হজ্জে যাচ্ছি এবং হাজী বা আলহাজ্জ টাইটেল বলা/দেওয়া যায়েজ কি!!!

লিখেছেন লিখেছেন সত্যের ২৭ জুলাই, ২০১৫, ০৬:২০:২০ সন্ধ্যা



আত্মশুদ্ধীঃ

হজ্জে যাওয়ার পূর্বে ইচ্ছা করে লোকজনকে বলে বেড়ানো, আমি হজ্জে যাচ্ছি বা ১,২,৩,...এত বার হজ্জ করেছি এবারও যাচ্ছি । অথবা

সমাজের ইমাম দ্বারা দো’আর ব্যবস্থা করা যাতে ইমাম সাব মুনাজাতে অমুক সাব, অমুক সাব বার বার নাম ধরে বলে সমাজের লোকদের জানান । এতে রিয়া হ’তে পারে ।

কেউ জিজ্ঞাসা করলে হজ্জে যাচ্ছেন কি বা কত বার করেছেন তখন বলতে পারেন । এছাড়া না বলাই ভাল । হজ্জ হবে আল্লাহ্‌র উদ্দেশ্যে, মানুষকে জানানোর জন্য নয় ।

আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ্জ ওমরাহ পরিপূর্ণভাবে পালন কর (বাক্বারাহ ২/১৯৬)

ছালাত, ছিয়াম, যাকাতের মত হজ্জও ফরজ । হজ্জ পালন করে নামের আগে হাজী বা আলহাজ্জ টাইটেল দেই কিন্তু ছালাতী, ছিয়ামী, যাকাতী দেই না কেন !!!

রাসুল (সাঃ) বা তাঁর কোন সাহাবী, তাবেঈন, তাবে-তাবেঈন, আইয়ামে মুজতাহীদিন কেউ কি এরকম টাইটেল দিয়েছেন । প্রমাণ না থাকলে আাপনি কেন দিবেন ??? !!!

রাসুল (সাঃ) আল্লাহ্‌র কাছে প্রার্থনা করে বলেছেন-

আল্লাহুম্মা হাজ্জাতুন লা রিয়ায়া ফিহা ওয়ালা সুমআতু (হে আল্লাহ! এমন হজ্জের তাওফিক দাও যা হবে রিয়া ও সুনাম কুড়ানোর মানসিকতা হতে মুক্ত-ইবনে মাজাহ ২৮৯০)

Plz share & comment

বিষয়: বিবিধ

১৪৪৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332018
২৭ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৩৬
এ,এস,ওসমান লিখেছেন : ভাই ভুল বলেন নি।
332028
২৭ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:২২
প্রক্সিমা লিখেছেন : নামের আগে /পরে হাজী /আলহাজ সত্যিই রিয়া প্রকাশ করে থাকে ।
332029
২৭ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:২৮
শেখের পোলা লিখেছেন : অন্তরে নিজেকে প্রকাশ করার বাসনাই থাকে, অতএব অবশ্যই রিয়া৷ শুধু হাজীদের বেলায় নয়,ইঞ্জীনিয়র অমুক মন্ত্রী, অমুক বি,এ, এম পি,অবসর প্রাপ্ত জজ, জেনারেল ও এই ফরমূলায় পড়ে৷ধন্যবাদ৷
332032
২৭ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৩৫
নজরুল ইসলাম টিপু লিখেছেন : হাজী আর আলহাজ যদি লিখা যেত তাহলে আমরা কিছু নাম এমন লিখতাম, যদিও লিখিনা। যেমন,
হাজী আবু বকর সিদ্দীক,
হাজী ওমর ফারুক,
হাজী আবু হোরায়রা ইত্যাদি, অথচ তাঁরাও হ্জ করেছিলেন।

হজ হল ফরজ কাজের অন্তভূক্ত। ফরজ কাজ করার মধ্যে কোন গৌরব নেই। বান্দা হিসেবে প্রতিটি মানুষ ফরজ কাজ করতে বাধ্য। ফরজ পরিপূর্ন হলে, আল্লাহর বিচারে তিনি জান্নাতে চলে যেতে পারবেন ব্যাপার টা এমন নয়। ফরজ কাজ পূর্ন হলে হিসাবের জন্য সে নিয়মিত মুমীন হিসেবে পরিচিত পেল।

