ক্ষীরা চুরি পোস্ট বেশ চমক লাগাইল। তাই এবার মিষ্টি আলু চুরি।

লিখেছেন লিখেছেন আহ জীবন ১৩ জুন, ২০১৪, ১০:৩৪:৪৭ সকাল





যে তিন বছর বাড়িতে ছিলাম মোটামুটি বাধনহারা ছিলাম।

ওই যে কি যেন বলে খেলাটারে শুকনা বাঁশের কঞ্চির দুই গিরার মধ্য খানের অংশ টারে বড় একহাতি একখান লাঠি দিয়া পিটানো (ডাংগুলি বলে বোধ হয়) আমরা বলি ডাণ্ডা ছোলা। দুপুরে ঘুম না গিয়া খেলতেচিলাম। চ্যাঁচামেচি ও চলতেছে সমান তালে। মুরুব্বিয়ান একরামদের এইটা সহ্য হয় নাই। দিল দৌড়ান। দৌড়ানি খাইয়া গ্রামের শেষ মাথায় তাল গাছের নিচে আশ্রয় নিলাম। ওই জায়গাটা দুই গ্রামের মধ্যবর্তী এলাকা কিন্তু এখনও নিজেদের অংশে রেস শেষ করে রেস্ট নিচ্ছি। একজন একজন করে সবাই প্রায় যোগ দিল। কথা হচ্ছিল কে কি খেলবে। মতানৈক্য হওয়ায় দু তিন জন ছাড়া বাকি সব চলে গেল। আমিও দু তিন জনের ভিতর রয়ে গেছি। সন্ধ্যা ঘনাচ্ছে খেলার ও সময় নেই গল্প করতেছি। কোত্থেকে এক মামু আসলো। বয়সে বড় (প্রায় যুবক, কৈশোর শেষ হয়নি তখনও)। উনি কথায় কথায় আলু চুরির প্ল্যান দিলেন। আমরা তিন জনের দুজন রাজি। মামু কিন্তু চুরি করবেন না। উনি প্ল্যান দিছেন, পাম্প দিচ্ছেন তাই চুরি করবেন না কিন্তু ভাগ নিবেন। গেলাম খেতের কাছে। মামা ভাল মানুষের মত তাল গাছের নিচে বসে আছে। আমার সাথের অন্য জন কে আগে পাঠাইল মামা। সে সফল চুরি করিয়া ফিরিল। এবার আমার পালা। আমিত নাইই মামা ও জানতোনা খেতের মালিকের ছেলে (মামার বয়সি) একটু দূরে তার গরুর জন্য ঘাস কাটতেছে। সেও প্রথম চুরি দেখিয়াছে। কাউকে কিছু না বুজতে দিয়ে আমাদের গ্রামের দিক থেকে ঘুরিয়া আসিতেছে চোর ধরার জন্য। আর তখনি আমার পালা। গেলাম না হয় মান সন্মান থাকিবে না। করিলাম সফল চুরি। বিপত্তি বাধিল পালাইতে গিয়া। মালিকের পোলা সাংবাদিকের মত লেতেস্ত খবরের আসায় ছুটার মত হাতের কাছে প্রথমজনকে (আলু চোর) পাইয়াও আমার পিছে ছুটিলেন। আল্লাহর কি হুকুম ছুটন্ত মানুষ দেখিয়াই মনে মালুম হইয়া গেল আসিতেচে ভাগ। দিলাম দৌড় (আলু ছাড়ি নাই)। দৌড়ত দিলাম কিন্তু ওই বেটার গ্রামের দিকে। গ্রামে ঢুকিলে আর রক্ষা নাই। ওইরকম বয়সের একজন মানুষের সাথে দৌড়ে পারিলাম না। ধরার ঠিক আগ মুহূর্তে ফাঁকি দেওয়ার উদ্দেশে বসিয়া পড়িলাম। কাজ হইল বেচারা আমারে রাখিয়া কিছুদুর সামনে চলিয়া গেল। আমি নব উদ্যমে আমার গ্রামের দিকে দৌড়। সেও পন করিয়াছে আমাকে ধরিবেই। মামু আমার তাল গাছ ছাড়িয়া রাস্তায় দাঁড়াইয়াছে। আমি সেই রাস্তা ধরিয়া গ্রামের দিকে পালাইতেছি। তো আমি মামুকে ক্রস করিয়া যাওয়ার পর দেখি মালিকের পোলা আমাকে আর তাড়া করিতেছে না। যাক সে যাত্রায় বাছিয়া গেলাম। পরে মামুরে জিজ্ঞাসিলাম পোলাটা আমারে আর দৌড়াইল না কেন? তিন ভাগের দুই ভাগ নিজে করায়ত্ত করিয়া (দিতে বাধ্য হইলাম) খাইতে খাইতে সিনা উঁচু করিয়া বলিল আমি তোরে বাছাইয়া দিছি। বলিলাম কেমনে? বলিল আমার সামনে দিয়া ওই পোলা যাওয়ার সময় অন্য কার যেন একটা ছাগল চরিতেছিল ওইটা দেখাইয়া বলিলাম এটা তোর ছাগল। এইটা নিয়া যান। এইটা ছুটাইতে আসলে ধরিবেন। বেচারা মামুর কথা শুনিল। ছাগল নিয়া গেল। তারপর থেকে আমি আর মামু পরবর্তী কয়েক মাস ও মুখো হইনি। কি হইছে খবর ও রাখিনি। আল্লাহ মাফ করুন।

বিষয়: বিবিধ

১৪৯৭ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234478
১৩ জুন ২০১৪ সকাল ১১:৫৫
১৩ জুন ২০১৪ দুপুর ১২:৪৬
181165
আহ জীবন লিখেছেন : Surprised Surprised Surprised Surprised Surprised Surprised phbbbbt phbbbbt phbbbbt phbbbbt phbbbbt It Wasn't Me! It Wasn't Me! It Wasn't Me! It Wasn't Me! It Wasn't Me! It Wasn't Me! It Wasn't Me! It Wasn't Me! It Wasn't Me!
234490
১৩ জুন ২০১৪ দুপুর ১২:৪৪
পবিত্র লিখেছেন : কি হচ্ছে ব্লগে! Surprised খুব সুন্দর বর্ণনা করে পোস্ট দিলেন, তাও চুরির!! Tongue Tongue

মিষ্টি আলু কি কাঁচাই Eatখেয়েছেন?? Thinking
১৩ জুন ২০১৪ দুপুর ০২:০১
181179
আহ জীবন লিখেছেন : হ্যাঁ, কাঁচাই। তবে সবছেয়ে মজার হয় মাটির চুলার নিভতে শুরু করা কয়লার আগুনে পুড়ে খেতে।

"চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা"- কোন মনিষী কইচে মনে নাই।
১৩ জুন ২০১৪ দুপুর ০২:১৫
181181
পবিত্র লিখেছেন :
কাঁচা কাঁচা কেমনে খায়! শুনতেও কেমন লাগে আমার কাছে!! Worried Worried
১৩ জুন ২০১৪ দুপুর ০২:৪১
181184
আহ জীবন লিখেছেন : শোনেন, আলুরে ধুইয়া দাঁ-ছুরি হাতের কাছে না থাকলে দাঁত দিয়া আলুর চামড়া ফালাইয়া দিবেন। তারপর (লবন থাকলে ভাল না হলে কিছু করার নাই) সেই দাত দিয়া কামড়াইয়া কামড়াইয়া খাইয়া ফালাইবেন। কেমন কেমন লাগ্লে নাক আর চোখ বন্ধ কইরা খাইবেন।

তারপর ও খাইতে না পারলে আপনার কপালে মজা জিনিষটা নাই।
234504
১৩ জুন ২০১৪ দুপুর ০২:৩৭
ইমরান ভাই লিখেছেন : আহআপু আপনি চুরিও করতে পারেন.... Time Out Time Out Time Out Big Grin Big Grin Tongue Tongue Not Listening Not Listening Day Dreaming Day Dreaming Wave Wave
It Wasn't Me! হারিকেন বলছে।
১৩ জুন ২০১৪ দুপুর ০২:৪৭
181188
আহ জীবন লিখেছেন : কেন চুরি কি কেবল পোলারাই পারে, মাইয়ারা পারেনা কেডা কইচে।

আইজও হারিকেনের মাথায় কাঁঠাল ভাইঙ্গা খাইতাচ?
Time Out Time Out Time Out Time Out Time Out Time Out
১৩ জুন ২০১৪ দুপুর ০৩:০৭
181196
ইমরান ভাই লিখেছেন : হারিকেনের মাথায় কাঠাল ধরে বুঝি.....Applause মেয়েদের এতো বুদ্ধি আগে তো জানতাম না আপু.....Tongue Tongue
১৩ জুন ২০১৪ দুপুর ০৩:৪৪
181199
আহ জীবন লিখেছেন : আপনে পচা আমি আর কতা কমু না আপনের লগে।
১৩ জুন ২০১৪ বিকাল ০৪:০৬
181208
ইমরান ভাই লিখেছেন : আপনাকে কথা বলতে কে বলছে আপু...Tongue আপনিতো শুধু কমেন্টস লিখবেন...কমেন্টস লিখলে কি কথা বলা হয়...আপু....Tongue দুষ্টু আপুটা কিছুই বোঝে না....Crying Tongue
234797
১৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আহেন মিছিল করি আমি চুর আপনি চুর দুজন চুর ,,,বয়েসের দাবি আমাদের অনেক কিছু করতে বলে আমরা ও তাই করি ,,,ধন্যবাদ আপনাকে ।
চুরের ফেবুতে আসতে পারেন ,,,,
https://www.facebook.com/ami.b.cai.9
১৪ জুন ২০১৪ রাত ০৮:১৫
181466
আহ জীবন লিখেছেন : ধন্যবাদ শাহিন ভাই, আমি ফেবুতে নাই।

বিঃদ্রঃ- আমার বোনের নাম ও শাহিন।
১৪ জুন ২০১৪ রাত ০৮:২৯
181481
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার বনের নাম শাহীন এদিকে আমি ও শাহীন ( আমি ও ছোট্র ভাই )
১৪ জুন ২০১৪ রাত ১০:৪৪
181508
আহ জীবন লিখেছেন : ভাল থেকো, ভাল রেখ, ভাল বেসো ভাই।
241100
০৩ জুলাই ২০১৪ রাত ১২:৪০
দ্য স্লেভ লিখেছেন : হুহাহাহাহাহা ব্যপক মজা পাইলাম। আর বর্ণনার যা ঢং ওহ....সুবহানআল্লাহ.......চালান...আছি
০৩ জুলাই ২০১৪ সকাল ০৮:৫২
187217
আহ জীবন লিখেছেন : আসসালা মুয়ালাইকুম। পবিত্র রমজানের শুভেচ্ছা নিবেন। আমার পোষ্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

চাকরির কি খবর?
অভিজ্ঞতা শেয়ার করবেন অবশ্যই।
০৩ জুলাই ২০১৪ সকাল ১১:৫৩
187252
দ্য স্লেভ লিখেছেন : ড্রাগ টেস্ট নিয়েছে গতকাল। আরও কয়েকদিন লাগবে্ এরপর বেরিফিকেশন,তারপর চাকুরীতে জয়েন করার তারিখ জানা যাবে
253536
১২ আগস্ট ২০১৪ সকাল ১১:১৯
গ্যাঞ্জাম খান লিখেছেন :



চুরি বিদ্যা মহা বিদ্যা যদি না পড়ে ধরা
মাইরের নাম গজব আলী যদি খান ধরা
১২ আগস্ট ২০১৪ দুপুর ১২:০১
197514
আহ জীবন লিখেছেন : তাইলে মহা বিদ্যায় মহা পাস দিচি। যদিও ভোঁতা পাস।

প্রবাসী শাহিন ভাই দিছে সুক্ষ পাস।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File