বিবশ হতে চাই.....!!!

লিখেছেন লিখেছেন উড়ালপঙ্খী ০২ মে, ২০১৪, ১১:৫৩:০৫ রাত

প্রতিদিন জীবনকে নতুন ভাবে দেখি...জীবন একটাই...সময় স্রোত আমায় বিবশ করে...টুকরো টুকরো করে নিজেকে খুঁজি তোমাদের মধ্যে...

কিছু যন্ত্রণা ভাললাগা হয়ে যায়...কিছু ভাললাগা আবার যন্ত্রণা হয়...ইচ্ছা করে সব বাধা পেরিয়ে দিগন্তের পথে হাঁটি...আসলে সত্যি করেই ত দিগন্তের পথ এ হাঁটি...

কথারা আমায় বিবশ করে...মাকড়সার জালের মত আমি বিবশ হই...

ভাল লাগে বিবশ হতে...মাঝে মাঝে ঘুণ পোকা হই...কথাদের কুড়ে কুড়ে খাই...

জীবন একটাই...সময় স্রোতে বিবশ হতে চাই.....!!!

বিষয়: বিবিধ

১০৭৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

216730
০৩ মে ২০১৪ রাত ০১:৫২
কাঁচের বালি লিখেছেন : জীবনের রং পানশে হয়ে গেছে তাই দিন কোন দিকে যাচ্ছে টের পাই না !
তবে লেখাটি পড়ে ভালো লেগেছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File