যেমন একজন ব্যক্তি দৈনিক ৮ ঘন্টা ডিউটি করলে সে মাসের বেতন পাবার যোগ্য হল। সে এটার জন্য কোম্পানীর কাছে কোন সম্মানী, অতিরিক্ত ওভার টাইম দাবী করতে পারেনা। ওভার টাইম কিংবা কোম্পানীর স্পেশাল সম্মানী দাবী করতে হলে স্পেশাল কাজ করতে হবে। মুমীনের জন্য এই স্পেশাল কাজটি হল কোম্পানীকে প্রয়োজনের চেয়ে বেশী সময় দেওয়া ইত্যাদি।

কোন ব্যক্তি হজ করে নফল ও তাহাজ্জুদ গুজারের মর্যাদা দাবী করতে পারেনা। তাই হ্জ কে কৃতিত্ব কিংবা গৌরবের অংশ মনে না করে, সেটাকে দায়িত্ব মনে করা উত্তম। দায়িত্ব পালনে যেমন কেউ বাহাদুরী করেনা, হজ্জ পালনেও কোন বাহাদুরী নাই। বরং ছোট মনে আল্লাহর কাছে কামনা করা উচিত যাতে হজ্ কবুল হয়।

332035
২৭ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আন্নের এই কেথা হুইন্যা আমার তো সেই বিখ্যাত মুতেরা হাজীর গল্পটাই বার বার মনে আইয়া পড়লো বদ্দা!!!
২৮ জুলাই ২০১৫ সকাল ০৮:০৯
274370
জ্ঞানের কথা লিখেছেন : শুনতে চাই গল্পটি বলা যাবে কি ভাই?
332065
২৭ জুলাই ২০১৫ রাত ১০:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
হাজি বা আলহাজ লেখাটা অবশ্যই রিয়া। তবে হজ্জে যাওয়ার আগে আত্মিয় স্বজন এর কাছে এই খবর দেওয়া ও দোওয়া চাওয়ার মধ্যে সম্ভবত সমস্যা নাই।
332076
২৭ জুলাই ২০১৫ রাত ১০:৪৩
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া। জাযাকাল্লাহ খাইর
332080
২৭ জুলাই ২০১৫ রাত ১১:২০
আবু জারীর লিখেছেন : আল্লাহ্‌ আমাদের রিয়া মুক্ত আমল করার তাওফিক দিন। আমিন।
332111
২৮ জুলাই ২০১৫ রাত ০১:৫৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : লোক দেখানো ইবাদাত, যার জা যা দুনিয়াতেই পেয়ে যাচ্ছে..পরকালের জন্য জমা নেই.. অনেক ধন্যবাদ
১০
332142
২৮ জুলাই ২০১৫ সকাল ০৮:১০
জ্ঞানের কথা লিখেছেন : রিয়া হচ্ছে গোপন শির্ক। যে যে নিয়তে করবে আল্লাহ তাকে সেটাই দিয়ে দিবেন। ইন্নামাল আমালু বিন নিয়াহ্।

আচ্ছা আমি হজ্জ করলাম কিন্তু আমি আমার নামের সামনে হাজী লাগালাম না তবে এলাকার লোকজন সম্মানদিয়ে আমাকে হাজী সাহবে বলে ডাকে ও চেনে। এক্ষেত্রে কি হবে?
২৮ জুলাই ২০১৫ রাত ০৯:২৬
274576
সত্যের লিখেছেন : বুজিয়ে বলুন, বিখ্যাত মুমিন গন তাদের নামের আগে এই শব্দ লিখে নাই। তাই আমাকে এই নামে ডাকবেন না।
অনেকে সালাত পড়ি, সালাতি সাব বলেন না কেন!!
আল্লাহ,র বান্দা হতে কোন উপাধি লাগে না।
ধন্যবাদ
২৯ জুলাই ২০১৫ দুপুর ০৩:৫৭
274755
জ্ঞানের কথা লিখেছেন : জদি কেউ সম্মান দিয়ে ডাকে তাহলে কি তা নাজায়েজ হবে?
২৯ জুলাই ২০১৫ দুপুর ০৩:৫৭
274756
জ্ঞানের কথা লিখেছেন : জদি কেউ সম্মান দিয়ে ডাকে তাহলে কি তা নাজায়েজ হবে?
১১
332144
২৮ জুলাই ২০১৫ সকাল ০৮:৩১
হতভাগা লিখেছেন : আপনি না লাগাতে চাইলেও আপনার আশে পাশের লোকেরা আপনাকে এই টাইটেল দেবে ।

দেখা হলেই বলবে '' হাজী সাব ''
২৮ জুলাই ২০১৫ রাত ০৯:২৮
274577
সত্যের লিখেছেন : নিষেধ করবেন।
আল্লাহ,র বান্দা হতে কোন উপাধি লাগে না
জাযাকাল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File