বিশ্ব ইসলামী আন্দোলন ও নেতৃবৃন্দের শিক্ষাগত যোগ্যতা (১)
লিখেছেন লিখেছেন এরবাকান ২৭ জুলাই, ২০১৫, ০৫:২২:৩০ বিকাল
মিল্লি গুরুশ (তুরস্ক)
প্রতিষ্ঠাকাল : ১৯৬৯
প্রতিষ্ঠাতা: প্রফেসর ডঃ নাজমুদ্দিন এরবাকান
প্রতিষ্ঠাতার শিক্ষাগত যোগ্যতা
ইস্তানবুল টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ব্যাচেলর ডিগ্রী অর্জন করেন G.P.A 3.96 আজ পর্যন্ত কেও এই রেকর্ড ভাঙতে পারেনি। জার্মানির বিখ্যাত Aachen University থেকে PhD ডিগ্রী লাভ করেন। জার্মানি থেকে ফিরে এসে Istanbul Technical University তে সহকারী অধ্যাপক হিসাবে যোগ দানকরেন। ১৯৬৯ সালের আগ পর্যন্ত শিক্ষকতার সাথে যুক্ত ছিলেন।
আবিষ্কার
বিশ্ব বিখ্যাত লিওপারড ট্যাঙ্ককে আধুনিকায়ন করেন এবং জার্মানির শিল্পায়নের জন্য নতুন থিউরি প্রদান করেন। তেল আবিবে হামলার জন্য অনেক প্রযুক্তি আবিষ্কার করেন। মুসলিম বিশ্বের প্রতিরক্ষার জন্য অনেক নতুন নতুন অস্র আবিষ্কার করেন।তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ গণিতবিদ েক্ষপনাস্র বিদ্যায় এক নতুন দিগন্তের সুচনা করেন।
তিনি একজন বিজ্ঞানী হলেও তিনি ছিলেন একজন বড় অর্থনীতিবিদ তুরস্কের অর্থনীতির উন্নয়নের জন্য তিনি একজন রোলমডেল।IMF, World Bank এবং অন্যান্য ইয়াহুদি লবির অর্থ ছাড়া কিভাবে সুদ মুক্ত ন্যায়ভিত্তিক অর্থনীতি বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন করা সম্ভব ও বিশ্বের বুকে মাথা তুলে দাড়িয়ে থাকা যায় তা তিনি মাত্র ১১ মাস প্রধান মন্ত্রী থাকাকালেই দেখিয়ে দিয়েছিলেন।
বর্তমান অবস্থা মিল্লি গুরুশের রাজনৈতিক শাখা হল সাদেত পার্টি। এর আগে মিল্লি গুরুশের ৪ টি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়। তুরস্কের পঞ্চম বৃহৎ দল। সর্বশেষ প্রাপ্ত ভোট ২. ৬% ইউরোপের অন্যতম বৃহৎ ইসলামী সংগঠন।বালকান অঞ্চল এবং ইউরোপে প্রভাবশালী ইসলামী আন্দোলন।
বর্তমান দলীয় প্রধান
প্রফেসর ডঃ মুস্তাফা কামালাক
শিক্ষাগত যোগ্যতা
আইন এবং অর্থনীতি বিভাগের প্রফেসর। তুরস্কের অন্যতম সেরা আইনজীবী।
বিষয়: বিবিধ
১২৯৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন