প্রলাপ...?
লিখেছেন লিখেছেন উড়ালপঙ্খী ০৪ এপ্রিল, ২০১৪, ০৮:২৯:৪৯ সকাল
একটা সময় আসে জীবন যখন ভীষণ রকম একঘেয়ে আর বৈচিত্র্যহীন লাগে...একমাত্রিক হয়ে যায়...একুরিয়ামে থাকা মাছ গুলোর মতন...তখন দুঃখ তেও তেমন দুঃখ লাগে না...আবার আনন্দতেও তেমন মন জেগে উঠে না...
কার কাছে যেন শুনেছিলাম সেই সময় গুলোই নাকি মানুষের মাথায় আকাশ ঢুঁকে যায়...হ্যাঁ পুরো একটা আকাশ...বোধ শক্তি কমে যায়...অনুভূতির পারদটা নাকি এক জায়গায় স্থির হয়ে দাড়িয়ে থাকে.....!
ভাবছ প্রলাপ লিখলাম?
হবে হয়তো...!
বিষয়: বিবিধ
১২০৯ বার পঠিত, ৬ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
আয় কথা বলি...এখন...এই অবেলায়।
মন্তব্য করতে লগইন করুন