বাংলাদেশ, ছাত্রলীগ, ইতিহাস -প্রধানমন্ত্রীর দাবী

লিখেছেন লিখেছেন ইবনে আহমাদ ০১ সেপ্টেম্বর, ২০১৪, ০২:০৯:২৩ দুপুর

দেশের বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন -

ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস।

প্রশ্ন হল -

৬৯ বা ৭০ এবং তারপর ৭১ এর ছাত্রলীগের ইতিহাস হয় কিভাবে লিখবো।

চীনপন্থী,ভারতপন্থী,মস্কোপন্থী ইত্যাদির সমীকরণ করবো কিভাবে?

কোন ছাত্রলীগ - মতিয়া - ইনু মেনন - রব - ফিরোজ রশীদ - না তোফায়েল? কোন ছাত্রলীগের ইতিহাস - বাংলাদেশের ইতিহাস।

আজকের ছাত্রলীগ বা ৭১ পরবর্তী ছাত্রলীগের কর্মকান্ড কিভাবে মূল্যায়ন করবো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শহীদ আব্দুল মালেকের হত্যাকারীরা তো এখন ও আপনার ডানে বামে আছে। তখন তারা ছাত্রলীগ করতো। এদের ইতিহাস কিভাবে লিখবো বলুন -

খুনী - হত্যাকারী - না কিলারলীগের সদস্য।



আমাদের প্রধানমন্ত্রী কোন ছাত্রলীগকে বলছেন - আমাদের ইতিহাস -

=============================

যারা আপন সংগঠনের ছাত্রদেরকে তিন তলা থেকে ফেলে দেয়?

আপন সংগঠনের মেয়েদেরকে নেতাদের কাছে পাঠায় লীগলিলা সম্পাদনের জন্য?

আপন সংগঠনের ছাত্রদের হাত পাযের রগ কেটে অন্যের ওপর চাপায়?

=============================

মাননীয় প্রধানমন্ত্রী মেহেরবানী করে বলূন -

আপনার মায়ের নামে করা ছাত্রী হলে বন্ধী ছাত্রীরা আপনার এই ইতিহাস চর্চাকে কিভাবে নেবে?

(বেগম ফজিলাতুন নেছা হলে ছাত্রীদেরকে আটকে রাখে যাতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে লোকসংখ্যা বেশী দেখানো যায়।)

ইডেন কলেজের ছাত্রী - যাদেরকে নেতাদের বাসায় জোর করে পাঠাতো ছাত্রলীগের ধর্ষন শাখার নেত্রীরা। তারা কিভাবে নেবে বলূন - আপনার এই ইতিহাস চর্চা।

===========================

মাননীয় প্রধানমন্ত্রী -

একসময় আমরা ও ছাত্র ছিলাম।

প্লিজ -এবার থামুন - বাংলাদেশ শুধু আপনার নয়।অবশ্য আপনার পিতার ও নয়।জনগন আপনার পরিবারকে ফ্যসিষ্ট পরিবার বলে ডাকা শুরু হয়েছে।অবশ্য ৭৫ পূর্ব সময়ে বাকশাল বলে গালি দিত। আজ আপনার পরিবারকে বাংলাদেশের ফ্যসিষ্ট পরিবার বলে গালি দেয়।

===========================

আপনার দলের নর্দমার কীটদের ইতিহাসের সাথে ছাত্র সমাজকে মিলাবেন না।

যারা আপন শিক্ষককে মেরে হাসাপাতালে পাঠায় -

যারা আপন জন্মদাতাকে নেশা করার পয়সার জন্য মারতে পারে -

যারা আপন দলের ছাত্র / ছাত্রীদেরকে দিয়ে বেশ্যালয় চালায় - (ইডেন কলেজ এবং ঢাকার অভিজাত এলাকার চিত্র যা একুশে টিভিতে প্রচার করা হয়েছিল।)

তাদেরকে আমাদের গৌরবগাথা ছাত্র সমাজের ইতিহাস বানাবেন না।

===========================

মাননীয় প্রধানমন্ত্রী

ছাত্রলীগের ইতিহাস হল - ছাত্রলীগ। তার কোন বিকল্প নেই।

==================================

নিজ ঘরের আবর্জনা সবার ঘরে ছড়িয়ে দিবেন না।

ছাত্রলীগের জন্য আমরা খুবই লজ্জিত,আমরা অসম্মনিত।

ইতিহাস বানাবেন না - ওরা মানুষ না - ওরা ছাত্রলীগ।

====================================


বিষয়: বিবিধ

১৯৭৪ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

260361
০১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৫০
আবু ফারিহা লিখেছেন : মানুষ যখন দিশেহারা হয় তখনই অাবুল তাবুল বকতে থাকে। ওদের চোখ কালো পর্দায় ঢাকা। তাই কুত্তালীগের কুকর্ম চোখে পড়ছেনা।
260375
০১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:১৮
ইবনে আহমাদ লিখেছেন : এদের ইতিহাস যদি আমার প্রিয় বাংলাদেশের ইতিহাস হয় - তাহলে আগামীর প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না।
260376
০১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:২৯
সন্ধাতারা লিখেছেন : Salam vaiya. You have raised the truth what Al are doing. Jajakallah for wonderful writing.
০১ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৬
204130
ইবনে আহমাদ লিখেছেন : আপনাকে ও মোবারকবাদ।

260378
০১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৯
হতভাগা লিখেছেন :
শিক্ষা , শান্তি , প্রগতি

ছাত্রলীগের মূলনীতি
০১ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৭
204132
ইবনে আহমাদ লিখেছেন : মূলনীতির সাথে একমত। কিন্তু বর্তমান অবস্থা ?????????????????।
260379
০১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪২
কাহাফ লিখেছেন : হিটলারদেরও ইতিহাস আছে,যদিও তা কুখ্যাতির।তেমনি ছাত্রলীগের টাও। হাসিনার থেকে এর চেয়ে ভালো বক্তব্য আশা করেন........?
০১ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৮
204134
ইবনে আহমাদ লিখেছেন : সবটাই ইতিহাস। তবে কিছু আছে ইতিহাসের নামে পাতিহাস।
260393
০১ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:২২
মেঘ ভাঙা রোদ লিখেছেন : ছাত্রলীগ আমার অহংকার আমার গর্ব।
০১ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৫০
204136
ইবনে আহমাদ লিখেছেন : ছাত্রলীগ নামটা গর্ব করার মত হতে পারে।একমত হওয়া যায়।
260399
০১ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৪১
আমি মুসাফির লিখেছেন : নিজ ঘরের আবর্জনা সবার ঘরে ছড়িয়ে দিবেন না।
ছাত্রলীগের জন্য আমরা খুবই লজ্জিত,আমরা অসম্মনিত।
ইতিহাস বানাবেন না - ওরা মানুষ না - ওরা ছাত্রলীগ।

০১ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৫১
204138
ইবনে আহমাদ লিখেছেন : ওরা মানুষ না ওরা ছাত্রলীগ।
260410
০১ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:২৫
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : চোত্রলীগের ইতিহাস নাকি মূত্রলীগের ইতিহাসের কথা ফরমাইতেছেন আমাগো তলাভাঙ্গা পরাধীনমন্ত্রী! মাঠির কলসির হান্দা ভাইঙ্গা গেলে জোড়াতালি দেওন যায়। মাগার তলা ভেঙ্গে গেলে হেইডারে আর জোড়াতালি দিয়ে ঠিক করণ যায় না। কিসিঞ্জার কাক্কু হেইডারে কইছিল তলাবিহীন ঝুড়ি। আমাগো পরাধীনমন্ত্রী দীর্ঘদিনের রাজনীতি চর্চার ফসল অইলো গিয়া আজকের বাংলাদেশের তলাকানা করা অসভ্যলীগ ওরফে চোত্রলীগ।
০১ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৪
204141
ইবনে আহমাদ লিখেছেন : জবাব নাই - জব্বর একখান হাছা কথা কইছেন।
260422
০১ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইতিহাস আসলে কি নয় সেটা নিয়েই চিন্তা!!!!
ছাত্রলিগ ও ইতিহাস আবার শামিম ওসমান ও তাই। কিন্তু আসলে প্রকৃত ইতিহাস কি???
১০
260440
০১ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
শেখের পোলা লিখেছেন : ওরা ইতিহাসে হাসিনার পোষ্যলীগ হয়েই থাকবে৷
১১
260615
০২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:২৯
ভিশু লিখেছেন : সাধারন ছাত্রদের জন্য, শিক্ষকদের জন্য, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, পাড়ার জন্য, সমাজের জন্য অভিশাপ!
১২
260769
০২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪০
প্রবাসী মজুমদার লিখেছেন : বাংলাদেশের ইতিহাসে ঘৃন্যতম দুটি দল, একটি ছাত্রলীগ আর দ্বিতীয়টি আওয়ামীলীগ। বাংলাদেশে যত লুইচ্চা, বদমাইশ সন্ত্রাসী সব আওয়ামীলীগ আর ছাত্রলীগের সদস্য। ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে ছাত্রলীগের চরিত্র তুলে ধরার জন্য।
১৩
261641
০৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:১৩
ইবনে আহমাদ লিখেছেন : আপনাকে মেবারকবাদ। মাসের ৫ তারিখ ঠিক আছে তো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File