মেজর জলিল (বীর উত্তম) বন্দী হলেন

লিখেছেন লিখেছেন উড়ালপঙ্খী ০৫ এপ্রিল, ২০১৪, ১২:৪২:৩৯ দুপুর

মেজর জলিল ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা, ভারতীয় বাহিনীর লুটপাটে তিনি বাধা দিয়েছিলেন।

পাকিস্তান আর্মির সারেন্ডারের পর ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে হাতিয়ার, গোলাবারুদ, যুদ্ধ সরঞ্জাম, কলকারখানার মেশিনপত্র সবকিছুই লুট করে ভারতে পাচাঁর করতে থাকে। মেজর জলিল এ সমস্ত লুটপাটের বিরোধিতা করেন। তার সাহসিকতা অন্যান্য সেক্টরের মুক্তিযোদ্ধাদেরও ‘মিত্র বাহিনীর’ লুটপাটে বাধা প্রদানে উৎসাহিত করে তোলে। ১৯৭২ সালের ফেব্রুয়ারী মাসে তার ঐ ধরণের কর্মকান্ডের জন্য সরকার তাকে বন্দী করে। ষড়যন্ত্রের জাল ফেলে তাকে গ্রেফতার করা হয়েছিল। সমগ্র জাতি সরকারের ঐ ধরণের আচরণের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে। ১১ই মার্চ বরিশালে মুক্তিযোদ্ধা ও জনগণের এক বিশাল সমাবেশে তাকে অবিলম্বে মুক্তি দেবার জোর দাবি উত্থাপন করা হয়। প্রধানমন্ত্রীর কাছে জোরালো দাবি উত্থাপিত হয়েছিল সেনা বাহিনীর তরফ থেকেও। এর প্রতিক্রিয়ায় সরকার এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করে, “তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে এবং আর্মি রুলস এর অধিনেই তার বিচার করা হবে।” সরকারের ঐ ঘোষণার পর বিক্ষোভ আরো বৃদ্ধি পায়। আর্মি, মুক্তিযোদ্ধা এবং জনগণ ক্ষেপে উঠে। প্রচন্ড গণচাপের মুখে সরকার বাধ্য হয় মেজর জলিলকে নিঃশর্ত মুক্তি দিতে।

(যা দেখেছি যা বুঝেছি যা করেছি---মেজর ডালিম)

বিষয়: বিবিধ

৯৯২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

202692
০৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫৪
হতভাগা লিখেছেন : পুলিশের কাজে বাধাদান করলে যেমন ''সরকারী কাজে বাঁধাদান'' বলে গন্য করে গ্রেফতার করা হয় , সেইরুপ মিত্র বাহিনীর কাজে বাঁধাদান করতে চাওয়াও তাকে আটক করা হয়েছিল ।
০৫ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০২
152207
উড়ালপঙ্খী লিখেছেন : হুম...মিত্রবাহিনীরা তো হাতিয়ার, গোলাবারুদ, যুদ্ধ সরঞ্জাম, কলকারখানার মেশিনপত্র সবকিছুই লুটপাট করেছিল সরকারের মদদেই Winking
202701
০৫ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩৭
নানা ভাই লিখেছেন : মেজর জলিল: এ জার্নি ফ্রম মার্কসবাদ টু ইসলাম
http://akramsbd.blogspot.se/2011/11/blog-post_24.html#more
০৫ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪৩
152215
উড়ালপঙ্খী লিখেছেন : অনেক ধন্যবাদ Happy
202986
০৫ এপ্রিল ২০১৪ রাত ১০:২৩
নীল জোছনা লিখেছেন : অনেক ভালো লাগলো পড়ে
০৬ এপ্রিল ২০১৪ রাত ১২:৪৪
152476
উড়ালপঙ্খী লিখেছেন : ধন্যবাদ Happy দোয়া রইল (y)

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File