পিতা-মাতার অবাধ্য সন্তানদেরকে দুনিয়া ও আখেরাতের করুন পরিণত ভোগ করতে হবে।

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ২৭ জুলাই, ২০১৫, ০৪:৪৫:৪৬ বিকাল

পিতা-মাতার অবাধ্য সন্তানদেরকে দুনিয়া ও আখেরাতের করুন পরিণত ভোগ করতে হবে। যে কোন অপরাধের শাস্তি আল্লাহ তায়ালা ইচ্ছা করলে কিয়ামতে দিবেন।

কিন্তু পিতা-মাতার অবাধ্য হলে ( ইসলামের দৃষ্টিতে) তার শাস্তি দুনিয়াতেই শুরু হয়ে যাবে। আর আখেরাতেতো আছেই। দুনিয়াতে শাস্তি সমূহের মধ্যে অন্যতম হচ্ছে, যেমন, তার রিযক সংকীর্ণ হয়ে যাবে, বরকত থাকবে না।

নির্দিষ্ট হায়াতের পূর্বেই মারা যেতে পারে। তার আমল আসমানের উপরে যাবে না। আল্লাহ তার ওপর রাগান্বিত থাকবেন। তার আপন জনেরা ও প্রতিবেশীরা তাকে ভাল বাসবেনা।

তার প্রতি আল্রাহ, ফেরেশ্তাগণ ও মুমিনদের পক্ষ থেকে লা‘নত বর্ষিত হবে। তার কোন দোয়া কবুল হবে না। তার নিজের সন্তানরাও তার অবাধ্য হবে। সর্বশেষ তার মৃত্যুর সময় তাকে শাস্তি দেয়া হবে।

আখেরাতে শাস্তি সে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি দিবেন্না। এই যদি হয় তাদের অবস্থা , তাহলে এধরনের সন্তানদের দ্বারা সমাজ ও রাষ্ট্রের বিপর্যায় ছাড়া আর কি আশা করা যেতে পারে?

যার বাস্তব উদাহরণ আজকের বাংলাদেশের সামাজিক পরিস্থিতি। কোন মায়ের সৎ সন্তান কি পারে অন্য মেয়েদের মান-সম্মান ও ইজ্জত নিয়ে ছিনি-মিনি খেলতে?

কোন সন্তান কি পারে তার বাপ-মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে? শুধু ওয়াজ-নছিহত দ্বারা কি এটা পরিবর্ত ন সম্ভব? যে কাজটি করলে এ ব্যধী দূর করা সম্ভব,আমরা অধিকাং মুসলমান এমন কি আজকের একশ্রেণীর আলেমগণই সে কাজের ধারের কাছেও আসছিনা।

দায়িত্ব পালনে অবহেলা করলে এ শাস্তি থেকে আমরাও পরিত্রাণ পাব না। কিয়ামতে আল্লাহর আদালতে জবাব দেহি করতে হবে। আল্লাহর নিকট জবাব দেহি করা কারো পক্ষে সম্ভব না। কাজেই আসুন ! দায়িত্ব পালনে আদর্শ সমাজ গঠনে ময়দানে ভূমিকা রাখি।

বিষয়: বিবিধ

২৯৪৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331999
২৭ জুলাই ২০১৫ বিকাল ০৫:০৭
হতভাগা লিখেছেন : কোন সৎ মেয়ে কি পারে অন্যের মায়ের সাথে দূর্ব্যবহার করতে ? ছেলেকে বাধ্য করতে মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে ?
২৮ জুলাই ২০১৫ দুপুর ০২:১৮
274456
কুয়েত থেকে লিখেছেন : মা সে তো মা দুনিয়ার সকল নেয়ামতের চেয়ে সেই উত্তম। যারা ইসলামের সামান্য জ্ঞান রাখে তারা বাবা মায়ের প্রতি অবহেলা করতেই পারেনা। ওরাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ট সম্পদ তাদের ত্যাগের বিনিময়েই আমাদের বড় হওয়া। আপনাকে ধন্যবাদ
২৮ জুলাই ২০১৫ দুপুর ০২:৩৮
274463
হতভাগা লিখেছেন :
কোন মায়ের সৎ সন্তান কি পারে অন্য মেয়েদের মান-সম্মান ও ইজ্জত নিয়ে ছিনি-মিনি খেলতে?


যারা ইসলামের সামান্য জ্ঞান রাখে তারা বাবা মায়ের প্রতি অবহেলা করতেই পারেনা।



০ প্রথমে ছেলেদেরকে বুঝিয়েছেন , পরে সবাইকে বুঝিয়েছেন । মেয়েদেরকে একক ভাবে কোথাও ইনডিকেট করেন নি , যেটা প্রথমে ছেলেদেরকে বুঝিয়েছেন ।

মায়েদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাতে ছেলেরা বাধ্য হয় বউয়েদের কূটনামীর কারণে ।

আপনাদের কথায় মনে হয় যে, অন্যায় যে করে সেই দোষী । যে অন্যায়ের জন্য প্ররোচিত করে তার কোন দোষ নেই ।

একচোখা নীতিতে চললে তো কোন সমস্যাই সমাধান করা যাবে না ভাই ।
২৮ জুলাই ২০১৫ দুপুর ০৩:০০
274467
কুয়েত থেকে লিখেছেন : ভাই সন্তান মানেই ছেলে মেয়ে উভয়। সৎ সন্তান যারা তারাতো পিতা মাতার সাথে অসৎ ব্যবহার তো দূরের কথা উঁফ সব্দটিও পিতা মাতার সামনে উচ্ছারণ করতে পারেনা। আর একটি কথা মনে রাখতে হবে মা বাবা আপনার খেদমত আপনি করবেন আমার মা বাবার খেদমত আমি করবো। এখন আমরা কি করি সব টুকি স্ত্রীকে দিয়েই করাতে চাই। স্ত্রীকে উপদেশদিন আপনার মা বাবাতো আপনার স্ত্রীর শশুর শাশুড়ী। দায় কিন্তু আপনার আমার আপনাকে অনেক অনেক ধন্যবাদ
332084
২৭ জুলাই ২০১৫ রাত ১১:৩৩
আবু জারীর লিখেছেন : রব্বির হামহুমা কামা রব্বায়ানি ছাগিরা।
২৮ জুলাই ২০১৫ দুপুর ০২:২২
274458
কুয়েত থেকে লিখেছেন : হে আল্লাহ! আমাদের মাতা পিতার প্রতি রহম করুন তারা যে ভাবে ছোট কালে আমাদের প্রতি রহম করেছিল। আল্লাহুম্ম তাকাব্বাল দোয়াআনা।আপনাকে অসংখ্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File