বেকারত্ব
লিখেছেন লিখেছেন প্রফেসর ফারহান ১৪ এপ্রিল, ২০১৪, ০৯:৫১:২৭ সকাল
যৌবন শেষ,
কপাল ঘামছে;
জুতার তলার পদাগ্রতা,
ক্ষয়ে যাচ্ছে।
চক্ষু বড় বড়,
খবরের কাগজে;
চাকরির দৈন্যতা,
বারটা বাজে মগজে।
সনদপত্রের আভিজাত্য,
হবে না হবে না,
মামার জোর,চাচার জোর,
সইবে না, সইবে না।
হাতের দাওাই
জিহবা বড় জিহবা বড়,
শূন্যতা আসলে,
নিজের গালে চড়।
হতাশার অন্তরালে,
চিন্তা আসে খুব;
না আসলে প্রাপ্য,
সার্টিফিকেট সব ডুব।
এমনি করে কাজ ছাড়া,
একাকি হারাধন,
হবে কি আদৌ?
বেকারত্ব নিধন।
বিষয়: বিবিধ
৭৪৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন