হৃদয়ে সিগনেচার
লিখেছেন লিখেছেন প্রফেসর ফারহান ২৭ মে, ২০১৪, ০৫:৫৬:১৩ বিকাল
তোমার হৃদয়ে দিয়ে দিয়েছি যে আমার সিগনেচার
কতদিন আর চলবে বল এই প্রেমাচার?
চল মোরা বিয়ে করি
পরিবারকে সঙ্গী করি।
নতুন জীবন হবে শুরু আমাদের
হানিমুন তো হবে আরও সুখের,
সেখানে মোরা লুকোচুরি খেলবো
সুন্দর সুন্দর কত ফোডু তুলবো।
আহ! কি রোমাঞ্চ যে হবে তোমার আমার
হিংসার পাত্রপাত্রী হব আমরা সবার,
ইস! চলনা প্লিজ বিয়ে করে ফেলি
প্রেমের বরফ এবার সূর্যের তাপে গলি।
বিয়ে করলে বুঝবা বিয়েতে যে কি মজা!!
তুমি রানী আর আমি হব রাজা।
বিষয়: বিবিধ
৮৬৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন