মিথ্যা কথা, ওবামা হাসিনার ডিজিটাল বাংলাদেশের প্রশংসা করেননি
লিখেছেন লিখেছেন আহমেদ ফিরোজ ২৭ জুলাই, ২০১৫, ০৫:৩৬:৩৭ বিকাল
ভিনদেশি কেউ যখন আমার প্রিয় বাংলাদেশের প্রশংসা করে তখন অবশ্যই গর্বে বুকটা ভরে যায়। কারন আমি এই প্রশংসিত দেশটির গর্বিত নাগরিক।
কিন্তু যখন কেউ প্রশংসা না করলেও মিথ্যাভাবে প্রচার করা হয় যে তিনি বাংলাদেশের প্রশংসা করেছেন, তখন লজ্জায় মাথা নত হয়ে আসে!!
কারন এই মিথ্যাচারের কারনে আমার প্রিয় বাংলাদেশ এবং এদেশের মানুষগুলোই অপমানিত হয়।
সম্প্রতি কেনিয়াতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এক বক্তৃতায় নাকি বাংলাদেশের ভুয়সী প্রশংসা করেছেন!! একটি টিভি চ্যানেল(সম্ভবত সময় টিভি), কয়েকটি দৈনিক এবং অসংখ্য অনলাইন মিডিয়ায় ব্যপকভাবে প্রচার হতে থাকে এই প্রশংসার খবর।
ওবামা কোন বিষয়ে প্রশংসা করেছেন? ওবামা নাকি বলেছেন, বর্তমানে জিম্বাবুয়ে থেকে শুরু করে বাংলাদেশ তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। দৈনন্দিন জীবন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত এসব দেশে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে!!
দৈনিক সকালের খবরের অনলাইন ভার্সনে তো উচ্ছ্রাসের অভাবই নেই। তারা লিখেছেন, বাংলাদেশের ভূয়সী প্রশংসায় মাতলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বাংলাদেশের নির্বাচনে ডিজিটাল পন্থা অবলম্বনের সাফাই গেয়েছেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর এ ব্যাক্তি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশকে কেনিয়ার মানুষের জন্য উদাহরণ হিসেবে টানলেন তিনি।
সময় টিভির অনলাইন ভার্সনে ‘কেনিয়ায় বাংলাদেশের প্রশংসায় ওবামা’ শিরোনামে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশকে কেনিয়ার মানুষের জন্য উদাহরণ হিসেবে টানলেন ওবামা। বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ডিজিটাল পন্থা অবলম্বন করার প্রশংসা করেন তিনি।’
এভাবেই অসংখ্য মিডিয়ায় প্রচার হতে থাকে ওবামার প্রশংসার খবর।
এবার আসুন আমরা দেখি ওবামা আসলেই সেই বক্তৃতায় বাংলাদেশের কোনো প্রশংসা করেছেন কিনা? তিনি আসলেই কি বলেছেন।
এই হলো তার সেই বক্তৃতার ভিডিও লিংক
এই ভিডিওতে দেখা যায়, ওবামা কেনিয়ায় যাত্রা শুরু করা এক প্রযুক্তির প্রশংসা করতে গিয়ে জিম্বাবুয়ে ও বাংলাদেশের প্রসঙ্গ টেনেছেন। ভিডিওটির ৮মিনিট ৬ সেকেন্ডের সময় ওবামা বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে ক্লাউড সোর্সিং প্ল্যাটফর্ম—উষাহিদি ব্যবহার করছে জিম্বাবুয়ে থেকে বাংলাদেশ। দুর্দান্ত এই আইডিয়ার গোড়াপত্তন কিন্তু এই কেনিয়াতেই।’
এর বাইরে বাংলাদেশ প্রসঙ্গে আর কোনো কথাই বলেননি তিনি!! অথচ হাসিনার চাইতেও অতি আওয়ামী লীগার কতক মিডিয়ার কান্ড কারখানা দেখুন!!!
মিথ্যে প্রশংসার প্রচারনা চালিয়ে নেত্রীর পদলেহনে এসব সাংবাদিকরা রাজনৈতিক নেতাকর্মীদের চাইতেও কতটুকৃ এডভান্স!!
খালেদার সঙ্গে মোদির ফোনালাপের লজ্জাজনক মিথ্যা প্রচারণা চালিয়ে বিএনপিও কয়েকদিন আগে আমাদেরকে মিথ্যাবাদী জাতি হিসেবে বিদেশীদের কাছে পরিচয় করিয়েছিলো!!
তবে আশ্চের্যের ব্যপার হলো, তখন বেশ কতক সুশীলকে বাংলাদেশের অপমান নিয়ে চোখের পানি নাকের পানি এক করে খালেদার বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী লেখালেখি করতে দেখলেও এখন তাদের দেখা মিলছেনা!!
তাদের টিনের চশমায় এই লজ্জাজনক ব্যপারটি ধরা পড়েনা!!!
নিজ জন্মভূমির প্রতি তাদের ভালোবাসা এমন একমুখি কেনো??
বিষয়: বিবিধ
১১৬৯ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Click this link
পোষ্টে ভিডিওর লিংক না দিয়ে এটা VCnUunL3L34&feature; দিন তাহলে ইংশাল্লাহ ঠিক হয়ে যাবে
আমাকে না মেরে টাকা দিবেন
আর সেটা কে নিয়া যায়!!
বাঙালী বলে কথা!
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন