বিক্ষিপ্ত ভাবনা ২, সময় আপেক্ষিক
লিখেছেন লিখেছেন খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ ০১ সেপ্টেম্বর, ২০১৪, ০২:২৫:২৩ দুপুর
১৯০৫ সালে বিজ্ঞানী অলবার্ট আইনস্টাইন বলেন, স্থান কাল ও জড় আপেক্ষিক। এই মতবাদটি ১৯১৫ সালে প্রতিষ্টিত হয়ে যায়। এই তথ্যকে আপেক্ষিক তথ্য বলে।
সময় সব স্থানে একই নিয়মে চলে না। দ্রুত গতিতে ভ্রমন রত ঘড়ির সময় চলে খুব ধীরে। আর সাধারণ ঘড়ির সময় চলে স্বাভাবিকভাবে। যেমন আলোর গতিতে বা তার কাছাকাছি গতিতে যদি কেও ভ্রমন করে তার ঘড়িতে যে সময় কয়েক দিন অতিবাহিত হয়েছে, একই সময় পৃথিবীর ঘড়িতে অতিবাহিত হয়ে গেছে কয়েক হাজার বছর।
আবার বিভিন্ন স্থানে সময় চলে বিভিন্ন নিয়মে। যেমন কয়েক লাখ আলোকশবর্ষ দূরের কোনো গ্রহ বা নক্ষত্র থেকে যদি আমাদের পৃথিবীকে দেখা হয়, তাহলে দেখা যাবে যে আমাদের পৃথিবীর সব কিছুই খুব দ্রুত চলছে। আর যদি আমরা কয়েক লাখ আলোকবর্ষ দূরের কোনো গ্রহ বা নক্ষত্রের দিকে সরাসরি দেখতে পারি তাহলে মনে হবে ওখানের সব কিছুই যেন খুব ধীর গতিতে চলছে। আবার কোনো কোনো স্থানে ঠিক এর বিপরীত হতে পারে।
হতে পারে ওখানকার এক দিন আমাদের পৃথিবীর পঞ্চাশ হাজার বছরের সম অথবা হতে পারে এর বিপরীত। এক দিকের এক দিন অন্য দিকের হাজার বছর হতে পারে। এই তথ্য যেহেতু বিজ্ঞানস্বীকৃত তাহলে বলা যায়, অনেক দূর বা অনেক দিন অন্য কোথাও ঘুরে, পৃথিবীতে আবার একই সেকেন্ডে চলে আসা একেবারেই বিজ্ঞানসম্মত ও বিশ্বাস্য একটি বিষয়। হয়ত এটিই হয়েছিল মেরাজের সময়। আল্লাহ ভাল জানেন।
চলবে....
বিষয়: বিবিধ
১১০৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন