প্রেমের উপলব্ধিতা
লিখেছেন লিখেছেন প্রফেসর ফারহান ১০ জুন, ২০১৪, ০৬:৫৫:১৭ সন্ধ্যা
প্রেম করার চেয়ে প্রেমের প্রতি আকাঙ্ক্ষা, প্রেমের প্রতি আক্ষেপ এই বিষয়গুলা অনেক মজার, অনেক উপভোগ্য বিষয়। এটা যতদিন থাকবে ততদিন 'দিল মাঙ্গে মোর', 'মাস্তি বহুত হ্যায়' এই জিনিসগুলা থাকবে। কেন জানেন? কারণ কোন মানব/মানবীর চোখ ও মনে প্রেমে পড়ার চেয়ে তার চেয়ে বরং আপনি আক্ষেপ ও আকাঙ্ক্ষা থেকে প্রেম বিষয়ক কবিতা, গল্প, কৌতুক, প্রবন্ধ, কার্ড তৈরি, অন্যের প্রেমে হেল্প করা, কারো ছ্যাকা কাহিনী শোনা ইত্যাদি সব আপনি মজার সাথে উপভোগ করতে পারবেন। কিন্তু প্রেম করবেন তো এসব উপভোগের বিষয় তখন রিজার্ভ বেঞ্চ এ থাকবে এমনকি তুলা উড়া বাতাসের সাথে হারিয়েও যেতে পারে। তার চেয়ে বরং প্রেম না করে মজা নেই এটাই অনেক ভাল লাগে, অনেক হাসতে পারি, অনেক আনন্দ দিতে পারি, সবার সাথে থাকতে পারি, কারো দুঃখের সাথে থাকতে পারি, কারো জন্য অপেক্ষার ফুল নিয়ে বসে থাকতে হয়না, কারো কাছে তেমন ছোট হতে হয়না, কারো জন্য তেমন চিন্তা করতে হয়না, কারো জন্য নিজের অভ্যাস পরিবর্তন করতে হয়না, কারো জন্য অন্য কাজগুলাকে ফাইলের নিচে চাপা রাখতে হয়না, কেও দেখে ফেলবে বলে রিস্ক নিতে হয়না, কারো চোখে খারাপ হতে হয়না। সময়গুলা কেটে যায় ভালভাবে। যতদিন প্রেম ও বিয়ে না করে এগুলা উপভোগ করা যায় ততদিন আপনি অনেক হিসাব নিকাশের বাইরে থাকবেন, অনেক মজা নিতে পারবেন, অনেক মানুষের কৃতজ্ঞতার পাত্র হবেন, অনেক মানুষের দুঃখের সহায় হবেন, নিজেকেও অনেক উপরে নিতে পারবেন,নিজেকে পাহাড়সম উচ্চতায় নিতেও তখন আপনার কাছে কার্পণ্য মনে হবেনা। আর প্রেম অথবা বিয়ে অধ্যায় শুরু তো আপনার জীবনে নতুন হিসাব নিকাশ শুরু, নতুন সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে আপনাকে বসতে হবে জীবনের হিসাব কসায়।বাসর ঘরের বিলাই মারা থেকে শুরু আর শেষটা যে কোথায় তা আসলে বলা মুশকিল। তাই Single is more better than mingle. এটা বিবাহিতরাও স্বীকার করবেন জানি। ভাবছেন!!! এত সব উপমা আর অভিজ্ঞতার সম্মিলন কিভাবে করলাম? না আসলে, কোন প্রেম বা ছ্যাকা খাওয়ার ব্যবহারিক অভিজ্ঞতা বা কোন ঘটনা নাই। যা বলেছি পারিপার্শ্বিক অবস্থা ও দৃশ্যপট দেখে
বিষয়: বিবিধ
১৩০৮ বার পঠিত, ৫ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
বিঃদ্রঃ- অনুভুতি জানানোর লিখনিটা ভাল লেগেছে তাই লিখতে বলতেছি।
অজান্তে গড়ে উঠে বন্ধুত্ব
তা হতে পারে অপ্রত্যাসিত কোন ব্যক্তির
সাথে , সময়ের প্রয়োজনে জীবনের
বাস্তবতায় আবার তার বিচ্ছেদ ও ঘটে ,
প্রয়োজনের তাকিদে অনেক
দূরে চলে গেলেও যেনো মুছে না ফেলি সৃতির
পাতা থেকে কেউ কাউকে ।
মন্তব্য করতে লগইন করুন