শিরোনামহীন!! অনুভূতি
লিখেছেন লিখেছেন মোস্তাফিজুর রহমান ২৬ মার্চ, ২০১৪, ১২:৫১:৫৩ দুপুর
গতকাল বিকেল বেলাতেই অনুভব করলাম তার মনটা ভালনা।তার মনটা খারাপ থাকলে আমার ভাল লাগেনা; এটা আল্লাহরই একটা কুদরত। ভোরে নামাজ পড়তে উঠতে খুব কষ্ট হয়েছে। পুরো আজানটা শুনলাম তারপর আবার ঘুম এসে গেল। তাড়া-তাড়ি উঠে ফজর নামাজটা রুমেই পড়লাম। আবারও শুয়ে পড়লাম। মোবাইলের চিতকার শুনে তাড়াতিড় উঠে পড়লাম। কিচেন গিয়ে কলিগের সাথে দেখা। প্রথমে প্রশ্ন তাকে কাদাচ্ছি কেন?? আমি বললাম এটা আমার কিছু করার নাই আল্লাহর ইচ্ছা। কলিগ খৃস্টান সাধারণত গড শব্দটা ব্যবহার করে আর আমি চেষ্টা করি গড শব্দটা বাদ দিয়ে আল্লাহ শব্দটা উচ্চারণ করতে, অন্যকে শোনাতে। শব্দটা আমার খুব ভাল লাগে। সে যতবারই বলল কাদাচ্ছিস কেন?? আমি বললাম আল্লাহর ইচ্ছা; আমার কিছু করার নাই। দরজা খুলেই বুঝতে পারলাম যথেস্ট কান্নাকাটি না হলেও পানি কিছু ঝরেছে। প্রতিদিন রুমে নাস্তার কাজটা সারলেও আজ দুপুরের খাবার আর সকালের নাস্তা দুটোই প্যাকেট করে অফিসে নিয়ে এলাম। আমি যখন অফিসে আসছিলাম তখন কান্না বন্ধ হয়েছে তবে মনটা ভাল হয়নি। যে কোন সময় আবার শুরু হতে পারে বর্ষন। আল্লাহর উপর ভরসা করে অফিসে চলে এলাম। অফিসে আসার কিছুক্ষণের মধ্যে শুরু হল.... সে কি কান্না। পুরোদমে বাংলাদেশ স্টাইল।
কোন প্রেয়সী বা প্রিয়তমার কান্না নয়; এটা আকাশের কান্না; মহান প্রভুর রহমত। গতকাল সারাদিন আকাশটা মেঘলা ছিল। বৃষ্টিটা এমনতেই ভাল লাগে তার উপর কয়েকদিন আগ থেকে বাতাসের ধুলাবালি গুলো মুছার জন্য বৃষ্টি খুবই দরকার ছিল। বৃষ্টিতে ঘুমোতে মন চাইলেও আসলে বৃষ্টিটা ভাল লাগে। কারণ ওটা আল্লাহর রহমত। রাসুল সা: আকাশে মেঘ দেখলে খুব ফেরেশান হয়ে যেতেন; যতক্ষণ পর্যন্ত না বৃষ্টি নামত ততক্ষণ উনার ফেরেশানি কাটতনা। বাংলাদেশে আরবের খেজুর যেমন মানুষের প্রিয় তেমনি সৌদি আরবে বৃষ্টিটাও এদেশের মানুষের খুবই প্রিয়। আর সৌদিতে এসে আর কিছু না্ পাই যখন বাংলাদেশের মত বৃষ্টি দেখি তখন সত্যিই মনটা ভরে উঠে। শুকরিয়া প্রভুর দরবারে।
বিষয়: বিবিধ
১০৬৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন