সেই তোমাকেই ভালবাসতে ইচ্ছে করে
লিখেছেন লিখেছেন প্রফেসর ফারহান ১৬ জুন, ২০১৪, ০৬:৪৮:৩৩ সন্ধ্যা
তোমার চোখের সাথে লুকোচুরি খেলতে চায় আমার এ দু'নয়ন,
মোর মন ভেসে থাকে ভেবে তোমার ঐ চয়ন;
আর কত জমাবো বল তোমার জন্য আমারি ভালবাসা?
একটু আদর দিয়ে যাও, সেই কবে থেকে হয়েছি যে প্রেমজমির চাষা।
রাতে তো ঘুম হয়না সখী, কাজে তো মন বসেনা;
তোমার চেহারা শুধু স্মৃতিপটে, হৃদয় কেন আসেনা?
আর কত ভালবাসার পাপড়ি খুলে মেলে দিব তোমার সামনে?
জীবন যৌবন সব ধূলায় মিশিয়ে বৃদ্ধ হয়েছি গোপনে। :P
তবু তুমি আসো নাকো, একটু দেখা দিয়ে যাও
মোর চুলগুলি গুছনো নেই, একটু সুড়সুড়িয়ে দাও।
পাবো না কি দেখতে তোমার আলতা রাঙ্গা পা,নেইলপলিশের নখ,দীঘলকালো চুল
তোমায় ছাড়া এই মুহূর্তে আমি হারিয়েছি সব কূল
একটু সময়ের জন্য কাছে আসো না প্লিজ সব ভুলে যাব
নতুন করে আবার পুরনো সেই তোমাকেই ভালবাসব
বিষয়: বিবিধ
৯৭৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জীবন যৌবন সব ধূলায় মিশিয়ে বৃদ্ধ হয়েছি গোপনে। :P
মন্তব্য করতে লগইন করুন