মুন্সিগঞ্জ গজারিয়া বিএনপির বিদ্রোহী প্রার্থীর গুলিবিদ্ধ স্ত্রী’র মৃত্যু
লিখেছেন লিখেছেন রৌদ্র ইকতিয়ার ২৮ মার্চ, ২০১৪, ০১:০৩:৪১ দুপুর
রৌদ্র ইকতিয়ার,যৌথ বাহিনীর সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে বিএনপির বিদ্রোহী প্রার্থী আবদুল মান্নান মনার স্ত্রী গুলিবিদ্ধ লাকি আক্তার (৩৮) মুমুর্ষু অবস্থায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাজধানী ঢাকার অ্যাপোলো হাসপাতালে লাইফ সার্পোটে ছিলেন তিনি। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন-অর রশীদ বলেন, গত ২৩ মার্চ গজারিয়া উপজেলার পরিষদ নির্বাচনের সময় বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। পরে যৌথবাহিনী ব্যালট বাক্স নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ বাঁধে। এ সময় বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবদলের সভাপতি বর্তমান বাউশিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মনার স্ত্রী লাকি আক্তারসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে মনার স্ত্রী লাকি আক্তারকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে তাকে অ্যাপোলো হসপিটালে নিয়ে ভর্তি করা হয়। লাকি আক্তারের শরীরের নিচের অংশে বিদ্ধ হওয়া পাঁচটি গুলির মধ্যে চারটি গুলি বের করা সম্ভব হলেও কিডনির কাছে একটি গুলি আটকে রয়েছে। এই গুলিটি বের করা সম্ভব হচ্ছে না বলেও জানান ওসি।
বিষয়: বিবিধ
৯০৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদেরই ট্যাক্সের টাকায় এদেরকে পোষা হচ্ছে আমাদেরকেই মারার জন্য !
মন্তব্য করতে লগইন করুন