??

কেউ নিহত না হয় বুঝলাম কিন্তু আহতও হবেনা!?

একটি সত্যকে ঢাকতে কতগুলো মিথ্যা বলছে তারা?

একটি বর্বরতাকে ঢাকতে কতগুলো বর্বরতা চালাচ্ছে তারা??

বিষয়: বিবিধ

১০৭৬ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

214018
২৭ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৫
মাজহার১৩ লিখেছেন : প্রতিরোধ শুরু না করলে গুলি খেয়ে মরতে হবে।
কিসাসের ব্যাবস্থা শুরু করতে হবে। লাশের পরিবর্তে লাশ।
কারন দেশের কোন অভিভাবক নেই, যার যার দায়িত্বে .।।
214028
২৭ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৯
একজন বীর লিখেছেন : কিসাসের জন্য ইসলামী রাষ্ট্র হওয়া শত্য। ইসলামী রাষ্ট্র ছাড়া কিসাস করা যায়না। এজন্য দেখুন রাসূল (সঃ) এর মাক্কী যুগে কোন কিসাসের ঘটনা নেই।
২৭ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪০
162292
মাজহার১৩ লিখেছেন : তাহলে সমাধান কি? শুধুই কি লাশ হয়ে ফিরে যাওয়া।
নির্বাচনের পরে সরকারের বডি ল্যাংগুয়েজ চেইঞ্জ হয়ে গেছে।
নির্বাচনের আগে থেকে যে আন্দোলনটা চলছিল বিদেশী ও আওয়ামী লিগের ফাঁদে পা না দিয়ে কনটিনিউ করলে সরকার এতদিনে পড়ে যেত। কিন্তু এখন আর সম্ভব না।
214041
২৭ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪৮
রায়হানমোসি লিখেছেন : মক্কীযুগ বানানো একটা কাপুরুষতা। একটা লাশের বদলে ২০টা লাশ ফেলতে পারলেই বিজয় আসবে ইনশাআল্লাহ।
214051
২৭ এপ্রিল ২০১৪ রাত ০৮:৫৮
সুমাইয়া হাবীবা লিখেছেন : ভাই, আতেঁল, বুদ্ধিজীবিদের কথায় কান দেবেননা। সবর করুন। হকের উপর থাকুন। আন্দোলন সফল করার দায়িত্ব আল্লাহর। বাট নিহেজকে সফল করার দায়িত্ব আপনার। কারন হক পথের উপর হক চিন্তার উপর প্রতিষ্ঠিত থাকার উপর আপনার চূড়ান্ত সফলতা নির্ভর করছে। আল্লাহকে তো অবশ্যই দেখে নিতে হবে কে প্রকৃত মুমীন।
214080
২৭ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪৬
প্যারিস থেকে আমি লিখেছেন : প্রতিশোধ আর প্রতিরোধ এখনই দরকার।
214088
২৭ এপ্রিল ২০১৪ রাত ১০:১৯
একজন বীর লিখেছেন : মাজহার ভাই, আমরা আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে হবে আল্লাহর পক্ষ থেকে এরকম কোন দায়িত্ব আমাদের দেয়া হয়নি। তার নির্দেশ মত কাজ করাই আমাদের প্রধান কাজ। রাসূল (সঃ) এর জীবনী পর‍্যালোচনা করলে দেখা যায় আমরা এখন মাক্কী যুগের প্রাথমিক স্তরে অবস্থান করছি। আর মাক্কি যুগে কিসাস বা জিহাদের কোন আয়াত নাজিল হয়নি। তাই মাক্কি যুগে সাহাবীরা শুধু মারই খেয়েছেন, প্রতিরোধ করেননি। আল্লাহর রাসূল (সঃ) ও মাক্কী যুগে মার খেয়েছেন কিন্তু কোন প্রতিরোধ করার আয়াত কি নাজিল হয়েছে??
২৭ এপ্রিল ২০১৪ রাত ১০:৩৪
162330
মাজহার১৩ লিখেছেন : এখন যে মক্কী যুগ এটা কিভাবে বুঝলেন?
214169
২৮ এপ্রিল ২০১৪ সকাল ০৮:০৭
একজন বীর লিখেছেন : রাসূল (সঃ) এর সীরাতের সাথে বর্তমান পরিস্থিতি মিলালেই বুঝবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File