কল্পকথা

লিখেছেন লিখেছেন উড়ালপঙ্খী ১০ এপ্রিল, ২০১৪, ০৩:০৭:৩২ রাত

শ্যামা মেয়ে...তৎক্ষণাৎ কারো সুখের কারন জানতে না চাওয়াটা আমার একটা বাজে স্বভাব বলতে পারিস...!

প্রায়ই তুই এসেই আমার বুকে মাথা রেখে বলিস...আমি আজ অনেক খুশি...

আমিও জড়িয়ে ধরে তোর খুশিতে নিজেকে মিশিয়ে দেয়...

কয়েক মিনিট পর মুখ তুলে কিছুটা কষ্ট পেয়েই তুই জিজ্ঞেস করিস...

কই একবারও তো আমার খুশির কারন জানতে চাইলে না?

তখন আমি তোকে বুঝাতে পারিনা...আনন্দ সুখের মুহূর্তে তৎক্ষণাৎ কারনটা জানতে নেই...

কারনটা জানার পর তোর সুখের কারনটা আমার কাছে হয়তো তুচ্ছ মনে হতে পারে...

তোকে ভালবেসে আমি আমার অতি প্রিয় কাল রঙ ত্যাগ করে তোর প্রিয় সবুজ রঙে রেঙ্গেছি...

আমিও তো মানুষ...কিছু বৈশিষ্ট্য থাকতেই পারে তাইনা?

সত্যি বলতে কি, আমার কাছে তোর সুখটাই আসল...

সময় তো আছে অনেক, কারনটা না হয় পরে এক সময় জেনে নেবো.....!

বিষয়: বিবিধ

৮৯০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205545
১০ এপ্রিল ২০১৪ সকাল ০৯:১৭
ফেরারী মন লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান। আরো বেশী বেশী লিখুন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File