ছেঁড়া ডাইরি...
লিখেছেন লিখেছেন উড়ালপঙ্খী ০৫ এপ্রিল, ২০১৪, ০১:৩৭:৩০ রাত
ভাবছি তোমার জন্য রেখে যাবো আমার ছেঁড়া ডাইরিটা, কিছু অমলিন মুহূর্ত কে বেঁধে দেব, কিছু আবেশ কে বন্দি করে দেব পাতায় পাতায়, আমার না বলা কথাগুলি জমা থাকবে তাতে, প্রেমাহত এই জীবন পাবে, নিরব মৃত্যুকেও পাবে তাতে, ফেলে আসা মুহূর্ত কে অবিকল সেই ভাবেই পাবে, তুমি দুঃখ কর না ,আমায় হয়ত খুঁজে পাবে
তোমার জন্য রেখে যাওয়া আমার ছেঁড়া ডাইরির ওই পাতায় পাতায়...!
বিষয়: বিবিধ
১০৩০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন