মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী ভোটকেন্দ্র তিন পুলিশকে পিটাল র্যাব
লিখেছেন লিখেছেন রৌদ্র ইকতিয়ার ৩১ মার্চ, ২০১৪, ০৮:০১:৫০ রাত
রৌদ্র ইকতিয়ার
মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলা নির্বাচনে একটি ভোটকেন্দ্রে পুলিশের তিন কনস্টেবলকে র্যাব সদস্যরা পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুল হালিম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভুল বোঝাবুঝিতে র্যাব ও পুলিশের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে।” টঙ্গিবাড়ী থানার ওসি (তদন্ত) খলিল মিয়া জানান, র্যাব সদস্যদের পিটুনিতে তিন কনস্টেবল আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহত ওই তিন কনস্টেবলের নাম জানাতে রাজি হননি ওই পুলিশ কর্মকর্তা। এবং
তরফা সিল মারার সময় আ’লীগ চেয়্যারম্যান প্রার্থীর ২ সমর্থককে গাঁজাসহ আটক করার পর ৬ মাসের করে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- মো: সুমন (২৮) ও মো ইয়ার হোসেন। উপজেলার পাঁচগাঁও হাজী ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম এ রায় প্রদান করে
বিষয়: বিবিধ
১১৯৭ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন