ইতিহাসের দোলাচলনে বিভ্রান্ত তরুন সমাজ!! মুক্তি কি নেই?
লিখেছেন লিখেছেন একজন বীর ২১ এপ্রিল, ২০১৪, ০৯:৫১:৩৩ সকাল
বেশ কয়েকদিন যাবত এক ছোটভাই খুব জ্বালাতন করছিল। তার নতুন প্রকাশিত একটি ম্যাগাজিনে একটা লেখা দেয়ার জন্য। কিন্তু সময়ের কারনে লেখাটা সম্ভব হয়ে উঠছিল না। একদিন সন্ধায় আমার বাসায় এসেও তাগিদ দিয়ে গেল।
ত জিজ্ঞেস করলাম কোন বিষয়ের উপর লেখবো? সে বলল বাংলাদেশের মুক্তিযোদ্ধের ইতিহাস নিয়ে লেখতে। মনে মনে খুব একটা হোছোট খেলাম। জীবনে অনেক লেখা ম্যাগাজিনে স্থান পেয়েছে। কিন্তু ইতিহাস নিয়ে লেখার সাহস কখনো করিনি। কারন আমি ইতিহাসের শুধু একজন পাঠক, লেখক নয়। ইতিহাস পড়ে আনন্দ পাই, লিখে নয়।
কেন ইতিহাস লিখতে আমার আপত্তি? তার মূল কারন হলো বাংলাদেশের ২ টি রাজনৈতিক দলের ইতিহাস নিয়ে বিরোধের কারনে সঠিক ইতিহাসটা লিখতে ভয়ই পাচ্ছি। কারন পাছে আবার আমাকে রাজাকার, স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে মামলা ঝুলিয়ে দেয়।
আমারা বাংলাদেশীরা এমন এক হতভাগ্য জাতী যে জাতী এখনো এ নিয়ে বিতর্ক করে কবে আমাদের স্বাধীনতার ঘোষনা দেয়া হয়েছিল? আমারা এখনো বিতর্ক করি কে আমাদের স্বাধীনতার ঘোষনা দিয়েছিল? আমরা এখনো সঠিক জানিনা কে বাংলাদেশের ১ম রাষ্ট্রপতি। এটা কি জাতীর জন্য দূরভাগ্যজনক ন্য?
আমরা পৃথিবীর এমন একটা অদ্ভুত জাতী যারা স্বাধীনতার ৪২ বছর পরেও স্বাধীনতার পক্ষ বিপক্ষ ভাগ হয়ে আছি, অথছ আমাদের মুক্তিযুদ্ধের দলিলে লেখা ভারত-পাকিস্তান যুদ্ধ!!
তাই ইতিহাসের এই দোলাচলনে আমাদের তরুন সমাজ আজও ইতিহাস নিয়ে বিভ্রান্ত! এই বিভ্রান্তি থেকে মুক্তি পাওয়া কি আদো সম্ভব??
বিষয়: বিবিধ
৯৯০ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন