দিনলিপি
লিখেছেন লিখেছেন উড়ালপঙ্খী ১৪ এপ্রিল, ২০১৪, ০১:৫০:৪৩ রাত
রাতের অন্ধকারে যেভাবে লুকিয়ে থাকে আলোর ইঙ্গিত...যেভাবে ভোর হবে বলে প্রতিদিন আকাশ ও সাজায় নিজেকে...ঠিক সেভাবেই ক্ষত-বিক্ষত দেখ ঝরিয়ে দিচ্ছি...ছড়িয়ে দিচ্ছি বিন্দু বিন্দু রক্ত প্রতিদিন...কে জানে কোনদিন হয়তো এই দিনলিপি ফুল হবে তোমার রুমালে...
দহনের সিমাহীন প্রহর এভাবেই পায়ে পায়ে পেরিয়ে যায়...শুন্যতার মুহুর্ত গুলি জানান দিয়ে যায় আমি মৃত্যুকে ভালোবাসি...অথচ মরতে শিখিনি এখনো......!
বিষয়: বিবিধ
১০৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন