তুমি চলে গিয়েছ বলে....
লিখেছেন লিখেছেন প্রফেসর ফারহান ১৩ মে, ২০১৪, ১২:৩৫:২০ দুপুর
তুমি ফুল ফেলে দিয়েছ
হাজার ফুলের বাগান চুপসে গেছে,
তুমি হাত ছেড়ে দিয়েছ
ভালোবাসা পালিয়েছে।
তুমি চলে গিয়েছ
জোছনা ভেঙ্গে গিয়েছে,
তুমি তারপর কেঁদেছ
কবুতরছত্র দল ভেঙ্গেছে।
সবই হয়েছে তুমি চলে গিয়েছ বলে
জ্বলছে সব আগ্নেয়গিরির দাবানলে,
তোমার কাছে আমার পকেটশূন্য ভালবাসা
হয়ে গেল মরুভূমির উত্তপ্ত বালুদশা;
এ আমি কেমন ছিলাম তোমার প্রেমের চাষা?
বলিবার আর নেইতো ভাষা।
ছোট হৃদয় হয়ে গেল পাথর
হয়ে গেছি শোকে কাতর,
আটকাতে পারিনি তোমাকে
বেঁধে রাখতে পারিনি তোমাকে
তোমার ভালবাসাকে শ্রদ্ধা করি বলে
ভাল থেকো তলে তলে।
(মেয়েটার পরিবার মেয়েটার জন্য পাত্র ঠিক করেছে, তাকে প্রেমিকের সাথে বিয়ে দিবেনা পরিবার আর তাই এভাবেই শেষ হয়ে যায় দুটি প্রাণীর অসঙ্গায়িত ভালবাসা)
বিষয়: বিবিধ
৯৫৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
''গাইবো না কোন গান তোমাকে ছাড়া
লিখবো আর তুমি হীনা কবিতা ''
চলছে , চলুক ......
মন্তব্য করতে লগইন করুন