বাংলাদেশ, ছাত্রলীগ, ইতিহাস -প্রধানমন্ত্রীর দাবী
লিখেছেন লিখেছেন ইবনে আহমাদ ০১ সেপ্টেম্বর, ২০১৪, ০২:০৯:২৩ দুপুর
দেশের বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন -
ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস।
প্রশ্ন হল -
৬৯ বা ৭০ এবং তারপর ৭১ এর ছাত্রলীগের ইতিহাস হয় কিভাবে লিখবো।
চীনপন্থী,ভারতপন্থী,মস্কোপন্থী ইত্যাদির সমীকরণ করবো কিভাবে?
কোন ছাত্রলীগ - মতিয়া - ইনু মেনন - রব - ফিরোজ রশীদ - না তোফায়েল? কোন ছাত্রলীগের ইতিহাস - বাংলাদেশের ইতিহাস।
আজকের ছাত্রলীগ বা ৭১ পরবর্তী ছাত্রলীগের কর্মকান্ড কিভাবে মূল্যায়ন করবো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শহীদ আব্দুল মালেকের হত্যাকারীরা তো এখন ও আপনার ডানে বামে আছে। তখন তারা ছাত্রলীগ করতো। এদের ইতিহাস কিভাবে লিখবো বলুন -
খুনী - হত্যাকারী - না কিলারলীগের সদস্য।
আমাদের প্রধানমন্ত্রী কোন ছাত্রলীগকে বলছেন - আমাদের ইতিহাস -
=============================
যারা আপন সংগঠনের ছাত্রদেরকে তিন তলা থেকে ফেলে দেয়?
আপন সংগঠনের মেয়েদেরকে নেতাদের কাছে পাঠায় লীগলিলা সম্পাদনের জন্য?
আপন সংগঠনের ছাত্রদের হাত পাযের রগ কেটে অন্যের ওপর চাপায়?
=============================
মাননীয় প্রধানমন্ত্রী মেহেরবানী করে বলূন -
আপনার মায়ের নামে করা ছাত্রী হলে বন্ধী ছাত্রীরা আপনার এই ইতিহাস চর্চাকে কিভাবে নেবে?
(বেগম ফজিলাতুন নেছা হলে ছাত্রীদেরকে আটকে রাখে যাতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে লোকসংখ্যা বেশী দেখানো যায়।)
ইডেন কলেজের ছাত্রী - যাদেরকে নেতাদের বাসায় জোর করে পাঠাতো ছাত্রলীগের ধর্ষন শাখার নেত্রীরা। তারা কিভাবে নেবে বলূন - আপনার এই ইতিহাস চর্চা।
===========================
মাননীয় প্রধানমন্ত্রী -
একসময় আমরা ও ছাত্র ছিলাম।
প্লিজ -এবার থামুন - বাংলাদেশ শুধু আপনার নয়।অবশ্য আপনার পিতার ও নয়।জনগন আপনার পরিবারকে ফ্যসিষ্ট পরিবার বলে ডাকা শুরু হয়েছে।অবশ্য ৭৫ পূর্ব সময়ে বাকশাল বলে গালি দিত। আজ আপনার পরিবারকে বাংলাদেশের ফ্যসিষ্ট পরিবার বলে গালি দেয়।
===========================
আপনার দলের নর্দমার কীটদের ইতিহাসের সাথে ছাত্র সমাজকে মিলাবেন না।
যারা আপন শিক্ষককে মেরে হাসাপাতালে পাঠায় -
যারা আপন জন্মদাতাকে নেশা করার পয়সার জন্য মারতে পারে -
যারা আপন দলের ছাত্র / ছাত্রীদেরকে দিয়ে বেশ্যালয় চালায় - (ইডেন কলেজ এবং ঢাকার অভিজাত এলাকার চিত্র যা একুশে টিভিতে প্রচার করা হয়েছিল।)
তাদেরকে আমাদের গৌরবগাথা ছাত্র সমাজের ইতিহাস বানাবেন না।
===========================
মাননীয় প্রধানমন্ত্রী
ছাত্রলীগের ইতিহাস হল - ছাত্রলীগ। তার কোন বিকল্প নেই।
==================================
নিজ ঘরের আবর্জনা সবার ঘরে ছড়িয়ে দিবেন না।
ছাত্রলীগের জন্য আমরা খুবই লজ্জিত,আমরা অসম্মনিত।
ইতিহাস বানাবেন না - ওরা মানুষ না - ওরা ছাত্রলীগ।
====================================
বিষয়: বিবিধ
১৯৭৪ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছাত্রলীগের জন্য আমরা খুবই লজ্জিত,আমরা অসম্মনিত।
ইতিহাস বানাবেন না - ওরা মানুষ না - ওরা ছাত্রলীগ।
ছাত্রলিগ ও ইতিহাস আবার শামিম ওসমান ও তাই। কিন্তু আসলে প্রকৃত ইতিহাস কি???
মন্তব্য করতে লগইন করুন