নিজেও খায়না কাউকে খেতেও দেয়না।
লিখেছেন লিখেছেন মোস্তাফিজুর রহমান ০২ এপ্রিল, ২০১৪, ০৩:৩৭:০৬ দুপুর
তখন ইন্টার এ পড়ি। পাশা-পাশি স্থানীয় একটা কম্পিউটার সেন্টারে কাজ করি। কম্পোজ, ফটোকপি'র পাশা-পাশি প্রশিক্ষণ ও চলতো। এলাকার একটা ছেলে হঠাৎ একদিন এক প্যাকেট (৫০০পিচ) অফসেট পেপার নিয়ে এসে বলল ভাইয়া কাগজ নিবেন?? প্রিন্টের জন্য অফসেট পেপার ইউজ করতাম তাই বললাম নেব, দাম কত? বলল আমি লাইব্রেরী থেকে খাতা কিনব, সুতরাং খাতার দাম যা তাই দিবেন বেশি দেয়ার দরকার নাই। ছেলেটা পরিচিত ছিল তার উপর দামও অনেক কম। তাই কিনে নিলাম; খুব সম্ভব তখন জানতেও চাইনি কাগজ কোথায় পেলে। তারপর প্রায় প্রতি মাসে ১/২ প্যাকেট কাগজ দিয়ে যায় টাকা নিয়ে যায়। বেশ কয়েকমাস পর আমাদের পেপার শেষ ছেলেটা আগের মতই আসে কিন্তু পেপার নিয়ে আসেনা; তাই জিজ্ঞেস করলাম কি ব্যাপার আজকাল পেপার আননা কেন? বলল ভাইয়া, বাবা বলেছে উনার বস পরিবর্তন হয়েছে। এখন একটা লোক এসেছে বাবা একদম সহ্য করতে পারেননা। কারন লোকটা নিজেও ঘুষ খায়না আর কাউকে খেতেও দেয়না। একই ভাবে এখন স্টেশনারীও আগের মত এদিক ওদিক হয়না। মানে নিয়ে আসার সুযোগ পায়না। বাবা বলল লোকটা নাকি জামায়াত করে। সে অনেক দিন আগের কথা। ১০বছর আগে ডিগ্রী কমপ্লিট করেছি। দেশে চাকুরী ছেড়ে বিদেশ এলাম প্রায় ৭ বছর হতে চলল। গতকাল আবার একই কথা শুনলাম নিজেও খায়না কাউকে খেতেও দেয়না। সৌদি আরবে কোম্পানী থেকে অনিয়ম করায় কোম্পানী এক্সিট লাগিয়ে দেয় এক পরিচিত ছেলেকে। সাদা পার্সপোট দেয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ এ্যাম্বাসী। ছেলেটা নতুন একটা কোম্পানীতে ট্রান্সপার হওয়ার জন্য সব কিছু প্রস্তুত করেছে এখন শুধু একটা পাসপোর্ট দরকার। কিন্তু পূর্বের কোম্পানীর অনুমতি ছাড়া এ্যাম্বাসী পাসপোর্ট দিচ্ছেনা। তাই ২৫০০সৌদি রিয়ালের চুক্তিতে এ্যাম্বাসীর কোন এক দালালের সাথে চুক্তি করেছে ২দিনের মধ্যে পাসপোর্ট দিবে কিন্তু ১সপ্তাহেও পাসপোর্ট দিচ্ছেনা। কারণ কিভাবে জানি এ্যাম্বাসীতে একজন জামায়াত ডুকে গেছে। সে কোন অন্যায় করেনা নিজেও খায়না কাউকে খেতেও দেয়না।
ছেলেটার জন্য দু:খ লাগলেও এ্যাম্বাসীতে এমন একটা লোক ডুকেছে শুনে ভাল লাগল। তার চাইতেও ভাল লাগল যে ভাল লোক গুলোই এখন জামায়াতের উদাহরণ। যে-ই ভাল সে-ই জামায়াত। আলহামদুলিল্লাহ আল্লাহ জামায়াতের প্রতিটি নেতা-কর্মীকে ইসলামের পুরোপুরি অনুসরণের সুযোগ দিক, আমিন।
বিষয়: বিবিধ
১৩০৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মানুষ না? তাহলে - আওয়ামীলীগ।
মন্তব্য করতে লগইন করুন